শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবে আরও ২ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০১৪

haj-people-deadআরও ২ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মৃত হজযাত্রীরা হলেন- ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাটের আব্দুস সালাম (৭৮) (পাসপোর্ট নম্বর বিবি০৩৯৩০৪৭) ও পিরোজপুরের মাসেমপুর ধোপাবাড়ীর শাহজাহান শিকদার (৭১) (পাসপোর্ট নম্বর বিবি০৩০৭০২২)। এবছর হজ ফাইট শুরুর পর থেকে এ পর্যন্ত তিনজন বাংলাদেশী হজযাত্রী সৌদি আরবে মারা গেলেন। তারা দুইজন ৬ সেপ্টেম্বর শনিবার মক্কায় মারা যান। দু’জনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে ১ সেপ্টেম্বর মোছাম্মাৎ মাসুদা খাতুন (৮২) নামে এক বাংলাদেশী হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মক্কায় মারা যান। তার পাসপোর্ট নাম্বার বিএ০৭৫৪৯৮১। মাসুদা খাতুনের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জে। নিয়ম অনুযায়ী হজ করতে গিয়ে কেউ মারা গেলে তার লাশ ফেরত পাঠানো হয় না। মক্কায় মারা গেলে মক্কায় এবং মদীনায় মারা গেলে মদীনায় দাফন করা হয়।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি