মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইমামকে আওয়ামী লীগের পুরস্কৃত করা উচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

রাশিদ রিয়াজ: সংবিধান বিশেষজ্ঞ ডক্টর তুহিন মালিক বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন ও ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে যে সত্যি কথা বলেছেন তার জন্যে তাকে সাধুবাধ দেয়া উচিত। তার বক্তব্যে যদিও তার দলের ৬ মন্ত্রী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তবে দেশের জন্যে ইমামের বক্তব্য দেশের জন্য ভাল। ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যে সত্য জানত দেশের মানুষ তা এতদিন প্রকাশ করত না, এটা এইচ টি ইমাম সাহেব বলে দিয়েছেন। ওনার ধন্যবাদ প্রাপ্য।

বাংলাভিশনের ফ্রন্টলাইন অনুষ্ঠানে ডক্টর তুহিন মালিক বলেন, যেহেতু উনি রাজনীতিবিদন নন বা এখনো রাজনীতিবিদ হয়ে ওঠেননি তাই হয়ত সত্যি কথা বলে দিয়েছেন। রাজনীতি শেখেননি। কৃতিত্ব নিতে গিয়ে ছাত্রলীগের সামনে যা বলার বলে দিয়েছেন। লাখ লাখ টাকা দিয়ে তাকে উপদেষ্টা করা হয়েছে প্রধানমন্ত্রীকে উপদেশ দেয়ার জন্যে। এখন উনি প্রধানমন্ত্রীর উপদেশ নিয়ে কথা বলছেন। এখন ইমাম সাহেবকে জামাত বর্জন করল নাকি, জামাত ইমাম সাহেবকে বর্জন করল। এখন উনি বলছেন খন্ডিতভাবে প্রচার করা হয়েছে। এটা ৪৭’সাল নয়, ভিডিও আছে আপলোড করেন। টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ছিল তারা কেউ খন্ডিতভাবে প্রচার করেনি। ওনার সাংবাদিক সম্মেলন করার প্রয়োজন ছিল না। উনি কি বলবেন, তা তো আমরা জানি। জনগণ জানে উনি কি বলবেন। এখন জনগণ কার কথা বিশ্বাস করবে। জনগণকে ধোঁকা দেয়া তো সম্ভব নয়। এতদিন ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে যা বলতাম, এইচ টি ইমাম এখন তাই বলছেন।

ডক্টর তুহিন মালিক বলেন, নির্বাচনের সময় এইচ টি ইমাম তার দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনে উনি আওয়ামী লীগের পক্ষে ইমামতি করেছেন। এ ইমামতিটা কেমন ছিল, যে নির্বাচনী ফর্মুলাটা এমনভাবে উনি তৈরি করেছেন, পিএসসি ও ইসি অকার্যকর কারণ উনিই বলছেন, ছাত্রলীগকে উনি রিক্রুট দিচ্ছেন। প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা আছে। কিন্তু এইচ টি ইমাম একশ’ভাগ কোটাই নির্ধারিত করে দিয়েছেন ছাত্রলীগের জন্যে। মানুষ পড়াশুনা করবে কেন? উনি ভয়ঙ্করভাবে বলেছেন পুলিশ ও প্রশাসনে ছাত্রলীগকে রিক্রুট করেছেন। মোবাইল কোর্টে বিচারক নিয়োগ দেয়া হয়েছে ছাত্রলীগ থেকে। সেই অনুসারে তারা জেল, জরিমানা দিয়েছে। উনি বলেছেন, ছাত্রলীগের ছেলেরা প্রশাসনে, পুলিশে গিয়ে বুক পেতে দিয়েছে। আমাদের পাশে থেকেছে। এর সাংবিধানিক ব্যাখ্যা হচ্ছে এটা রাষ্ট্রদ্রোহীতার অপরাধ। ৫ জানুয়ারির নির্বাচনের নীল নকশা উনি তৈরি করেছেন এবং অনেক কিছু জানেন,এটা জানার জন্যে ওনাকে এ্যারেস্ট করে রিমাণ্ডে নেয়া উচিত। জনগণের দাবি ও সাংবিধানিক শ্রেষ্ঠত্বের জন্যে ওনাকে রিমাণ্ডে নিলে আসল তথ্য বের হয়ে আসবে। নির্বাচনের সময় অনেক জ্বালাও পোড়াও হয়েছে, হত্যা হয়েছে তা নীল নকশায় ছিল কি না তা গ্রেফতার করলেই বের হয়ে আসবে।

তিনি বলেন, এইচ টি ইমামকে আওয়ামীলীগ তিরস্কার কেন করবে, ওনাকে পুরস্কৃত করা উচিত। উনি নির্বাচনের সময় যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। ৫’শ উপজেলা উনি সফর করে রিক্রুট করেছেন যারা নির্বাচনে বুক পেতে দিয়েছে। প্রধানমন্ত্রীকে উল্লেখ করে উনি বলেছেন, তোমরা কি মনে কর প্রধানমন্ত্রীর চেয়ে অন্য কারো তোমাদের প্রতি দরদ আছে, যখনই আমি কোনো কাজ, সুপারিশ ও বায়োডাটা নিয়ে যাই তখনি উনি বলেন, উনি কি ছাত্রলীগের, কি করত, কোন পোষ্টে ছিল, এখন কি করছে, যেভাবে হোক আপনি ছাত্রলীগের ছেলেদের ব্যবস্থা করে দেন। পুরো নীল নকশাটা উনি প্রধানমন্ত্রীর কাঁধে দিলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা বলেন, এধরনের বক্তব্য শুভ কোনো ফল বয়ে আনে না। উনি বলেছেন ওনার বক্তব্য খন্ডিতভাবে প্রচার করা হয়েছে। যতগুলো মুদ্রণ, টেলিভিশন, রেডিও বা অনলাইনে বক্তব্য একই ভাবে এসেছে। খুব একটা পার্থক্য নেই। এর আগে লতিফ সিদ্দিকীর বক্তব্য মিডিয়ায় এলে উনি তা স্বীকার করেন। এবার এইচ টি ইমাম সাহেব কেন দায় নেবেন না। এমন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এধরনের বক্তব্য আশা করা যায় না। আর এধরনের বক্তব্য দেয়ার মধ্যে দিয়ে তাহলে পরিস্কার হয়ে উঠছে যে নির্বাচনে কি হয়েছে। আর তাকে বাঁচানোর জন্যে বলা যায় যে উনি কি বলতে গিয়ে কি বলে ফেলেছেন। তাহলে এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদ অলংকৃত করতে দেয়া যায় না।

তিনি বলেন, এমন কোনো সরকার নেই বা বছর নেই যে বিসিএস নিয়ে আন্দোলন না হচ্ছে। সংস্কারের কথা বলা না হচ্ছে। আমরা বৈষম্য কমিয়ে আনার কথা বলছি। সেখানে আমলাতন্ত্রে ছিলেন, এখন প্রধানমন্ত্রীকে নির্দেশ দিচ্ছেন এমন এক ব্যক্তি যদি বিসিএস নিয়ে এমন কথা বলেন যা বৈষম্যের দিকে নির্দেশ করে তাহলে তা খুব দুর্ভাগ্যজনক।

ডক্টর তুহিন মালিক বলেন, এইচ টি ইমাম বলছেন দলের ভেতরে একটি মুখ চেনা গোষ্ঠী তার বিরুদ্ধে বলছেন। তাহলে আওয়ামীলীগের ভেতরে কারা ওই গোষ্ঠী তা বের করে আনা দরকার। এজন্যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। হাতির দাঁত বের হয়ে গেলে ওটাকে আর ভেতরে ঢুকানো যায় না। তো কথা বলে ফেললে তা ফেরত নেওয়া যায় না। উনি জনপ্রশাসন যেভাবে ঢেলে সাজিয়েছেন, যেভাবে ইমামিকরণ করেছেন, আপনি জনপ্রশাসন সচিবালয়ে গেলেই ওনাকে সবাই ‘ক্যাশ’ ইমাম বলে চেনে। এগুলো এখন প্রকাশ হচ্ছে। ওনার চেয়ে ওনার দলের ক্ষতি বেশি হয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগামি পহেলা জানুয়ারি থেকে সাড়ে চারশ’ গ্যাসের চুলা এখন এক হাজার টাকা হবে। ১২২ ভাগ গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। জনগণ যদি তা সহ্য করতে পারে করবে আর তা না করতে পারলে রাস্তায় নেমে আসবে।Front-line1



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি