রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৪

শরীফ আহমেদ খান জুয়েল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশের বিভিন্ন স্থানে মোটরযান অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সারা দেশের ন্যায় বুধবারও সকাল থেকে চান্দিনা এ অভিযান পরিচালনা করা হয়।সড়ক-মহাসড়কে দুর্ঘটনার প্রবণতা হ্রাস ও পরিবহণ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ফিটনেসবিহীন ও অবৈধ মোটরযান এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত মাসে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১২ নভেম্বর) ও সারা দেশে একযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চলিতেছে। ওই ভ্রাম্যমাণ আদালত ফিটনেসবিহীন ও নম্বরবিহীন সকল মোটরযান, মহাসড়কের চলাচলরত ট্রাক,বাস ও কাভার্ডভ্যান এর রোড পারমিট না থাকার কারনে তাদেরকে জরিমানা করা হয়।সরেজমিনে মহাসড়কের মাধাইয়া স্থানে ব্যাপক অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.আলী আফরোজ। এসময় ১০ টি মামলা সহ ১২২০০/= টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলা শুরু হওয়ায় অনেক ফিটনেসবিহীন বাস-ট্রাক-কার্ভাডভ্যান, পিকআপ চলাচল বন্ধ করে দিয়েছে গাড়ি চালক ও মালিকপক্ষ। এছাড়া মহাসড়কের অবৈধ যান হিসেবে চিহ্নিত অটোরিক্সা, নসিমন-ভটভটি ও ট্রাক্টর চলাচল বন্ধ হয়ে গেছে। চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.আলী আফরোজ জানান, আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করছি। ফিটনেস বিহীন কোন গাড়ির সমস্যা হলে তা দ্রুত সরিয়ে নিতে রেকার মজুদ করেছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি