সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সালমানকে সুপ্রিমকোর্টের ভৎসনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১১.২০১৪

salmanstoryblackbuck_41767হরিণ হত্যা মামলার কারণে ব্রিটেনের ভিসা পেতে অসুবিধা হচ্ছিল দাবাং খ্যাত বলিউড হিরো সালমান খানের। এ জন্য তিনি নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু বিধি বাম। উল্টো গতকাল এজন্য তাকে ভৎসনা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। কৃষ্ণসার শিকারের ওই মামলায় পাঁচ বছর আগে সালমানকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত।

বুধবার সালমানের কৌসুলিকে বিচারপতিরা বলেন, ‘আপনার মক্কেল বলছেন, নিম্ন আদালতের রায় স্থগিত না করলে তিনি ব্রিটেনের ভিসা পাবেন না। তা হলে তো দোষী রাজনীতিকেরা এরপর আদালতে এসে বলবেন, তাদেরও অসুবিধা হচ্ছে, রায় স্থগিত রাখা হোক। আমরা কি তা করতে পারি?’

নিম্ন আদালত পাঁচ বছর আগে সালমানকে দোষী সাব্যস্ত করলেও গত বছরের নভেম্বরে সেই রায়ে স্থগিতাদেশ জারি করে রাজস্থান হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজস্থান সরকার। সেই আবেদনের উপরে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এ ব্যাপারে রাজস্থান হাইকোর্টের সমালোচনা করে বিচারপতিরা বলেন, ‘এই রায় অযৌক্তিক। তথ্যের ভিত্তিতে এই রায় দেওয়া হয়নি। কেউ ভিসা চান বলেই কি তাকে দোষী সাব্যস্ত করার রায় স্থগিত করা যায়?’

সুপ্রিম কোর্ট জানায়, এ দেশের আদালত সালমানকে দেশ-বিদেশের কোথাও যেতে আটকায়নি। ব্রিটেনের ভিসা পেতে অুসবিধা হলে তার সে দেশের আদালতে আবেদন করা উচিত। ব্রিটিশ অভিবাসন আইন অনুযায়ী, কোনও মামলায় চার বছরের বেশি সময় ধরে দোষী সাব্যস্ত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ভিসা দেওয়া হয় না।

মুম্বাইয়ের এক আদালতেও সালমানের গাড়ি চাপা মামলার শুনানি চলছে। বোন অর্পিতার বিয়ের প্রস্তুতির কারণ দেখিয়ে বুধবার আদালতে হাজির হননি বলিউড হিরো। ওই মামলার অন্যতম সাক্ষী চিকিপাণ্ডে গতকাল আদালতে জানান, ওই ঘটনার কয়েকঘণ্টা পরে সালমানের গায়ে তিনি মদের গন্ধ পাননি। চিকি অভিনেতা চাঙ্কির ভাই। ২০০২’এর সেপ্টেম্বরে ভোর ৩টা নাগাদ সালমানের গাড়িতে চাপা পড়েন কয়েকজন ফুটপাথবাসী। এর কয়েকঘণ্টা পরে সকাল ৯টা নাগাদ তার বাড়িতে গিয়েছিলেন চিকি। সে সময় সালমনাকে জড়িয়ে ধরেছিলেন তিনি। কিন্তু মদের গন্ধ পাননি বলেই চিকির দাবি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি