শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান


আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

রোববার (১৪ জুলাই) পর্দা নেমেছে আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের। টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। যা তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়।

এদিকে সোমবার (১৫ জুলাই) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে। যেখানে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশে ওয়ানডে দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে একমাত্র টাইগার ক্রিকেটার হিসেবে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসির সেরা টুর্নামেন্ট সেরা একাদশে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে বিশ্বকাপ জেতা দল ইংল্যান্ডের ক্রিকেটাররা। মোট ৪ জন ইংলিশ ক্রিকেটার এই তালিকায় স্থান পেয়েছেন। এ ছাড়াও দ্বাদশ খেলোয়াড়সহ নিউজিল্যান্ডের ৩, অস্ট্রেলিয়া ও ভারতের ২ জন ক্রিকেটার বিশ্বকাপ সেরা একাদশে রয়েছেন। টুর্নামেন্ট সেরা একাদশের অধিনায়কত্ব পেয়েছেন রানার্স-আপ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, আর উইকেটরক্ষক অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারে।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি