শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » গেইলকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হুমকি,বিসিবির কাছে শাস্তির আবেদন করবে


গেইলকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হুমকি,বিসিবির কাছে শাস্তির আবেদন করবে


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের সপ্তম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার কথা রয়েছে ক্রিস গেইলের। প্লেয়ার্স ড্রাফটের এ+ ক্যাটাগরি থেকে শুরুতেই তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম। তখন জানানো হয়েছিল পুরো বিপিএলেই পাওয়া যাবে তাকে।

তবে সম্প্রতি গেইল জানিয়েছেন, কীভাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার নাম এলো সেটি তিনি নিজেই জানেন না তিনি। তার এমন মন্তব্যের পর হুমকিতে পড়েছে গেইলের বিপিএলে অংশ নেয়া।

গেইল বলেন, ‘আমি বিগব্যাশ খেলতে যাচ্ছি না। আমি ঠিক জানি না কী ধরনের ক্রিকেট অপেক্ষা করছে, এটাও জানিনা কীভাবে আমার নাম বিপিএলের ড্রাফটে পৌঁছালো। তবে আমার নাম সেখানে ছিল, একটি দলে অন্তর্ভূক্তও হয়েছি। কিন্তু এখনো আমি জানি না এটা কীভাবে ঘটলো।’

ক্যারিবীয়ান ব্যাটিং দানবের এমন মন্তব্যের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হুমকি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, গেইল খেলতে না আসলে বিসিবির কাছে শাস্তির আবেদন করবে দলটি।

এর আগে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে গেইলের নাম থাকা প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, আন্তর্জাতিক কোনো খেলোয়াড়ের নাম যখন আসে আমরা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া মেনেই করি। খেলোয়াড় বা তার এজেন্ট আগ্রহ দেখালে তার নাম চলে আসে এবং এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আপনারা বলার পরে আমরা চেক করে দেখেছি; এটা প্রক্রিয়া মেনেই করা হয়েছে। আসলে আমরা অবগত না যে কোন পরিস্থিতিতে এই কথাটা এসেছে। আমরা চেক করছি। খেলোয়াড়দের এজেন্ট যারা আছেন, তাদের সাথে যোগাযোগ হচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই সংশ্লিষ্ট দলের সঙ্গে এজেন্টদের যোগাযোগ হচ্ছে। আশা করছি বিষয়টি মীমাংসা হয়ে যাবে। হয়তো বা কিছু আর্থিক বিষয় থাকে। কিন্তু এ নিয়ে কিছু তথ্য যেহেতু আমাদের কাছে আছে, আশা করি ঠিক হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি