শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রহস্যময় এক নাম ‘মওদুদ’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

images_57933
পূর্বাশা ডেস্কঃ
‘ব্যারিস্টার মওদুদ আহমদ’ এক রহস্যময় রাজনৈতিক চরিত্রের নাম। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিভিন্ন সময়ে আলোচিত-সমালোচিত হয়েছেন নানা বিতর্কিত ভূমিকার কারণে। জীবনের অধিকাংশ সময়েই ছিলেন ক্ষমতাসীনদের সঙ্গী কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে। এটিই তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ‘সাফল্য’! সময়ের পালাবদলে বর্তমানে বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য। এই দলে থেকেও বিভিন্ন সময়ে ক্রমাগত বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ শিরোনামে বই প্রকাশ করে বিতর্ক সৃষ্টি করেন বর্ণচোরা এই রাজনীতিক। এরপর থেকে পুরোপুরি আন্ডারগ্রাউন্ডেই চলে গিয়েছিলেন। গত দু’মাস ধরে আন্ডারগ্রাউন্ডেই ছিলেন। সভা-সেমিনার, এমনকি দলীয় অভ্যন্তরীণ কোনো কর্মকাণ্ডেও তাকে দেখা যায়নি। ফলে তিনি বিএনপিতে আছেন কি-না সেটাও বোঝা যাচ্ছিলো না। অবশেষে ১৩ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিয়ে জানান দিলেন যে, এখনো তিনি বিএনপিতেই আছেন।

রাজনৈতিক ভাষ্যকারদের মতে, সদালাপী, সুদর্শন ও ঠাণ্ডা মেজাজের অধিকারী এই রাজনীতিবিদ। সংসদে যার উপস্থাপনা অত্যন্ত প্রাঞ্জল ও সাবলীল। লেখালেখির ক্ষেত্রে ঋজু ও ধারালো। কিন্তু মঞ্চের আড়ালে তিনি সীমাহীন রহস্যময়। তাই তার রাজনীতির রহস্য বুঝে উঠতে অভিজ্ঞ রাজনীতিবিদকেও অনেক সময় গলদঘর্ম হতে দেখা যায়। বিএনপি নেতা-কর্মীদের একাংশের মতে, বর্ণচোরা রাজনীতির আঁধারে তিনি এক নীরব ক্যান্সার ভাইরাস। বিএনপি নেতৃত্বাধীন  জোট সরকারের সময় দল ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ক্ষমতার স্বাদ নিলেও মওদুদ আহমদ ওই সরকারের সমালোচনা করেন সেখানে তার ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ বইয়ে লিখেছেন, “জোট সরকারের ‘অপশাসন’ ও বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সঙ্গে মিত্রতা, বিএনপি সরকারের কিছু মন্ত্রীর সম্পৃক্ততায় জঙ্গিবাদের উত্থান, তখনকার প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে ‘হাওয়া ভবনের দুর্নীতি’ এবং ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ‘বিতর্ক সমাধানে ব্যর্থ হয়ে’ ইয়াজউদ্দিন আহম্মদকে দায়িত্ব দেয়ার কারণেই ২০০৮ সালের নির্বাচনে  বিএনপির কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে।”

এছাড়া ধর্মনিরপেক্ষতার পক্ষে-জঙ্গিবাদের বিপক্ষে শেখ হাসিনার অবস্থান, ডিজিটাল বাংলাদেশের পক্ষে পরিবর্তনের আহ্বান দেড় কোটি তরুণ ভোটারের দৃষ্টি আকর্ষণ করেছে। পাশাপাশি ৪০ টাকার পরিবর্তে ১০ টাকায় চাল দেওয়া, বিনা মূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি, প্রতিটি পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে টেনেছে। এসব ইতিবাচক ভোটের পাশাপাশি বিএনপির নেতিবাচক ভোটও শেখ হাসিনার বিজয়কে এগিয়ে নিয়েছে বলে বইয়ে উল্লেখ করেছেন মওদুদ।

দলীয় প্রধান খালেদা জিয়ার সমালোচনা করে মওদুদ লিখেছেন, ‘এক-এগারোর সময় খালেদা জিয়ার কাছে তার নিজের দুই সন্তান তারেক ও কোকোর ভাগ্যই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা ছাড়া কোনো আলোচনায় যেতে রাজি ছিলেন না খালেদা জিয়া। নানা রকম চাপেও অনড় ছিলেন বিএনপি চেয়ারপারসন। সে সময়ে দেশের মানুষের নেত্রী, বিএনপি  চেয়ারপারসন কিংবা একজন রাজনীতিবিদের  চেয়েও একজন মা হিসেবে দুই সন্তানের মুক্তির বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি।’

খালেদা জিয়া মওদুদের এই বক্তব্যের জবাবে বলেছেন, তিনি চাইলে ওয়ান-ইলেভেনে দেশের বাইরে গিয়ে নিরাপদে থাকতে পারতেন। নিজের দুই ছেলেকেও নিয়ে যেতে পারতেন। কিন্তু তিনি তা করেননি ‘গণতন্ত্রের স্বার্থে’।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বলছে, ব্যারিস্টার মওদুদের বিতর্কিত এসব কর্মকাণ্ডে দলের একটি বড় অংশের পাশাপাশি দলীয় প্রধান বেগম খালেদা জিয়াও চরম অসন্তুষ্ট হয়েছেন। এমনকি বেগম জিয়ার কাছে মওদুদ আহমদকে দল থেকে বহিষ্কারেরও জোরালো দাবি জানিয়েছেন একাধিক সিনিয়র নেতা। তবে খালেদা জিয়া এ  বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ না নিলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সকল কার্যক্রম থেকে মওদুদ আহমদকে বিরত রাখতে সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনকে নির্দেশ দিয়েছিলেন বলে জানা  যায়। এমনকি মওদুদ আহমদের নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষে বিকল্প প্রার্থী ঠিক করতেও নোয়াখালী জেলার অন্যান্য শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া।

এ ব্যাপারে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে শীর্ষ নিউজকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের জানাননি। আমি জানি না, তাই এ ব্যাপারে আগাম কিছুই বলা যাচ্ছে না।

এ ঘটনার পর ঢাকা মহানগর বিএনপির জরুরী বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা বইয়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে। বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংগঠনিক আলোচনার পাশাপাশি মওদুদের বইয়ের বিষয়ে সবাইকে অবহিত করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানান।

তবে বিএনপির একটি অংশ মনে করে, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আগামী দিনের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উচিত হবে এমন রাজনীতিবিদ সম্পর্কে ভবিষ্যতে সতর্ক থাকা। কারণ মওদুদ ওয়ান-ইলেভেনের সরকারের সময় দলের সঙ্গে বেঈমানি করেছে। এমনকি তার কারণেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়িটি হারাতে হয়েছে।

জানা যায়, এক সময়ের তুখোড় ছাত্র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বঙ্গবন্ধুর হাত ধরেই রাজনীতিতে আসেন। পল্লী কবি জসিম উদ্দীনের জামাতা হিসাবে বঙ্গবন্ধু তাকে খুব স্নেহ করতেন। মওদুদ আহমদ ১৯৬৯ সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে অন্যতম আইনজীবী হিসাবে কাজ করেন।

এছাড়াও তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ নেতা মওদুদ আহমদ ছিলেন বঙ্গবন্ধুর একজন বিশ্বস্ত সহচর। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৭১-এ ইয়াহিয়া খান কর্তৃক আহুত গোলটেবিল বৈঠকে শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ব্যারিস্টার মওদুদ আহমদ আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা না করে নতুন পথে যাত্রা শুরু করেন।

১৯৭৭-৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা হন ব্যারিস্টার মওদুদ। ১৯৭৯ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়। পরে জিয়াউর রহমান বিএনপি গঠন করলে তিনি বিএনপিতে যোগ দেন। কিন্তু ৮১ সালে জিয়াউর রহমানের সঙ্গে তার ও বিএনপি নেতা জামাল উদ্দীনের দ্বন্দ্ব শুরু হলে বিএনপির কিছু নেতাকর্মী নিয়ে তিনি বিএনপি (মওদুদ) নামে পৃথক দল গঠন করেন। ওই বছরের মে মাসেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন। এক বছরের ব্যবধানে ক্ষমতায় আসেন তৎকালীন সেনা প্রধান এরশাদ। ভোল পাল্টিয়ে স্বৈরশাসক এরশাদের গড়া জাতীয় পার্টিতে যোগ দেন সুযোগ সন্ধানী মওদুদ। ৮৫ সালে এরশাদের পাতানো নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য বনে যান তিনি। সরকারের মন্ত্রীত্ব নিয়ে হয়ে যান ক্ষমতার অংশীদার। এর একবছর পর ১৯৮৬ সালে তাকে উপ-প্রধানমন্ত্রী করেন এরশাদ। ১৯৮৮ সালে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রীও হন তিনি।

এরপর আবারো ভাগ্য খোলে ক্ষমতার বরপুত্র মওদুদের। ১৯৮৯ সালে মওদুদকে ভাইস-প্রেসিডেন্ট করেন প্রেসিডেন্ট এরশাদ। ৯০ এর গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পূর্বমুহূর্ত পর্যন্ত ওই সরকারের ভাইস প্রেসিডেন্টের পদে ছিলেন ক্ষমতালোভী মওদুদ। ক্ষমতাচ্যুত হলে প্রেসিডেন্ট এরশাদের মতো মওদুদকেও কারাবাস করতে হয়।

জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে রংপুরে এরশাদের ছেড়ে দেওয়া আসনে ১৯৯১-এ উপনির্বাচনে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন।  জেল থেকে বেরিয়ে মওদুদ আহমদ আবার আওয়ামী লীগ বা বিএনপিতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তখনই সক্ষম হননি। জাপায় থেকে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করেন। ৯৬ সালে বিএনপি বিরোধী দলে গেলে এক পর্যায়ে তিনি এই দলে ঢোকার সুযোগ পান। ২০০১ সালে নোয়াখালী থেকে বিএনপির টিকেটে এমপি নির্বাচিত হন। মন্ত্রীত্বও পান। চারদলীয় জোট সরকারের পুরো পাঁচ বছর আইনমন্ত্রী পদে ছিলেন। ওই সময় বিচারপতিদের বয়স বাড়িয়ে কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার পরিকল্পনায় তিনি ছিলেন মূল পরিকল্পনাকারী। যার জের আজকের এই রাজনৈতিক সঙ্কট। ২০০৮ সালের নির্বাচনে হেরে যান মওদুদ। পরবর্তীতে খালেদা জিয়া তার বগুড়ার নির্বাচনী আসন থেকে মওদুদকে পাস করিয়ে সংসদে নিয়ে আসেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ জিয়াউর রহমান ও এরশাদ সরকারের শাসনামলে শিল্প, পরিকল্পনা, আইন-বিচার ও সংসদ, বিদ্যুৎ, পানি, সড়ক ও রেল যোগাযোগ, টেলিগ্রাম ও টেলিফোনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মওদুদ আহমদ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আইন মন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই মওদুদ আহমদকে নিয়ে তার দল বিএনপিতে নানা গুঞ্জন শুরু হয়েছে। ফলে দলের মধ্যেই এক ধরনের নীরব দ্বন্দ্বের সৃষ্টি হয়। দলের স্থায়ী কমিটির বৈঠকেও তা প্রকাশ পায়। এমনকি এ কথাও শোনা যায়, সরকারি দলের পৃষ্ঠপোষকতায় মওদুদ আহমদ তৃণমূল বিএনপি নামে নতুন দল গঠন করতে যাচ্ছেন। যদিও তথ্যটি তেমন নির্ভরযোগ্য হয়ে উঠতে পারেনি। তবে রাজনৈতিক সংকটের এই চরম মুহূর্তে বিতর্কিত বই প্রকাশের ঘটনায় সেই সম্ভাবনাই মনে করিযে দিচ্ছে সবাইকে। – See more at: http://www.sheershanews.com/2014/11/14/57933#sthash.6JOHq5gL.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি