শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর আয়তন ৭ বছরেও বাড়েনি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

সাত বছর আগে আবেদন করা হলেও অনুমোদন পায়নি কুমিল্লা নগরীর আয়তন বৃদ্ধিকরণ। এতে মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কর থেকে বঞ্চিত হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

নগরীর গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ও এলাকা সিটি কর্পোরেশনের বাইরে রয়েছে। সে গুলো হচ্ছে,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখা,শাসনগাছা বাস টার্মিনাল,রেল স্টেশন,কুমিল্লা মেডিকেল হাসপাতাল ও চাঁন্দপুর এলাকা।

সূত্রে জানানো হয়, সমগ্র সিটি কর্পোরেশনের বর্তমান এলাকা ৫৩.০৪ বর্গ কিলোমিটারের সাথে ও তার পাশ্বর্বর্তী ৯৬.৯৬বর্গ কিলোমিটার প্রস্তাবিত এলাকা নির্দিষ্ট করা হয়েছে। প্রস্তাবিত এলাকা বর্তমান এলাকার সাথে সংযুক্ত হলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মোট আয়তন হবে ১৫০বর্গ কিলোমিটার। ২০১১সালের ১০জুলাই কুমিল্লা পৌরসভার ১৮টি ওয়ার্ড এবং পাশের কুমিল্লা সদর দক্ষিণ পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন গঠন করা হয়।

নারী সংগঠক ইয়াসমিন রীমার বাসা নগরীর শাসনগাছায়। তিনি বলেন, শাসনগাছা বাস টার্মিনালসহ আবাসিক এলাকা নগরীর গুরুত্বপূর্ণ এলাকা। তবে সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় এই এলাকার বাসিন্দারা জলাবদ্ধতা ও আবর্জনা অপসারণের সমস্যায় ভুগছে।

নগরীর পশ্চিম অংশের বাসিন্দা কামাল হোসেন বলেন,কুমিল্লা সদর উপজেলার উত্তর ও দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের অনেক এলাকা সিটি কর্পোরেশনের আওতায় আনা উচিত। এখানে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন ও ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় অনেক এলাকার রাস্তা সংস্কারের কাজও আটকে থাকে।

সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন,আয়তন কম থাকায় নগরীতে এখন ঘিঞ্জি পরিবেশ বিরাজ করছে। কিছুদিনের মধ্যে কুমিল্লা বিভাগ হচ্ছে,বিভাগের কাজের সুবিধার্থে নগরীর আয়তন আরো বাড়ানো প্রয়োজন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন,কুমিল্লা সিটি কর্পোরেশনকে পরিকল্পিত ও সুবিন্যস্ত ভাবে গড়ে তোলার জন্য আয়তন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। দ্বিগুণ আয়তন বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য- ২০১২সালের ৩জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলজিইডি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে স্থানীয় বীরচন্দ্র নগর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয় কুমিল্লা সিটির আয়তন বাড়িয়ে ১৫০ বর্গ কিলোমিটার করার পরিকল্পনা রয়েছে। যা বর্তমান আয়তনের দ্বিগুণ হবে। ওই সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়তন বৃদ্ধির জন্য আবেদন জানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি