শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার চৌদ্দগ্রামে আজ করোনায় নতুন আক্রান্ত আরও ২০ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২০

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে আজ করোনায় নতুন আক্রান্ত আরও ২০ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জনে।

এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ১৭১ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৬ জনের।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সংগ্রহকৃত নমুনার শুক্রবার (৩ জুলাই) রিপোর্টে ২০ জনের করোনা পজেটিভ এসেছে।

নতুন আক্রান্তরা হলেন: চৌদ্দগ্রাম পৌরসভার জামে মসজিদ রোডের স্নিগ্ধা (১২), রাফি (১৫) ও শাহ আলম (৪০), মুন্সীরহাট ইউনিয়নের যাত্রাপুরের মাস্টার আবদুস সাত্তার (৭০), হাজেরা বেগম (৩০), সানজিদা (৪), আল আমিন (১১), রুমা (২৮), ফাইজা (৪), কনকাপৈত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাগজুর গ্রামের মো. হোসেন ভুট্টু, আতাউর রহমান (৭০) ও হাসিনা বেগম (২৫), তারাশাইলের নাসিমা বেগম (৪৫) ও নাহিদ জাহা (১৪), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মনোয়ারা বেগম, জগন্নাথদীঘি ইউনিয়নের কাককরা গ্রামের কামাল উদ্দিন (৪৫) ও মরিয়ম (১০)। গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের রিয়াদ (২৯), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরিফা আক্তার (৩০), অজ্ঞাত নামা আরেকজন ।

এ পর্যন্ত ১৪২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৩৫৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩১৮ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ১৭১ জন ও মারা গেছে ৬ জন।

এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এসময় তিনি সকলকে আরো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি