শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৭ মিনিটে লেভান্তের কাছে হেরে গেল বার্সেলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৯

ডেস্ক রিপোর্ট:

লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচে পেনাল্টি কিক থেকে গোল করে বাঁ পা থেকেই ক্লাবের হয়ে ক্যারিয়ারের ৫০০ তম গোল করে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বিরতির পর ৬১ থেকে ৬৮ এই সাত মিনিটে বার্সার উপর দিয়ে বয়ে যাওয়া তিন গোলের ঝড় তাদের পরাজিত দল হিসেবেই মাঠ ছাড়তে বাধ্য করেছে।

শনিবার (২ নভেম্বর) লেভান্তের মাঠে অনুষ্ঠিত ম্যাচে নেলসন সেমেদো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। ম্যাচের ৩৮ মিনিটে স্পট কিক থেকে মাইলফলক স্পর্শ করা গোলটি করেন মেসি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, ফাউলের সময় আঁতোয়ান গ্রিজম্যান অফসাইড পজিশনে ছিলেন। ফলে বার্সেলোনার পাওয়া পেনাল্টি এবং মেসির করা গোল নিয়ে বিতর্ক থাকছে।

প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে কাতালান ক্লাবটি স্বস্তি নিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে তারা ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয়। ৬১ মিনিটে হোসে লুইস মোরালেসের পাসে বল পেয়ে হোসে কাম্পাওয়া জোরালো শটে লক্ষ্যভেদ করে লেভান্তেকে সমতায় আনেন।

এর ঠিক ২ মিনিট পর হোসে কাম্পাওয়ার পাসে বল পেয়ে ২০ গজ দূর থেকে দেয়া ডান পায়ের শটে রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড বোরহা মায়োরাল গো করে বসলে লেভান্তে লিড পেয়ে বসে। ম্যাচের ৬৮ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের জোরালো শটে নেমানজা রাদোজা গোল করলে স্কোরলাইন ৩-১ করে ছাড়েন।

মাত্র ৭ মিনিটের মধ্যে তিন গোল হজম করে ফেলা বার্সেলোনার হয়ে মেসি ৭৪ মিনিটে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এই ম্যাচে হারের পরেও ১১ ম্যাচে ৭ জয়, ১ ড্র এবং ৩ পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি