বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সমঝোতার রাজনীতির ইঙ্গিত দিলেন রাবেয়া-ইয়াসিন-সাক্কু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৪

mayor shokko-rabeya-yasinইমতিয়াজ আহমেদ জিতু

অবশেষে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির ২৮ বছরের অর্ন্তকোন্দলের অবসান হয়েছে । বেশ কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও বেগম রাবেয়া চৌধুরী- হাজী আমিনুর রশীদ ইয়াসিনের মধ্যে চলমান রাজনৈতিক অর্ন্তকোন্দলের অবসানের পক্রিয়া চলছে । আগামী ২৯ নভেম্বর কুমিল্লা সদরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভাকে সফল করার লক্ষ্যে গতকাল ১১ নভেম্বর বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর বাসায় ইয়াসিন – সাক্কু গ্র“প একসাথে মিলিত হয়ে সমঝোতার রাজনীতির ঐক্যমতে পৌছেছে । আলোচনা সভায় রাবেয়া চৌধুরী মেয়র সাক্কুকে মিষ্টি খাইয়ে দেন । সেই সাথে তাদের দু’গ্র“পের বহু দিনের বিভেদের অবসান ঘটল ।

এ বিষয়ে জানতে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও কুসিক মেয়র মনিরুল হক সাক্কুর মুঠোফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি ।

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন দৈনিক পূর্বাশাকে জানান, বিএনপি একটি বৃহৎ জনগোষ্ঠীর দল । এ দলে লক্ষ মায়ের লক্ষ সন্তান নেতৃত্ব দিচ্ছে । একই মায়ের প্রতিষ্ঠিত চার সন্তানের মধ্যেও মনোমালিন্য থাকতে পারে । ছোটখাট মনোমালিন্যের কারণে এক সাথে থাকা অনেক সময় সম্ভবপর হয় না । আর এ দলে লক্ষ মায়ের লক্ষ সন্তানেরা নেতৃত্ব দেয় । তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে । আমাদের কুমিল্লার বিএনপিতেও টুকটাক ভুল বোঝাবুঝি ছিল । যার কারণে আমরা এক সাথে সভা-সমাবেশ, মিছিল করিনি । তবে এক সাথে না করলেও উভয়পক্ষই আলাদা আলাদা দলীয় সকল কার্যক্রম পালন করেছে । যেমন, জেলা বিএনপির কার্যালয় এক পক্ষ সকালে ব্যবহার করলে , আরেক পক্ষ বিকালে তা ব্যবহার করেছে । সরাসরি দলীয় কার্যক্রমে এক সাথে না থাকলেও আমাদের দু’গ্রুপের মধ্যে যোগাযোগ ছিল । এখন দেশের র্দুদিন । গণতন্ত্র এখন নেই । মানুষ এখন দুর্ভোগে । আমরা তো রাজনীতি করি মানুষের জন্যই । তাই দেশের র্দুদিনে আমরা আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান করেছি । রাবেয়া আপা আমাদের দুজনসহ (সাক্কু-ইয়াছিন) অন্যান্য নেতাকর্মীদের বাসায় ডেকে নিয়ে এক সাথে রাজনীতি করার জন্য বলেছে । দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভাকে সফল করার জন্য সকল প্রস্তুতি চলছে । আজকের পর থেকে সাক্কু-ইয়াছিন কোন আলাদা গ্রুপিং নেই । আমরা সবাই এক । আমরা সবাই আজ বসেছি । আমাদের অতীত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছি । ভবিষ্যতে যাতে আর কোন ভুল বোঝাবুঝি না হয় সেজন্য আমরা সবাই সচেতন হয়েছি । এসব বিষয়ে আমরা ঐক্যমতে পৌছেছি । আগামী দিনে আমরা এক সাথে সকল কার্যক্রম পরিচালনা করব । আমাদের মাঝে আর কোন বিভেদ নেই ।

কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক জানান, দীর্ঘদিন আমরা দু’গ্র“প আলাদা আলাদা মিছিল-সমাবেশ করেছি । আমাদের মাঝে কিছু মনোমালিন্য ছিল । আজ আমরা সবাই জেলা বিএনপির সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় বেগম রাবেয়া চৌধুরীর বাসায় একত্রিত হয়েছি । অনেক আলোচনা হয়েছে । ২৯ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভাকে সফল করার সকল প্রস্তুতি আমরা নিয়েছি । আমাদের মধ্যে চলমান বিভেদ শেষ । আজ থেকে আমরা একসাথে থাকব । মিছিল-সমাবেশ, আন্দোলন আমরা সবাই এক সাথে করব । আমি আশা করি রাবেয়া আপা আমাদের সকলকে এক সাথে নিয়ে কাজ করবেন ।

জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার জানান, কুমিল্লার দু’গ্রুপের মুরুব্বি রাবেয়া আপা । আজ আপার মাধ্যমে দু’গ্রুপের দ্ব›েদ্ধর অবসান ঘটল । ইয়াছিন-সাক্কু ভাইকে ঘিরে আমরা নেতাকর্মীরা বিভক্ত ছিলাম । আজ দুজনে একত্রিত হয়ে যাওয়াই আমরা দুই নেতার অনুসারীরা আনন্দিত । সরকার পতন আন্দোলনে আমরা এখন সত্যিকার ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারবো । আজকের বিএনপির এই ঐক্য সারাদেশের তৃণমূল নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে । আশা করছি, ২৯ নভেম্বরের জনসভায় দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করবেন।

জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, আমি প্রথমে ব্যক্তিগতভাবে আজকের এই মহৎ উদ্যোগের জন্য রাবেয়া আপা, সাক্কু ভাই ও ইয়াছিন ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি । কুমিল্লার মানুষ অনেক দিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিল । আজ আমরা সবাই একত্রিত হয়ে সফল আলোচনা করেছি । আমাদের সকল মনোমালিন্য শেষ । আজ কুমিল্লার বিএনপি ঐক্যবদ্ধ । আমি ব্যক্তিগতভাবে ঐক্যবদ্ধ বিএনপি চেয়েছিলাম । আজ তা সত্যি হল । ঐক্যের কোন বিকল্প নেই । দেশে আজ স্বৈর সরকার চলছে । দেশের মানুষের কল্যাণে, গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার পতনের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন ছিল । আজ জেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটায় আগামীতে সরকার পতন আন্দোলন আমরা এক সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে করব । আশা করি আগামীতে সরকার পতন আন্দোলনে কুমিল্লা জেলা বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে । কুমিল্লা থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে । কুমিল্লা হবে সকল আন্দোলনের রোল মডেল । ২৯ নভেম্বর তিনবারের সাবেক প্রধাণমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কুমিল্লার জনসভা হবে দেশের সবচেয়ে আলোচিত জনসভা । এই জনসভাকে সফল করার জন্য আমরা একত্রে কাজ করছি । এই জনসভার পর কুমিল্লা মহানগরের ২৭টি ওয়ার্ডের ত্যাগি নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত মহানগর ছাত্রদল কমিটি গঠন করা হলে সাংগাঠনিক কার্যক্রম আরো বেগবান হবে। এই কমিটি সরকার বিরোধী আন্দোলনে জোরদার ভূমিকা পালন করতে পারবে বলে আমি আশা করি ।

আলোচনা সভায় কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক ফজলু, সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন, কেন্দ্রীয় নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সফিকুর রহমান সফি , কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক, জেলা (দক্ষিণ) যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমীর, জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারি আবু, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি