বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুঈনুদ্দিন যুক্তরাজ্যে, আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে বাচ্চু পাকিস্তানে ও খোকন সুইডেনে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৪

ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের (খোকন রাজাকার) ফাঁসির দ-াদেশ দেওয়ার মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত পলাতক আসামির সংখ্যা দাঁড়াল চারজনে। এদের মধ্যে প্রথম ফাঁসির দ-াদেশ হওয়া জামায়াত নেতা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার পালিয়ে যায় গ্রেফতারি পরোয়ানা জারির এক মাস আগে, ২০১২ সালের মার্চে। বুদ্ধিজীবী হত্যার দায়ে অপর দু’জন চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের ফাঁসির রায় গত বছরের ৩ নভেম্বর হলেও দু’জনই পলাতক দেশ স্বাধীনের পর থেকেই। সর্বশেষ গতকাল ফাঁসির রায়ের মধ্য দিয়ে পলাতক আসামিদের তালিকায় যুক্ত হল খোকন রাজাকার। ২০১২ সালের ১৬ এপ্রিল তদন্ত শুরুর পরপরই পালিয়ে যায় সে।

অথচ এখন পর্যন্ত একজন পলাতক আসামিকেও দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকর করা যায়নি। ফলে এসব অপরাধীকে কবে নাগাদ দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে এবং ফিরিয়ে আনার উদ্যোগই বা কী তা নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান সকালের খবরকে বলেন, ‘ইতোমধ্যেই তদন্ত সংস্থার আহ্বানে সরকারের পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত এই কমিটিতে আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা রয়েছেন। এই কমিটির একটি সভাও হয়েছে। এসব পলাতক আসামিকে ফিরিয়ে আনার ব্যাপারে কাজ চলছে। আশা করছি এদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে।’ তবে কিছু সমস্যা রয়েছে-উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নসহ কিছু দেশ রয়েছে, যারা ফাঁসির বিপক্ষে। তারা এ ধরনের আসামিদের দেশে ফেরত পাঠাতে নানা ধরনের বাধার সৃষ্টি করে। তবুও আমরা চেষ্টা করছি, তাদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকরের।’

ফাঁসির দ-াদেশ পাওয়া পলাতক চার আসামির মধ্যে প্রথম রায় হয় বাচ্চু রাজাকারের। ২০১২ সালের ৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সে যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য ওই রাতেই দেশের সব বিমান ও স্থলবন্দরকে সতর্ক করে দেওয়া হয়। আইন-শৃক্সখলা বাহিনীও বলেছিল, বাচ্চু রাজাকার নজরদারিতেই রয়েছে। কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর উত্তরখানে বাচ্চু রাজাকারের বাড়ি ‘আযাদ ভিলা’য় গিয়ে দেখে সে নেই। পালিয়ে গেছে আগেই।

গত বছরের জানুয়ারিতে র‌্যাবের হাতে গ্রেফতারের পর বাচ্চু রাজাকারের দুই ছেলে ও শ্যালক এবং র‌্যাবের গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যমতে, বাচ্চু রাজাকার বর্তমানে পাকিস্তানে পালিয়ে রয়েছে। ২০১২ সালের ৩০ মার্চ সন্ধ্যার পর একটি মাইক্রোবাসে ছেলে মুশফিক বিল্লাহসহ উত্তরখানের বাসা থেকে বের হয়ে প্রথমে যায় ছেলে আবু ইউসুফের আগারগাঁও এলাকার বাসায়। সেই বাসায় বসেই সিদ্ধান্ত হয় পাকিস্তান অথবা নেপালে পালিয়ে যাওয়ার। পরে সে রাতেই একটি কালো গাড়ির পেছনের আসনে বাচ্চু রাজাকারকে শুইয়ে যাত্রা শুরু হয়। রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তে পৌঁছে তারা। সেখানে ক্যাপিলা নামে আবাসিক হোটেলে দুই দিন থাকার পর হিলি বন্দর দিয়ে ভারতে ঢোকে। পরে সেখান থেকেই চলে যায় পাকিস্তানে।

এর আগে বাচ্চু রাজাকারকে দেশে ফিরিয়ে আনতে ফাঁসির রায় ঘোষণার দিনই পুলিশের তৎকালীন মহাপরিদর্শক হাসান মাহমুদ বলেছিলেন, কৌশলগত কারণে তারা জানাতে পারছেন না কোথায় বা কোন দেশে রয়েছে সে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ইতোমধ্যেই রেড ওয়ারেন্ট জারি করা হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও ওই দেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ করে তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছিলেন।

ফাঁসির দ-াদেশ পাওয়া অপর দুই পলাতক আসামি চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের রায় হয় গত বছরের ৩ নভেম্বর। কিন্তু তারা পলাতক রয়েছে দেশ স্বাধীনের পর থেকেই। জানা গেছে, মুঈনুদ্দিন বর্তমানে ইংল্যান্ডের বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডে বাস করছে। বর্তমানে যুক্তরাজ্যের সর্ববৃহৎ এনজিও মুসলিম এইডের ট্রাস্টি, ন্যাশনাল হেলথ সার্ভিসের পরিচালক ও টটেনহ্যাম মসজিদ পর্ষদের চেয়ারম্যান সে। মূল ঘাঁটি বাড়ি সংলগ্ন পূর্ব লন্ডন মসজিদের অন্যতম পরিচালকও সে। জামায়াতের ফ্রন্ট দাওয়াতুল ইসলাম-ইউকের বিশেষ দায়িত্বে রয়েছে মুঈনুদ্দিন। লন্ডনে তার রেস্টুরেন্ট ব্যবসাও রয়েছে। অন্যদিকে আশরাফুজ্জামান খান বর্তমানে যুক্তরাষ্ট্রে বাস করছে। দেশ স্বাধীনের পর জামায়াতে ইসলামীর অতিথি হিসেবে প্রথমে পাকিস্তানে আশ্রয় নেয় ও দীর্ঘদিন রেডিও পাকিস্তানে চাকরি করে। পরে পাড়ি জমায় যুক্তরাষ্ট্রে।

সূত্রগুলো বলছে, দেশ স্বাধীনের পর জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময় তারা দু’জনই দু’দফায় গোপনে দেশে ফিরেছিল। সে সময় তারা পুলিশের পাহারায় নিজ নিজ বাড়িতে ছিল। পরে বিষয়টি জানাজানি হলে পুনরায় দেশত্যাগ করে।

এই দু’জনের রায় ঘোষণার পর তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ ও তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেছিলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুই আসামিকে র্ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক উদ্যোগ নেবেন। পুলিশ রিকুইজিশন দেবে ইন্টারপোলকে। সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সার্বিক সহযোগিতা চেয়ে চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আর সর্বশেষ আরেক পলাতক ঘাতক খোকন রাজাকারের ফাঁসির রায় হল গতকাল। জানা গেছে, বর্তমানে সুইডেনের স্টকহোমে বড় ছেলে ও মেয়ের সঙ্গে বহাল তবিয়তেই রয়েছে সে। রাষ্ট্রীয় ভাতা পাচ্ছে। তার বড় ছেলে খায়রুজ্জামান লিংকন সেখানে যুবদলের সাধারণ সম্পাদক। ২০১২ সালের ১৬ এপ্রিল তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরুর পরপরই দেশত্যাগ করে খোকন রাজাকার। তার নিকটাত্মীয়রা জানিয়েছেন, সুইডেনে থাকলেও নিয়মিত দেশে তার আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে সে। মাসখানেক আগেও তার এক আত্মীয়র মেয়ের বিয়ের দিনে সুইডেন থেকে ফোন করে অতিথিদের সঙ্গে দীর্ঘ আলাপ করেছে। তবে খোকন রাজাকার এখন কোথায় আছে, সে বিষয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে।faaaaaaaaaa



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি