শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জয়ে বার্সাকে টপকে শীর্ষে রিয়াল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

১৩ বছর পর ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে বার্সেলোনা হেরে যাওয়ার পর লা লিগার পয়েন্ট টেবিলে তাদের টপকে শীর্ষস্থানে ওঠার জন্য রিয়াল মাদ্রিদ সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় ছিল। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়ে সুযোগ কাজে লাগাতে পেরেছে জিনেদিন জিদানের দল।

রোববার (২৬ জানুয়ারি) রাতে ভায়াদোলিদের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটেই হেডে বল জালে জড়িয়েছিলেন কাসেমিরো। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধ তাই গোলশূন্যভাবেই শেষ হয়।

রিয়াল একের পর এক আক্রমণ করেও গোলের দেখা কিছুতেই পাচ্ছিল না। শেষ পর্যন্ত ৭৮ মিনিটে তাদের প্রতীক্ষার অবসান ঘটে। টনি ক্রুসের কর্নার কিক থেকে বল আদায় করে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন নাচো।

৮৭ মিনিটে ভায়াদোলিদ গোল করলেও স্প্যানিশ ফরোয়ার্ড গুয়ার্দিওলা গোল করলেও তিনি অফসাইডের ফাঁদে পড়েন। তাই স্বাগতিকরা হার এড়াতে পারেনি।

এই জয়ে ২১ ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে টেবিলের শীর্ষে উঠে আসা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৬। দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৪৩। ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সেভিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি