বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদার তোপের মুখে শীর্ষ নেতারা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৪

ডেস্ক রিপোর্ট : ঢাকার বাইরে জনসংযোগ কর্মসূচি শেষে সরকারবিরোধী কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে ঢাকা মহানগর প্রস্তুত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানা গেছে। আন্দোলন ও দল পুনর্গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে গুলশান কার্যালয়ে রাত সোয়া ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতাদের একহাত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকের পুরো সময় জুড়েই ক্ষুব্ধ ছিলেন ২০ দলীয় জোটের এই নেত্রী। অনেকটা ক্ষোভের সুরেই বলেছেন, ‘আমি আন্দোলনে রাস্তায় নামব, আপনারা পাশে থাকবেন তো?’ জবাবে নেতারা জানিয়েছেন, তারা সবসময় আছেন, থাকবেন।

জানা গেছে, বৈঠকে শীর্ষ নেতারা দল গোছানো শেষ হলে কঠোর আন্দোলনে নামার পরামর্শ দেন। এ সময় মহানগর পুনর্গঠন কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে মহানগরের নেতা দুই স্থায়ী কমিটির সদস্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উপস্থিতি সন্তোষজনক না হওয়ার কারণ এই দুই নেতার কাছে জানতে চান খালেদা জিয়া। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, ঢাকায় সরকার পুরো নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে। তাছাড়া দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা-গ্রেপ্তার চলছে। সব মিলিয়ে সময় লাগবে। এ সময় খালেদা জিয়া তাদের থামিয়ে দিয়ে বলেন, ঢাকা মহানগর দ্রুত গোছাতে হবে। এখনো পর্যন্ত মহানগরে সংগঠন গোছানোর কার্যক্রম হতাশাব্যঞ্জক। রাজধানীতে আন্দোলন কর্মসূচি পালনের ক্ষেত্রেও তেমন জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না। দলের সিনিয়র এক সদস্য সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে হরতাল ডাকা উচিত ছিল বলে মন্তব্য করেন। খালেদা জিয়া তখন বলেন, ‘হরতাল দিয়ে তো মাঠে থাকেন না। হরতাল দেয়া মানে সরকারকে নতুন করে মামলা-হামলা আর গ্রেপ্তারের সুযোগ করে দেয়া। হরতাল হবে সময়মতো।’

সূত্রমতে, শুধু মহানগরের নেতাদের ওপরই নয়, অন্য নেতাদের কার্যক্রমেও অসন্তোষ প্রকাশ করেন খালেদা জিয়া। সরকারের অপকর্মের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত নিয়ে কথা না বলায় কারণও জানতে চান নেতাদের কাছে। পাশাপাশি দুর্নীতিসহ সরকারের নানা অপকর্মের বিরুদ্ধে আরো জোরালোভাবে কথা বলার জন্য শীর্ষ নেতাদের নির্দেশ দেন তিনি। খালেদা জিয়া আরো বলেন, ‘কিবরিয়া হত্যা মামলায় সিলেটের মেয়রসহ নেতাদের নামে মামলা দিয়েছে সরকার। তারা যেভাবে মামলা নিয়ে এগোচ্ছে তাতে আমাদের অবস্থান থাকবে না। এ বিষয়ে এখনই আপনাদের কথা বলতে হবে।’

সূত্রমতে, আলোচনার এক পর্যায়ে বেগম জিয়া বলেন, ‘আপনারা আমাকে সঠিক পরামর্শ দিয়ে সহায়তা করছেন না। ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন বন্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল। এমন পরামর্শ আপনাদের কাছ থেকে আমি আশা করেছিলাম। কিন্তু তা শুনতে হয়েছে উপদেষ্টা-ভাইস চেয়ারম্যান-যুগ্ম মহাসচিবদের সঙ্গে বৈঠকে।’

সূত্র জানায়, ঢাকার বাইরের জনসভাগুলো শেষ হলে নতুন করে আন্দোলনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয় বৈঠকে। গণসংযোগ কর্মসূচি শেষে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়ার বিষয়ে অধিকাংশ নেতা একমত পোষণ করেন।

এদিকে দলীয় সূত্রে বলা হয়েছে, আজ সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানানো হবে।khaleda-2



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি