শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে খেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে খেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৯

স্পোর্টস ডেস্কঃ

কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করেন।

এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ডিউ ফ্যাক্টরের চ্যালেঞ্জ মাথায় নিয়ে দিবারাত্রির ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়। দলে ঢুকেছেন আল আমিন ও নাইম। বাদ পড়েছেন তাইজুল, মেহেদী। ভারতীয় দলে কোন পরিবর্তন নেই।

ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলে বোলিং-ব্যাটিং দু’টিই খুব চ্যালেঞ্জিং হবে বলছেন, দুই অধিনায়ক মুমিনুল হক ও ভিরাট কোহলি। ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি