বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খাগড়াছড়িতে নিহত চান্দিনার বিজিবি সদস্য আবুল কাশেমের বাড়িতে শোকের মাতম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

কাজী জাফর উল্লাহ আজাদ
দেশ রক্ষায় সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্য রামগড় ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েক সুবেদার মো.আবুল কাশেম গত ১৬ নভেম্বর রবিবার দুপুুরে খাগড়াছড়ি সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ ফিল্ডে প্রশিক্ষণকালে গ্রেনেড বিস্ফোরণে এক সিপাহীসহ নিহত হয়।এতে আরও চারজন আহত হয়।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চিলোড়া গ্রামের নায়েক সুবেদার আবুল কাশেম (৫০) ও গোপালগঞ্জ জেলার সিপাহী মো. হাসান (৪০)। বাৎসরিক গ্রেনেড ফায়ারিং অনুশীলন করতে রবিবার সকালে রামগড় ১৬ ব্যাটালিয়ন থেকে বিজিবির দলটি খাগড়াছড়ি যায়।
প্রশিক্ষনকালে গ্রেনেড বিস্ফোরনে নিহত আবুল কাশেম চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের চিলোড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছোট ছেলে। আবুল কাশেম ১৯৬০ সালে অস্বচ্ছল এক কৃষক পরিবারে জন্মগ্রহন করেন। আর্থিক অনটনের কারনে ৯ম শ্রেণিতে পড়াশুনার ইতি টেনে ১৯৭৮ সালে তৎকালীন (বিডিআর) বাংলাদেশ রাইফেলসে সিপাহী পদে যোগদান করেন।সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে কাজ করায় তিনি ২০১২ সালে নায়েক সুবেদার পদে পদোন্নতি লাভ করেন।৩ভাই ৫ বোনের মধ্যে সে সবার ছোট। বড় ভাই মৃত আব্দুল মান্নান, মেজ ভাই মো.কুদ্দস মিয়া।আবুল কাশেম এক ছেলে ও চার মেয়ের জনক ছিলেন।ছেলে মো.আতিকুর রহমান (৩০) হিসাববিজ্ঞানে ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে বেকার রয়েছে।বড় মেয়ে কামরুন্নাহার মুক্তা আক্তার (২৪)বিবাহিত, মেজ মেয়ে শারমিন আক্তার মিতু (২২) বিবাহিত, সেজ মেয়ে শাহনেওয়াজ সেতু (২০)বিবাহিত, ছোট মেয়ে হালিমা (১৪) জেএসসি পরীক্ষার্থী।তার বাড়িতে দুটি কাঠকাওড়ি ছোট টিনের ঘর রয়েছে।গতকাল রবিবার ভোর বেলায় নিহত আবুল কাশেমের স্ত্রী মিসেস মফিয়ার সাথে তার সর্বশেষ কথা হয়।তখন তিনি ছোট মেয়ে হালিমার পরীক্ষা প্রস্তুতি ও পরিবারের সকল সদস্যের খোজ খবর নেন।
এদিকে সুবেদার আবুল কাশেম গ্রেনেড বিস্ফোরনে নিহতের খবরে পুরো কুমিল্লা জুড়ে শোকের ছায়া নেমে আসে। চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। চান্দিনার সকল প্রশাসনিক কর্মকর্তা ,কর্মচারী ও সর্বস্তরের জনতা শোকে মুহ্যুমান হয়ে পড়ে। নিহতের গ্রামের বাড়ি চিলোড়ায় গিয়ে এক অভূতপূর্ব দৃশ্যে অবতারনা হয়।চিলোড়া গ্রামের সর্বস্তরের জনতা নিহতের পরিবারকে সান্ত¦না প্রদানে এগিয়ে আসেন। নিহত আবুল কাশেমের স্ত্রী মফিয়া বেগম (৫৫) স্বামী শোকে বারবার মূর্ছা যাচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন কখন লাশ দেখতে পারবেন।
স্থানীয় মোহাম্মদ সেলিম মিয়া ভুইয়া ও এলাকাবাসী জানান-টিভির খবরে দেখে আমরা আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।সে মোতাবেক সকালে দাফন-কাফনের উদ্দেশে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নিহতেরপারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোর বেলায় মৃত দেহ অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি চিলোড়ায় পৌছার কথা রয়েছে। BGB



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি