শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাত গোলের ম্যাচে এভারটনকে হারিয়ে লিভারপুলের জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দ ধরে রেখেছে লিভারপুল। গতকাল বুধবার দিবাগত রাতে সাত গোলের ম্যাচে এভারটনকে হারিয়েছে দলটি। এই জয়ের মধ্য দিয়ে শীর্ষস্থান ধরে রাখল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

গতকাল নিজেদের মাঠে নিচের সারির দল এভারটনকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। দলের পক্ষে জোড়া গোল করেন দিভোক ওরিগি। একটি করে গোল করেন জারদান শাকিরি, সাদিও মানে ও জর্জিনিয়ো। অতিথিদের পক্ষে দুই গোল করেন মাইকেল কেইন ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

অ্যানফিল্ডে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ষষ্ঠ মিনিটে সাদিও মানের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ওরিগি।

১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাকিরি। এই গোলেও অবদান ছিল মানের। তাঁর বাড়ানো পাসে বল ঠিকানায় পাঠান শাকিরি।

২১ মিনিটে গোলের দেখা পায় এভারটন। লিভারপুলের রক্ষণ ভেঙে অতিথিদের গোল এনে দেন মাইকেল কেইন। ১০ মিনিটের মাথায় ব্যবধান তিন গুণ করে নেয় স্বাগতিকরা। সতীর্থের উঁচু করে বাড়ানো পাস নিচে নামিয়ে দ্বিতীয় ছোঁয়ায় ঠিকানায় পাঠান ওরিগি। এটি ছিল তাঁর দ্বিতীয় গোল।

প্রথম দুই গোলে অবদান রাখা সাদিও মানে ৪৫তম মিনিটে জালের দেখা পান। সতীর্থের বাড়ানো বল দারুণ শটে জাল খুঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ হেডে ব্যবধান কমান রিচার্লিসন। আর ৯০তম মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেন লিভারপুল তারকা জর্জিনিয়ো। তাতে ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।

লিগে ১৫ ম্যাচে ১৪ জয় ও এক হারে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে লিভারপুল। সমান ম্যাচ খেলে ১১ জয়, দুই হার ও দুই ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেস্টার সিটি। তৃতীয় স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি