শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আয়ের দিক দিয়ে সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২০

স্পোর্টস ডেস্ক:

দেড় দশক ধরে ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠ কিংবা মাঠের বাইরে দুই জায়গাতেই তাঁদের লড়াইটা সমানে সমান। তবে গতবার ফিফার বর্ষসেরা ও ব্যালন ডি’অরের পুরস্কার জিতে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি। আয়ের দিক থেকেও পর্তুগিজ তারকাকে টপকে যান আর্জেন্টাইন তারকা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন মেসি। ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

খেলোয়াড়দের আয় নিয়ে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফো‍র্বস। এ তালিকায় ২০২০ সালে আয়ের দিক দিয়ে সবার ওপরে রয়েছেন মেসি। চলতি বছর তাঁর আয় ১২৬ মিলিয়িন মা‍র্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৬৮ কোটি ৮৯ লাখ টাকা।

আর্জেন্টাইন তারকার এই সংখ্যা আরো অনেক বেশি হতে পারত। যদি এই মৌসুমেই বার্সেলোনা ছাড়ার সুযোগ পেতেন তিনি। তাঁর রিলিজ ক্লজ ছিল ৭০০ মিলিয়ন ইউরো। যদি ওই ট্রান্সফার ফিতে বার্সা ছাড়তেন, তাহলে আর্জেন্টাইন তারকার আয় হতো আকাশছোঁয়া।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদো। ২০২০ সালে তাঁর আয় ১১৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৯২ কোটি ৫৪ লাখ টাকা।

এ তালিকায় তৃতীয় স্থানে আছেন পিএসজি তারকা নেইমার। ব্রাজিল তারকার আয় ৯৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮১৪ কোটি ৪০ লাখ টাকা। তালিকায় চতুর্থ স্থানে আছে নেইমারের ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপজয়ী তারকার আয় ৪২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৫৬ কোটি ৩০ লাখ টাকা।

শী‍র্ষ দশে থাকা বাকি ফুটবলাররা হলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ, ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা, বা‍‍র্সার অ্যান্তনিও গ্রিজম্যান, রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল, বায়া‍র্ন মিউনিখের রবা‍র্ট লেভানদোভস্কি ও ম্যানইউর গোলরক্ষক ডেভিড গিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি