বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৭ নভেম্বর নিশা দেশাই ঢাকায় আসছেন, চিন্তিত সরকার!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৪

কূটনীতিক রিপোর্টঃ
আর দেড় মাস পরেই এ সরকারের এক বছর মেয়াদ শেষ হবে । ৫ জানুয়ারির এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা আওয়ামী লীগের। আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আগামী ২৭ নভেম্বর তার ঢাকায় আসার কথা। মার্কিন এই মন্ত্রীর সফর নিয়ে সরকার বেশ চিন্তায় পড়েছেন বলে মনে করছেন অনেকে।
সূত্র জানিয়েছে, বাংলাদেশে একটি নতুন ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিতেই নিশা দেশাইয়ের এর সফর। সেই সঙ্গে গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের যে পরিবর্তন ঘটেনি তা স্পষ্ট করে জানিয়ে দিতেই ঢাকায় আসছেন তিনি।
সফরে তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
মার্কিন এই মন্ত্রীর সফর নিয়ে সরকার বেশ চিন্তায় পড়েছেন বলে মনে করছেন অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগেও সফরে এসেছিলেন নিশা দেশাই। সে সময় তিনি সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ছিলেন। পরবর্তীতে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উদ্যোগের সময় এক বছরের কথা বলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। যেহেতু আগামী ডিসেম্বরেই সরকারের এক বছর মেয়াদ শেষ হতে যাচ্ছে, তাই এবার কী বলে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে সরকার।
নাম প্রকাশ না করার শর্তে বিশিষ্ট এক রাজনীতিক বলেন, ‘এক বছর মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষ থেকে একটি চাপ আসবে, এটি বিবেচনায় রেখেই সরকার এক সঙ্গে বেশ কয়েকটি মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে। যাতে এই ইস্যুকে কেন্দ্র করে জামায়াত-শিবির মাঠে নামে। আর মাঠে নামলেই সরকার এমন কোনো কৌশল গ্রহণ করতো যা দিয়ে আন্তর্জাতিক মহলকে বুঝানো সম্ভব হতো।’
তিনি বলেন, ‘ এবার যেহেতু জামায়াত-শিবির যুদ্ধাপরাধ ইস্যুতে সক্রিয়ভাবে মাঠে নামেনি। তাই সরকার একটু চিন্তায় পড়েছে।’তবে সরকার যেকোনো সময় নতুন কোনো কৌশল গ্রহণ করে রাজপথ উত্তপ্ত করে তুলতে পারে বলেও মনে করেন তিনি। এর আগে ৫ জানুয়ারির নির্বাচনের পর গত ১১ ফেব্রুয়ারি মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শুনানিতে নিশা দেশাই বলেছিলেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ। এ নির্বাচন বাংলাদেশকে অস্থিতিশীলতার ঝুঁকির মধ্যে ফেলেছে। এ সময় বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে অস্থিরতা থাকলে তা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার ওপর তা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। নিশা দেশাই আরো বলেন, প্রধান বিরোধী দল বিএনপি এবং অন্য গুরুত্বপূর্ণ দলগুলো অংশ না নেয়ায় ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। ভোটাররাও এতে ভোট দিতে যাননি। তাছাড়া অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এমপিরা। এসব কারণে নির্বাচনটি ছিল নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ। শুনানিতে নিশা দেশাই আরো বলেন, গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরকালে তিনি (নিশা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পন্থা উদ্ভাবনের তাগিদ দিয়েছিলেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তার সে আহবান অনুযায়ী নির্বাচন আয়োজিত হয়নি। নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিবের নেয়া সংলাপ ও সমঝোতার উদ্যোগকে যুক্তরাষ্ট্র স্বাগত জানালেও সে উদ্যোগও ব্যর্থ হয়েছে। সব মিলিয়েই ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হতে পারেনি। তাই নির্বাচন সব দলের অংশগ্রহণে দ্রুত একটি জাতীয় নির্বাচন হওয়া দরকার, যাতে জনগণ তাদের স্বাধীন মতামত প্রকাশের সুযোগ পায়।হাসিনা-দেশাই



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি