শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ৪৫ রান।

এর আগে দলীয় চার রানেই অ্যারন ফিঞ্চকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তাঁকে ফেরান জফরা আর্চার। কিন্তু এই আঘাত সামলাতে না সামলাতেই আবারও ইংল্যান্ডের আঘাত। দলীয় ১০ রানে ক্রিস ওকসের শিকারে পরিণত হন অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা ডেভিড ওয়ার্নার।

এরপর অস্ট্রেলিয়া নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই আবারও ক্রিস ওকসের আঘাত। দলীয় ১৪ রানে পিটার হ্যান্ডসকম্বকে সাজঘরে ফেরান তিনি।

এর পরই স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারের ব্যাটিংয়ে ভর করে অনেক ধীরে-সুস্থেই এগোচ্ছে অস্ট্রেলিয়া।

এজবাস্টনে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপের প্রথম পর্বে হারলেও সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেওয়ার লক্ষ্যে মরিয়া ইংল্যান্ড।

চলতি বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড ও ভারতকে টুর্নামেন্টের ফেবারিট হিসেবে চিহ্নিত করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হারার পর ইংল্যান্ডের আত্মবিশ্বাসে খানিকটা হলেও চিড় ধরে। সেই ম্যাচে ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তার আগে প্রস্তুতি ম্যাচেও ইংল্যান্ডকে ১২ রানে হারিয়েছে অজিরা।

এই বিশ্বকাপে মোটামুটি সফল হলেও ধারাবাহিকভাবে আধিপত্য বজায় রাখতে পারেনি ইংল্যান্ড। রান তাড়া করতে গিয়ে বারবার সমস্যায় পড়েছে মর্গানের দল। শ্রীলঙ্কার কাছে ২০ রানে হার এরই প্রমাণ।

এদিকে ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও রান তাড়া করতে গিয়ে অস্বস্তিতে পড়েছে। প্রথম পর্বের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হারে অ্যারন ফিঞ্চের দল। কিন্তু এখন অস্ট্রেলিয়ার আসল সমস্যা হলো চোট।

শন মার্শ ও উসমান খাজা টুর্নামেন্ট থেকে এরই মধ্যে চোট আক্রান্ত হয়ে ছিটকে গেছেন। এতে সেমিফাইনালে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছেন পিটার হ্যান্ডসকম্ব। আর খাজার বদলে ম্যাথু ওয়েডকেও ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

সবদিক বিবেচনা করলে অস্ট্রেলিয়ার কাছে প্রস্তুতি ম্যাচসহ বিশ্বকাপের দুটি ম্যাচে হারলেও প্রথম পর্বের শেষের দুটি ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইংল্যান্ড। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

গতকাল বুধবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমিফাইনালে নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।

ইংল্যান্ড : এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড ও জফরা আর্চার।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), পিটার হ্যান্ডসকম্ব, প্যাট কামিন্স, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও জেসন বেহরেনডরফ।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি