বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হারিয়ে যাচ্ছেন খোকা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৪

ঢাকা অফিসঃ
সাদেক হোসেন খোকা। যিনি একজন মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তার দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তার দল সরকার গঠন করলে তিনি মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। তিনি সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী শেখ হাসিনাকে ধরাশায়ী করে চমকে দেন সবাইকে। প্রথমে সুনাম কুড়ান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে, পরে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করেন কিছু দিন। সিটি করপোরেশনের দাপুটে মেয়র হিসেবেও তার পরিচিতি বেশ।
কিন্তু সভাপতি হিসেবে দীর্ঘদিন মহানগর বিএনপি আগলে রাখা এই জননেতার নামই যেনো এখন ভুলতে বসেছে মানুষ। চিকিৎসার জন্য গত ২৩ মে রাতে এমিরেটস এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এর পর থেকে দল বা দলের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগই আছে এমন খবর পাওয়া যাচ্ছে না।
দলীয় সূত্র বলছে, চিকিৎসার জন্য নয়, চিকিৎসার নামে ঢাকা ছেড়েছেন সাদেক হোসেন খোকা। এখন মার্কিন মুলুকে নিজের বাড়িতেই বসবাস করছেন তিনি।
সঙ্গে আছেন স্ত্রী। দুই পুত্র থাকছেন লন্ডনে। ঢাকার ব্যবসা দেখছেন তার বিশ্বস্ত অনুসারীরা।
খোকা কোথায় জানতে চাইলে তার এক সময়ের এপিএস মনির হোসেন বলেন, স্যার টিউমার ক্যান্সারে আক্রান্ত। নিয়মিত ঔষধ খাচ্ছেন। ডাক্তার দেখাচ্ছেন নিয়মিত। ঔষধের কোর্স শেষ হলেই দেশে ফিরবেন।
যদিও এমন আশ্বাসে তৃপ্ত নন বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, সম্পদের পাহাড় নিয়ে মার্কিন মুলুকে বেশ বহাল তবিয়তেই আছেন খোকা। বড় ছেলে ইসরাক হোসেন ইঞ্জিনিয়ার। ছোট ছেলের পড়াশুনা এখনো চলছে। তার ঢাকার বাসায় এখন কেয়ার টেকার ছাড়া আর কেউই নেই। তার দেশে ফেরার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
তারওপর গত ২৮ জুলাই হাতছাড়া হয়েছে তার মহানগর বিএনপির সভাপতি পদটিও। খোকার অনুপস্থিতিতে মির্জা আব্বাসকে আহবায়ক ও হবিব উন নবী খান সোহেলকে সদস্য সচিব গড়া হয়েছে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি। এই কমিটিতে খোকার নাম আছে ১৪ নাম্বারে।
এদিকে সাদেক হোসেন খোকা দেশ থেকে অঢেল অর্থ পাচার করে নিয়ে গেছেন বলে চাউর আছে সরকারি ও দলীয় পরিম-লে। এ কারণে তার বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে আভাস পাওয়া যাচ্ছে।
খোকার ঘনিষ্ট কেউ কেউ বলছেন, বেশ ক’টি মামলা আছে তার নামে। আছে গ্রেফতারি পরোয়ানাও। তাই কিছুতেই খোকা এখন দেশে ফেরার ঝুঁকি নেবেন না। একে তো সরকার পক্ষ তার ওপর এখন আর আগের মতো সন্তুষ্ট নয়, তারওপর ইমেজ ধসে গেছে দলের ভেতরও।
ওয়ান-ইলেভেনের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারপন্থি বনে যাওয়া খোকাই প্রথম দলে চেয়ারপারসন খালেদা জিয়ার একক ক্ষমতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। পরে খালেদা জিয়াকে কারাবাসে যেতে হলেও বহাল তবিয়তে ঢাকা সিটির মেয়রের দায়িত্ব পালন করে যেতে থাকেন তিনি। একবার নির্বাচিত হয়ে ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে কাটিয়ে দেন ১০ বছরেরও বেশি সময়।
তার কারণেই রাজধানীতে বিএনপির একের পর এক আন্দোলন ব্যর্থ হয় বলেও অভিযোগ আছে দলের ভেতরই। মার্চ ফর ডেমোক্রেসিতে নিজের অনুসারীদের মাঠে নামতে দেননি তিনি। ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে সারাদেশে যখন দুর্বার আন্দোলন গড়েছে বিএনপি, তখনও তিনি ও তার অনুসারীরা ছিলেন নিষ্ক্রিয়।
দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর বিএনপিকে নিষ্ক্রিয় রেখে আন্দোলন ব্যর্থ করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। তাই দলে খোয়ানো অবস্থান ফিরে পাওয়া কঠিন ধরে নিয়ে তিনি এখন প্রবাসেই ব্যবসা দাঁড় করানোর চিন্তা করছেন বলেও শোনা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে যতো দিন যাচ্ছে, ততোই সাদেক হোসেন খোকাকে ভুলে যাচ্ছে মানুষ। সরকার বিরোধী আন্দোলন জমাতে হিমশিম খাওয়ার বিএনপির দুর্দিনে তাই তাকে পাওয়া যাচ্ছে না মাঠে। আরো কিছু দিন গেলে ফিরে এলেও দলের হারানো অবস্থান ফিরে পাওয়া তার জন্য কঠিনই হবে বটে।khoka-300x310



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি