শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এইচ টি ইমামকে পদত্যাগ করতে বলা হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক যখন ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে বিদেশে বিতর্কের নিরসন করার চেষ্টায় সফল হতে চলেছেন, ঠিক সেই সময়ে নির্বাচন নিয়ে নতুন বিতর্ক তুলে দিলেন তার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বক্তব্য দিয়ে পুরো নির্বাচনের বিষয়টি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। বিএনপির হাতেও একটি ইস্যু তুলে দিয়েছেন। তার এই ধরনের আচরণে ও কথায় অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন বিশ্বাস করেই। সেই তিনি যখন ছাত্রলীগের অনুষ্ঠানে ওই ধরনের বক্তব্য দেন সেটা বাইরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এতে সরকারের ইমেজের ক্ষতি হয়। আর এতে করে প্রধনমন্ত্রীর হঠাৎ করেই তার আচরণটি সহজভাবে নেননি। এই কারণে তিনি তার সঙ্গে দেখা করছেন না। কথাও বলছেন না। এইচ টি ইমাম নানাভাবে তার সঙ্গে দেখা করার ও কথা বলার চেষ্টা করছেন। কিন্তু পারেননি। তা না পেরে তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, তার এই সব কথায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। এই কারণে তার সঙ্গে আপাতত দেখা না করার ও কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে পদ থেকে স্বেচ্ছায় সড়ে দাঁড়াতেও বলেছেন। কিন্তু এইচ টি ইমাম তাতে রাজি নন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ব্যাপারে তার ব্যাখ্যা দিতে চান। সূত্র জানায়, এখনও বলা যাচেছ না কি হবে এইচ টি ইমামের ভাগ্যে। এই ব্যাপারে এইচটি ইমামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার মুঠো ফোন রিসিভ করেননি।

৫ জানুয়ারির নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। তিনিও সোমবার এইচটি ইমাম যখন সংবাদ সম্মেলন করে তার বক্তব্য উপস্থাপন করেন ওই সময়ে তার সঙ্গে ছিলেন। তার কাছে এইচ টি ইমামের বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কি জানতে চাইলে তিনি বলেন, এখনই এই ব্যাপারে কিছুই বলতে পারছি না। তাকে নাকি প্রধানমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়াতে বলেছেন এই ব্যাপারে কিছু জানেন কিনা জানতে চাইলে বলেন, বিষয়টি আমার সামনে বলেননি। তাই এই ব্যাপারে এখন কিছু বলতে পারবো না।

আপনিতো ওই নির্বাচনের সঙ্গে ছিলেন, আপনি কি মনে করেন, এইচ টি ইমাম যে কথা বলেছেন, তা যথার্থই বলেছেন, তিনি বলেন, এইচ টি ইমাম যে কথাটি বলেছেন সেটা তিনি কোন বাইরে অনুষ্ঠানে বলেননি। সাংবাদকিদের কাছেও বলেননি। তিনি সেটা বলেছেন ছাত্রলীগের একটি অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে ছাত্রলীগের যদি প্রশংসা করে কোন কথা বলেন সেটা তিনি বলতে পারেন। তবে যে কথা গুলো বলেছেন এরমধ্যে সব কথা নেই। তার বক্তব্যটি ছিল ৪৭-৫০ মিনিটের। এরমধ্যে এখন বিভিন্ন জায়গায় এর ১৭ মিনিট পাওয়া যাচ্ছে। যারা ওই বক্তব্যটি প্রচার করেছে তারা আসলে সেটাকে এডিট করে এমনভাবে কাজটি করেছেন তাতে করে পুরো বিষয়টি নিয়ে নতুন এক জটিলতা তৈরি হয়েছে। তিনি বলেন, এটা ইচ্ছে করেই করা হতে পারে।

তিনি বলেন, ওই অনুষ্ঠানটি দলের একটি অঙ্গ সংগঠনের অনুষ্ঠান ছিল। সেখানে কথা বলা নিয়ে কয়েকদিন ধরেই সমলোচনা চলছে। আমি মনে করি পুরো বক্তব্যটি প্রকাশ হলে হয়তো এখন যে সমস্যা তৈরি হয়েছে সেটা হতো না।

আপনি কি নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান হিসাবে মনে করেন যে তিনি যে কথা গুলো বলেছেন এই জন্য ৫ জানুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার পদত্যাগ করা উচিত এই ব্যাপারে ড. মশিউর রহমান বলেন, তিনি কেন রিজাইন করবেন। আমি মনে করি না তার রিজাইন করা উচিত। তার মানে কি আপনি বিশ্বাস করেন তিনি যা বলেছেন, সবই সত্য ? ড. মশিউর রহমান বলেন, আমি এটাই বলবো যে পুরো বক্তব্য প্রকাশ হলে বিষয়টি এমন হতো না।

এদিকে সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী এইচটি ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। তারা এবিষেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে জানান এইচ টি ইমামের সঙ্গে তার কথা হয়নি। এদিকে জানা গেছে, এইচ টি ইমাম বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও তিনি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি। নানাভাবে যোগাযোগ করে গণভবনে যান। সেখানে গিয়েও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের চেষ্টা করেন। তবে তা পাননি। যদিও তিনি একটি গণমাধ্যমে বলেছেন, সাক্ষাতের সুযোগ না পেলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে। তবে কী ধরনের যোগাযোগ, তা খোলাসা করেননি।

উল্লেখ, গত বুধবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বলেন, নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদের দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, বুক পেতে দিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমলোচনা শুরু হয়। এনিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের যারা নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতাসীন করার জন্য কাজ করেছেন তারা নাখোশ হন।

এদিকে এইচ টি ইমাম সোমবার সংবাদ সম্মেলন করে তার অবস্থান তুলে ধরার চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার বিষয়ে বলেছেন, তিনি অসুস্থ। অতিরিক্ত পরিশ্রম করছেন। তার বিশ্রাম দরকার। রোববার সারা দিনই প্রধানমন্ত্রী বিশ্রামে ছিলেন। অল্প সময়ের জন্য সংসদে গিয়েছিলেন। তাই তার সঙ্গে দেখা হয়নি। যদিও তিনি দাবি করেছেন সংবাদ সম্মেলনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। কিন্তু প্রধানমন্ত্রী পরিষদের বৈঠকে বলেছেন এ বিষয়ে কোনো কথা হয়নি। এ ধরনের কোনো সম্মতিও দেইনি।main013-300x210



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি