বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছিনতাই ও চাদাঁবাজদের নিয়ন্ত্রণে কুমিল্লা নগরী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লা নগরী এখন ছিনতাইকারি-চাদঁবাজদের নিরাপদ আশ্রয়স্থল । তাদের অপরাধের বিস্তৃত জালে অসহায় সাধারণ মানুষ । এখন নগরীর সাধারণ মানুষের উৎকণ্ঠার শেষ নাই। ছিনতাইকারী-চাদাঁবাজদের উৎপাত পূর্বের যেকোন সময়ের তুলনায় এখন অনেক বেশি। ছিনতাই-চাদাঁবাজরা এমন প্রভাবশালী যে, তাদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীরাও অসহায় । ৬ নভেম্বর বৃহস্পতিবার নগরীর ঝাউতলার ব্র্যাক ব্যাংকের সামনে নিরাময় হাসপাতালের গলিতে কুমিল্লা ডিবির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ মাহমুদকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পিস্তল ছিনিয়ে নিয়েছে নগরীর ঝাউতলা এলাকার শীর্ষ ছিনতাইকারি জিরা সুমন ।

ছিনতাইকারি-চাদঁবাজদের বিষয়ে প্রশাসন আগে থেকেই যথেষ্ট সচেতন। এসব বিষয়ে সতর্কতামূলক বেশকিছু পদক্ষেপও নেওয়া হইছে। এতোসব উদ্যোগ-আয়োজন সত্ত্বেও অপরাধিচক্রের দৌরাত্ম্য বেড়েই চলেছে। কোতয়ালী থানা পুলিশ জানায়, গত ৩ মাসে প্রায় ২ শতাধিক ছিনতাইকারি গ্রেফতার করা হয়েছে ।

অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা শহর ও শহরতলীর অলি-গলির প্রায় ২ শতাধিক স্পটে ওৎ পেতে রয়েছে প্রায় ৫ শতাধিক ছিনতাইকারী ও প্রতারক। শহরসহ শহরতলীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। হাইওয়ে বাস, সিএনজি, বাসষ্ট্যান্ড, রেলষ্টেশন, পার্ক রোড, চিড়িয়াখানা, বাণিজ্যিক বিপনী বিতান, প্রতিটি ব্যাংকের সামনে, সরকারী ও বেসরকারী হাসপাতালসহ শহর ও শহরতলির প্রতিটি অলিতে গলিতে অন্ধকারে চুপিসারে বসে থাকে। ফলে এখন প্রতিটি স্থানই ঝুকিপূর্ণ ছিনতাইয়ের কারণে।

কুমিল্লা শহরসহ শহরতলীতে মোট ১৭০ টিরও অধিক স্পষ্টে প্রায় ৫ শতাধিক ছিনতাইকারী ওৎ পেতে বসে থাকে ছিনতাই করার উদ্দেশ্যে। শহরের ফৌজদারি চৌমুহনী মোড়, পুরাতন চৌধুরীপাড়া, শাসনগাছা, ডাকবাংলো, টমছমব্রীজ, রেলষ্টেশন, পুলিশ লাইন, রেইসকোর্স, কান্দিরপাড়, চকবাজার চামাইরা পুকুরপাড় ,ফয়সল হাসপাতালের আশেপাশে, দ্বিতীয় মুরাদপুর, ইপিজেড এলাকা, ঢুলিপাড়া, মহিলা কলেজ রোড, হালুয়াপাড়া, টমছমব্রীজ, হাউজিং এষ্টেট, মোগলটুলী, টিক্কারচর, মোগলটুলি চিএন্ডটি রাজস্ব বোর্ড অফিসের সামনে, সার্কিট হাউজ রোড, পৌর পার্কের পাশের রাস্তা, ছায়া বিতান, দৌলতপুর, টিএন্ডটি টাওয়ার, বলরামপুর রোডে, ধর্মপুর ডিগ্রী কলেজ রোড, দিদারের সামনে পালপাড়া ব্রীজের সামনে, রাণীর দিঘীর পাড়ের লায়ন্স কিন্ডার গার্টেনের সামনে, পাথুরিয়া পাড়া খানকার সামনে, বাগানবাড়ি বৌদ্ধ মন্দিরের সামনে, হারুন স্কুলের উত্তর পাশের চৌরাস্তা, বাগিচাঁগাও ফায়ার সার্ভিসের সামনে, গোবিন্দপুর শাকতলা রোড, রাজগঞ্জ, ভাটপাড়া, কাপ্তান বাজার, রাজগঞ্জ দুধ বাজার, গাংচর, চাঁনপুর ব্রীজের সামনে, আদালত সামনে, মগবাড়ী, বিষ্ণুপুর পুরাতন চৌধুরী পাড়া ইন্ডাষ্ট্রিয়াল প্রেসের সামনে, ঠাকুরপাড়া, মদিনা মসজিদ রোড, ঠাকুরপাড়া, অশোকতলা, মেটার্নিটি ক্লিনিকের সামনে, বিসিক, লাকসাম রোড, কুমিল্লা টাওয়ার, কান্দিরপাড়ের সাত্তার খান কমপ্লেক্সসহ সবক’টি মার্কেটের সামনে, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা, বাদশা মিয়া বাজার, থিরাপুকুর পাড়, মুরাদপুর, নজরুল এভিনিউ, ছাতিপট্টিসহ প্রতিটি স্থানেই অহরহ মোবাইল ও অর্থ ছিনতাই হচ্ছে।
এসব এলাকায় বাড়ি নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলেও লাখ লাখ টাকা মাসোয়ারা দিতে হয় । নাম প্রকাশে অনিচ্ছুক ফৌজদারি চৌমুহনী এলাকার বাসিন্দা এক স্কুল শিক্ষিকা জানান, আমার স্বামী বিদেশে থাকে । বাড়িতে আমার ৪ মেয়ে । আমি জায়গা কিনে তিন তলা ভবন নির্মাণ করা পর্যন্ত প্রায় ৮ লাখ টাকা চাদাঁ দিতে বাধ্য হয়েছি স্থানীয় ২/৩ জন সন্ত্রাসীকে । তারা রাজনৈতিক আশ্রয়ে লালিত-পালিত ।

স্থানীয় একাধিক সূত্র জানায়, পুরাতন চৌধুরী, ফৌজদারি মোড়, চকবাজার, পুলিশ লাইন, ধর্মপুর, পুলিশ লাইন এলাকার মানুষ ছিনতাই-চাদাঁবাজদের অত্যাচারে বেশি অতিষ্ঠ ।

চকবাজার এলাকার বেবি স্ট্যান্ড, চকবাজার চৌমুহনী, নুরপুর স্পটে প্রতিদিন প্রায় ৫০টি মোবাইল, মহিলাদের ভ্যানিটি ব্যাগ দিনে-দুপুরে ছিনতাই হচ্ছে । বিবিরবাজার এলাকার ব্যবসায়ি জিয়াউদ্দিন বলেন, গত ৪ নভেম্বর চকবাজার চৌমুহনীতে বাস থেকে নামার পর আমার মোবাইল ও ৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে ৩/৪ জন যুবক । পুলিশ লাইন এলাকা নিয়ন্ত্রন করছে হত্যাসহ একাধিক মামলার আসামি পিচ্ছি সুমন । পিচ্ছি সুমনকে অক্টোবর মাসে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, এসব ছিনতাইকারি-চাদাঁবাজদের বেশিরভাগই সরকারদলীয় ও বিএনপি রাজনীতির সাথে জড়িত । তাদের অনেকে ছাত্রলীগ, আবার অনেকে ছাত্রদলের পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করছে ।

মানবাধিকার কর্মী ইয়াসমিন রীমা জানান, জননিরাপত্তার স্বাথের্, পুলিশ ও প্রশাসনকে তাহাদের চলমান তৎপরতা অবশ্যই আরও জোরদার করিতে হইবে। তবে শুধু পুলিশের পক্ষে এককভাবে ছিনতাইকারীদের উৎপাত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব নয়। এই ক্ষেত্রে জনগণেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, ছিনতাইকারি-চাদাঁবাজদের তালিকা করে পুলিশি অভিযান নিয়মিত চলছে । গত ৩ মাসে প্রায় ২ শতাধিক ছিনতাইকারি-চাদাঁবাজ গ্রেফতার করা হয়েছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি