বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জেলা বিএনপির রাজনীতির ২৮ বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু ॥
রাজনৈতিক বিচারে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা । এই জেলা এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও কুমিল্লার (দক্ষিণ) জেলা বিএনপিতে ২৮ বছর ধরে অর্ন্তকোন্দল বিরাজমান থাকায় আ’লীগ এতে সুবিধা নিয়েছে। ১৯৮৭ সাল থেকে শুরু হওয়া বিএনপিতে অর্ন্তকোন্দল বিরাজমান থাকলেও ২০০৭ সাল পর্যন্ত কোন মাসুল দিতে হয়নি বিএনপিকে । তবে ২০০৮ সালে এসে কুমিল্লা সদর সংসদীয় আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায় সাক্কু-ইয়াছিনের দ্বন্দ্বের কারনে। এক সময় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী আকবর হোসেন ও রাবেয়া চৌধুরীর মধ্যে চরম গ্র“পিং বিরাজ করেছিল। কিন্তু আকবর হোসেনের মৃত্যুর পর থেকে জেলা বিএনপি নেতা কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু ও জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ হাজী আমিনুর রশীদ ইয়াছিনের মধ্যে চলমান অর্ন্তকোন্দলে বিএনপির অবস্থা ছিল শোচনীয়। সাবেক নৌপরিবহনমন্ত্রী আকবর হোসেন-রাবেয়া চৌধুরীর মধ্যে গ্র“পিং দিয়ে চালু হওয়া রীতি সাক্কু-ইয়াসিনরাও অব্যাহত রাখে। বিগত সংসদ নির্বাচন, যুবদলের সম্মেলন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, দলীয় বিভিন্ন কর্মসূচী ও হরতালের মিছিল-সমাবেশে সাক্কু-ইয়াসিনের মধ্যে গ্র“পিং প্রকট আকার ধারণ করে। কুমিল্লার বিএনপির পার্টি অফিসেও এক সাথে দেখা যায়নি দুই গ্র“পকে। এক গ্র“প সকালে কর্মসূচী পালন করলে অন্য গ্র“প বিকেলে তা পালন করে। সব মিলিয়ে সাক্কু-ইয়াসিনের প্রকাশ্য দ্বন্দ্বে বিএনপি সমর্থিত জনসাধারণ থাকে চরম হতাশায়।
প্রথম কোন্দলের সূত্রপাত ঃ
রাবেয়া চৌধুরী ও আকবর হোসেনের মধ্যে গ্র“পিংয়ের মধ্য দিয়ে ১৯৮৭ সালে কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপিতে প্রথম কোন্দলের সূত্রপাত হয় । বিভিন্ন সূত্রমতে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রথম সভাপতি ছিলেন বরুড়ার সাবেক সংসদ সদস্য আলী হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল। ১৯৮৪ সালে বেগম রাবেয়া চৌধুরী প্রথমে কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক ও পরে পুর্ণাঙ্গ কমিটির সভাপতি হন । ২য় দফায় সভাপতিসহ রাবেয়া চৌধুরী ১৬ বছর জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন। ১৯৮৭ সালে সাবেক মন্ত্রী আকবর হোসেন কুমিল্লা জেলা বিএনপিতে প্রবেশ করার পর থেকে রাবেয়া চৌধুরীর সাথে কোন্দলে জড়িয়ে পড়েন। ১৯৯৮ সালে আকবর হোসেনকে সভাপতি এবং কামাল উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি করা হয়। সে সময় থেকে রাবেয়া চৌধুরীকে এক ঘরে করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে রাবেয়া চৌধুরীকে নিমন্ত্রন জানানোও বন্ধ করে দেয়া হয়। ২০০১ সালে খালেদা জিয়ার টাউন হলের অনুষ্ঠানে রাবেয়া চৌধুরীকে প্রবেশ করতে বাধা দেয়া হয়। ২০০৪ সালের সম্মেলনে বরুড়ার সংসদ সদস্য আবু তাহের সভাপতি প্রার্থী হতে চাওয়ায় তাকে ও তার লোকজনকে আকবর হোসেনের কর্মীরা লাঞ্ছিত করে। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস। ২০০৪ সালে পুনরায় আকবর হোসেন সভাপতি এবং জাহাঙ্গীর আহমদ সাধারণ সম্পাদক হন। ২০০৬ সালে আকবর হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি করা হয় মরহুম অ্যাডভোকেট আবদুস সাত্তারকে। এসময়ও আকবর হোসেন গ্র“প রাবেয়া চৌধুরীকে দূরে রাখে।
কিন্তু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আকবর হোসেনের গ্র“পের প্রধান বর্তমান সিটি মেয়র মনিরুল হক সাক্কু আতœগোপনে চলে গেলে মাঠে আসেন রাবেয়া চৌধুরী ও হাজী ইয়াছিন।

ইয়াসিন-সাক্কুর গ্র“পিংয়ের সূত্রপাতঃ ২০০৯ সালের ২৪ নভেম্বরের জেলা বিএনপি সম্মেলনে রাবেয়া চৌধুরীকে সভাপতি, হাজী ইয়াছিনকে সাধারণ সম্পাদক ও মোস্তাক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সেদিন দু’গ্র“পের মধ্যে সংঘর্ষে কুমিল্লা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। মনিরুল হক সাক্কুর সাধারণ সম্পাদক হওয়া নিয়ে এ বিরোধ ছড়িয়ে পড়ে। সম্মেলনে মনিরুল হক সাক্কু প্রবেশ করলেও ইয়াছিন গ্র“প সাক্কু গ্র“পকে সম্মেলন স্থলে যেতে দেয়নি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি বেগম সারওয়ারী রহমান। কমিটি ঘোষণায় বিস্মিত হন সাক্কু ও তার গ্র“পের নেতাকর্মীরা। তারা ঢাকায় গিয়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে এর প্রতিকার চান। সম্মেলনের পাঁচদিন পর ২৯ নভেম্বর ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। এতে কমিটির গুরুত্বপূর্ণ পদ থেকে সাক্কু গ্র“পের নেতা-কর্মীদের বঞ্চিত রাখা হয়। এর মধ্যে সহসভাপতি পদে ফজলুল হক ফজলু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুল হক সাক্কু, সমবায় সম্পাদক পদে আবদুর রউফ চৌধূরী ফারুকসহ অন্যদের সদস্য পদে রাখা হয়। এর ফলে রাবেয়া-আকবর গ্র“পিং থেকে তা ইয়াছিন সাক্কুতে রূপ নেয়। আন্তর্জাতিক সম্পাদক থেকে হাজী ইয়াছিন সাধারণ সম্পাদক হন। সাংগঠনিক সম্পাদক থেকে মনিরুল হক সাক্কুকে সহ- সাধারণ সম্পাদক করা হয়। গ্র“পিংয়ের কারণে সংসদ ও উপজেলা নির্বাচন দুটিতে বিএনপির ভরাডুবি হয়। এরপর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনকে কেন্দ্র করেও ইয়াসিন-সাক্কু গ্র“পে আবার সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়সহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সম্মেলনের দিন বেলা ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩২ জন আহত হয়। পুলিশ ১৫ জনকে আটক করে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনকে ঘিরে বিএনপির হাজী ইয়াসিন ও মনিরুল হক সাক্কু গ্র“পের পক্ষ থেকে কাংখিত পদ পেতে পৃথক দু’টি প্যানেল দেয়া হয়। ওই দিন বেলা ১২টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থলে প্রবেশের সাথে সাথে দু’গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে কালো মুখোঁশ পরিহিত অবস্থায় উভয় গ্র“পের দলীয় ক্যাডারদের মধ্যে এলোপাতারি গুলি বিনিময় শুরু হয়। এ সময় সম্মেলনস্থলে আগত কর্মীরা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। সংঘর্ষে কান্দিরপাড়সহ আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ওই দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় এলাকাটি রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিবদমান দু’গ্র“পের অস্ত্রধারী ক্যাডারদের কাছে পুলিশকে অনেকটা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগের দিন শনিবার সন্ধ্যা থেকে দু’গ্র“পই ব্যাপক শো-ডাউনের প্রস্তুতি নেয়। সম্মেলন স্থলে আধিপত্য বিস্তারের জন্য ইয়াসিন গ্র“প শহরের লাকসাম সড়কে এবং সাক্কু গ্র“প কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। রাতে উভয় গ্র“পে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত চলে মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে দু’গ্র“পের নির্মিত তোড়ন ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা। প্রসঙ্গত ১৯৯৩ সালে জেলা যুবদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল। যুবদলের সম্মেলনকে ঘিরে দুই গ্র“পের আগ্নেয়াস্ত্র প্রদর্শন প্রমান করেছে হাজী ইয়াছিন ও সাক্কু গ্র“পে কতোটা ভয়াবহ কোন্দল বিরাজ করছে। ২০১১ সালের ৩১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী আসিফ আকবরের উপর হামলার ঘটনার প্রতিবাদে সাক্কু গ্র“প হাজী ইয়াছিন গ্র“পের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এ নিয়ে এখনো মামলা চলমান।

কুসিক নির্বাচনেও কুমিল্লা বিএনপির কোন্দল চরম রূপ নেয়ঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ইভিএম পদ্ধতি বহাল ও সেনাবাহিনী না থাকায় বিএনপি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। বিএনপি দলীয় নেত্রীর কথা মত স্থানীয় বিএনপি কুসিক নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্তের বাইরে নগরবাসীর মতামতকে প্রাধান্য দিয়ে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নেয় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্য মনিরুল হক সাক্কু। সাক্কুর নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার বিএনপি তখন দু’গ্র“পে প্রকাশ্যে আবার বিভক্ত হয়ে পড়ে । গত ২০১১ সালের ২৫ নভেম্বর মনিরুল হক সাক্কুকে ছাড়াই কুসিক নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন করে রাবেয়া চৌধুরী-ইয়াসিন সমর্থিত বিএনপি। অপরদিকে সাক্কু দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে মেয়র পদে মনোনয়নপত্র কিনে জমা দেয়। যার ফলে কুমিল্লা জেলা বিএনপিতে ইয়াসিন আর সাক্কু গ্র“পের কোন্দল আরো একবার প্রকাশ্যে রূপ নেয়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দল থেকে পদত্যাগ করে জনগণের ভোটে বিশাল জয়লাভ করে কুসিকের প্রথম মেয়র নির্বাচিত হন সাক্কু। এর ফলে কুমিল্লার রাজনৈতিক মাঠ আবার সাক্কুর দখলে আসে।

খালেদার জনসভায় সাক্কু-ইয়াসিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষঃ
২০১২ সালের ৮ জানুয়ারী চট্রগ্রাম অভিমুখে নেত্রীর লং মার্চে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে খালেদার জনসভায় সাক্কু-ইয়াসিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। প্রথমে প্যান্ডেলের সামনে কার গ্র“পের ছেলেরা থাকবে এ নিয়ে শুরু হয় সংঘর্ষ। পরে সাক্কু-ইয়াসিন আলাদা আলাদাভাবে উভয়পক্ষকে শান্ত করেন। এক পর্যায়ে হাজী ইয়াসিন মাইকে ঘোষণা দেন- ইয়াসিন-সাক্কু ভাই ভাই , কুমিল্লার বিএনপিতে কোন দ্বন্দ্ব নেই। পরক্ষণেই খালেদা জিয়া মঞ্চে উঠার পর মঞ্চের কর্তৃত্ব নেয় সাক্কু ও তার কর্মীরা। হাজী ইয়াসিনের অনেক কর্মীকে তখন মঞ্চের আশে-পাশে অসহায়ের মত দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এছাড়া গত ২০১২ সালের ৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মেয়র সাক্কু প্রকাশ্যে বলেন, আমার শরীরে এক ফোটা রক্ত থাকতে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইয়াছিনকে কুমিল¬া শহরে রাজনীতি করতে দিবো না। আগামী ডিসেম্বর মাস থেকে দলীয় বিভিন্ন সাংগাঠনিক কার্যক্রমে আমি আরো বেশি সক্রিয় হব। তখন নিয়মিত পার্টি অফিসে বসব। তখন আর হাজী ইয়াসিনকে পার্টি অফিসে ঢুকতে দেয়া হবেনা। তখন থেকে কুমিল¬া শহরে হাজী ইয়াসিনের রাজনীতি শেষ। হয় কুমিল¬া শহরে আমি থাকব, নয়তো হাজী ইয়াসিন থাকবে। সে কুসিক নির্বাচনের সময় আমাকে পরাজিত করার জন্য বিপক্ষ প্রার্থীর জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। সে সামান্য কারনে আমার নেতাকর্মীদের জেল খাটিয়েছে । আমিও তাকে জেল খাটাবো।

বিএনপির দুগ্র“পের কোন্দল নিবারণে ব্যর্থ হয় দলের নীতি নির্ধারকও
দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে চলমান দ্ব›দ্ধ নিরসনে দলীয় নীতি-নির্ধারকরাও ভূমিকা পালন করতে পারেনি । বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার পর দলের জাতীয় কাউন্সিলের দিন বর্তমান কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটিতে ৩ জন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সহ সভাপতি পদে ২ জন, উপদেষ্টা হিসাবে ১ জন, সম্পাদক ও সহসম্পাদক পদে ৪ জন, নির্বাহী সদস্য পদে ৬ জনসহ কুমিল্লার ১৬ নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পান। দলের কেন্দ্রীয় কমিটিতে এ যাবতকালে কুমিল্লা থেকে এত সংখ্যক নেতা কখনো ছিলেন না। কুমিল্লা জেলা বিএনপিতে যে অন্তর্কোন্দল রয়েছে তা নিরসনে ওই নেতাদের মধ্যে দলের নীতি নির্ধারক পর্যায়ের দায়িত্বশীলরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলেও তা হয়ে ওঠেনি। কেবল তাই নয়, বিগতদিনে দলের শীষর্ দায়িত্বে থেকেও অনেকে জেলা পর্যায়ের দলীয় কোন্দল মেটাতে পারেননি সদিচ্ছার অভাবে। পেছন ফিরে তাকালে দেখা যাবে কুমিল্লায় বিএনপির অন্যতম নেতা সাবেক মন্ত্রী লে:কর্ণেল (অব:) আকবর হোসেনের মৃত্যুর পর দলের প্রবীণ নেত্রী বেগম রাবেয়া চৌধুরী হাল না ধরায় দলটি জেলায় অভিভাবকশূণ্য হয়ে পড়ে। ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে অ্যাডভোকেট আবদুস সাত্তার দায়িত্ব নিলে দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ তার জীবদ্দশায় দলের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু জাহাঙ্গীর আহমেদের মৃত্যুর পর প্রয়াত আকবর হোসেন গ্র“প নাকি বেগম রাবেয়া চৌধুরী গ্র“প কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির মূল নেতৃতে থাকবেন এনিয়ে দলের মধ্যে অন্তর্কোন্দল দেখা দেয়। এদিকে সদর আসনের এমপি আকবর হোসেনের মৃত্যুর কারণে শূণ্য হওয়া সদর আসনে উপনির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বন্ধু আকবর পুত্র সায়মন প্রার্থী হওয়ার ঘোষণা দিলে কুমিল্লা বিএনপিতে ত্রিমুখি দ্বন্ধ দেখা দেয়। দ্বন্ধের কারণে সদর আসনের উপনির্বাচনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন। শেষ পর্যন্ত উপনির্বাচন না হওয়া এবং ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের সময়ে জেলা বিএনপির একাংশের নেতা পৌর মেয়র মনিরুল হক সাক্কুর আত্মগোপন ও আকবরপুত্র সায়মনের গ্রেফতারের মধ্য দিয়ে কুমিল্লা জেলা বিএনপিতে প্রাধান্য ফিরে পায় রাবেয়া চৌধুরী গ্র“প। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে যখন নবম জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া শুরু হয় তখন কুমিল্লা সদরের রাজনীতিতে আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন রাবেয়া গ্র“পের অন্যতম নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়েও দলীয় অন্তর্কোন্দলের কারণে আওয়ামীলীগের প্রার্থী হাজী আকম বাহাউদ্দিন বাহারের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ওই নির্বাচনে আ’লীগ প্রার্থী হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ১ ,২৬,১৩৬ ভোট ও হাজী ইয়াছিন ১,০২,৪০৫ ভোট পান । একইভাবে দলীয় কোন্দলের কারণে উপজেলা নির্বাচনে স্ক্কাু গ্র“পের সিনিয়র নেতা ফজলুল হক ফজলু আওয়ামীলীগের প্রার্থী অধ্যক্ষ আবদুর রউফের কাছে মাত্র ৪৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। পরবর্তী সময়ে জেলা পর্যায়ে বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন, পৌর এবং জেলা কমিটি গঠন এবং সম্মেলন ঘিরে সারা দেশের মত কুমিল্লাতেও চরম বিশৃঙ্খলা দেখা দেয়। গতকাল ১১ নভেম্বর জেলা বিএনপির ঐক্যের মাধ্যমে ২৮ বছরের অর্ন্তকোন্দলের অবসান ঘটল ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি