শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১৩ বছর পর ভ্যালেন্সিয়ার মাঠে হারল বার্সা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নতুন কোচ সেতিয়েনের যুগে শুরুটা দারুণ হয়েছে বার্সেলোনার। লা লিগা ও কোপা দেল রে-তে তুলে নেয় টানা জয়। কিন্তু দুই ম্যাচ বাদেই হঠাৎ করে যেন খেই হারিয়েছে বার্সেলোনা। রক্ষণ নড়বড়ে আর দুর্বল আক্রমণ নিয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খুঁজেই পাওয়া গেল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তাতে গতকাল শনিবার রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা।

দীর্ঘ ১৩ বছর পর ভ্যালেন্সিয়ার মাঠে হারাল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০০৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে বার্সেলোনাকে হারিয়েছিল ভ্যালেন্সিয়া। এ ছাড়া শেষ ছয় ম্যাচের দুটিতে জিতেছে বার্সা। বাকি চার ম্যাচের তিনটিতে ড্র ও একটিতে হার।

এদিন ম্যাচের শুরু থেকেই নড়বড়ে ছিল বার্সেলোনা। পুরো ম্যাচে সেভাবে আক্রমণেও ধার ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচের নবম মিনিটে উল্টো গোল খেয়ে যেত। তবে স্বাগতিক ফুটবলার গোমেজের পেনাল্টি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

প্রথমার্ধে কোনো রকম রক্ষা পাওয়া বার্সা দ্বিতীয়ার্ধে আর বাঁচতে পারেনি। ৪৮ মিনিটে গোমেজের শটেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এরপর প্রতি-আক্রমণে ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভ্যালেন্সিয়া। তোরেসের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে জাল খুঁজে নেন গোমেজ। আটকানোর কোনো সুযোগই ছিল না টের স্টেগেনের।

এ নিয়ে ২১ ম্যাচে ১৩ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৪৩। তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয়তে আছে জিনেদিন জিদানের দল। আর ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ভ্যালেন্সিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি