শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ছয় ধরনের আততায়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৪

facebook_41764ফেসবুকে সাবধান! ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অন্তত ছয় ধরনের খুনির সন্ধান পেয়েছেন গবেষকেরা। ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যে ঘটে যাওয়া ৪৮টি খুনের ঘটনা বিশ্লেষণ করে তৈরি হয়েছে ফেসবুক খুনীদের বর্গবিভাগ। এরা হলো প্রতিক্রিয়াশীল, চর, প্রতিদ্বন্দ্বী, কল্পনাবিলাসী, শিকারি এবং প্রতারক।

ইংল্যান্ডের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাপ্লায়েড ক্রিমিনোলজির অধ্যাপক এলিজাবেথ ইর্য়াডলি তাদের গবেষণায় বের করেছেন এই ধরণের অপরাধের মনস্তত্ত্ব। গবেষণার ফলাফল বলছে, প্রতিক্রিয়াশীল অপরাধী খুন করে ক্রোধের বশে। ফেসবুকে কোনও মন্তব্য আপত্তিকর ঠেকলে, যিনি ওই মন্তব্য করেছেন তাকে খুঁজে বের করে খুন করে সে। চর প্রবৃত্তির অপরাধী আগে খুন করে ফেসবুকে সেই খবর প্রচার করে। এভাবেই সে জানাতে চায়, পরিস্থিতির উপরে তার নিয়ন্ত্রণ কতটা!

ফেসবুকে ঝগড়া শুরু করে সেটা অসহনীয় করে তোলা প্রতিদ্বন্দ্বী মানসিকতার অপরাধীর লক্ষণ। সে ঝগড়াকে শারীরিক হিংসার পর্যায়ে নিয়ে যেতে চায় যা অনেক সময় খুনের পর্যায়ে চলে যায়। কল্পনাবিলাসী অপরাধীর কাছে ফেসবুক কল্পনার জালবিস্তারের ক্ষেত্র। অধিকাংশ সময়েই দেখা যায়, বাস্তব এবং কল্পনার সীমানা এদের কাছে অস্পষ্ট। পাছে তাদের তৈরি করা জগত ভেঙে যায় বা তাদের চাতুরি কেউ ধরে ফেলে, এই আশঙ্কায় হত্যায় পিছপা হয় না এ ধরণের অপরাধী।

শিকারি-অপরাধী ফেসবুকে ভুয়া পরিচয় দিয়ে ‘শিকার’ ধরে। অন্য কারও পরিচয় ব্যবহার করে শিকার ধরা প্রতারক অপরাধীর কেৌশল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি