রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছেলেটা এমএ পাশ কইরাও বেকার: মাইয়াডা পরীক্ষা দিব কিমনে?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

শরীফ আহমেদ খান জুয়েল
ছেলেটা এমএ পাশ কইরাও বেকার, মাইয়াডা পরীক্ষা দিব কিমনে, পরিবার চলবে কিমনে? একথা বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহত বিজিবি সদস্য নায়েক সুবেদার আবুল কাশেমের স্ত্রী মফিয়া বেগম (৫৫)। প্রশিক্ষনকালে গ্রেনেড বিস্ফোরনে খাগড়াছড়িতে নিহত বিজিবি সদস্য আবুল কাশেমের একমাত্র ছেলে মো.আতিকুর রহমান (৩০) হিসাববিজ্ঞানে ¯œাতকত্তোর ডিগ্রী অর্জন করেও কোন চাকুরী না পেয়ে নিজ বাড়িতে বেকার দিনাতিপাত করছেন। আবুল কাশেমের আর্থিক স্বচ্ছলতা বলতে গ্রামের বাড়িতে পৈতৃক সূত্রে প্রাপ্ত কয়েকগন্ডা কৃষি জমি রয়েছে। তার ৩ কন্যাকে অনেক কষ্টে পাত্রস্ত করেছেন। সবার ছোট মেয়ে হালিমা আক্তার এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করছে। পিতৃশোকে হালিমার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি মো.আবুল কাশেমের মৃত্যুতে তার পরিবারের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও দুশ্চিন্তা। নিহত আবুল কাশেম একজন সৎ, বিনয়ী ও ধার্মিক লোক ছিলেন বলে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবার পরিজন জানান। চাকুরি জীবনে তিনি অত্যন্ত সৎ থাকার কারনে আর্থিকভাবে স্বচ্ছলতা আনয়ন করতে পারেনি। তার বাড়িতে মাত্র দুটো ছোট টিনের ঘর রয়েছে।তার স্বপ্ন ছিল বড় ছেলে আতিকুর রহমান পড়াশুনা শেষ করে সংসারের হাল ধরবেন। তিনি চাকুরী শেষে পেনশনের অর্থ দিয়ে বাড়ীতে ঘর নির্মান ও চিলোড়া বাজারে ব্যবসা করার চিন্তা ভাবনা করেছিলেন যা আর সম্ভব হয়ে উঠবেনা। চিরকালের মতো তার স্বপ্ন নিভে গেল। BgB111



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি