বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রতিদিন অকালে মারা যায় ৭০ শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৪

স্বাস্থ্য ডেস্কঃ : দেশে প্রতিদিন ৭০ জন শিশু অকালে মৃত্যুবরণ করে। এসব শিশু জন্মের ২৮ দিনের মধ্যেই মারা যায়। অকালে শিশু মৃত্যুবরণ করায় এটাকে অসময়ে মৃত্যু বলা হয়। বাংলাদেশের ৭৫ শতাংশ সরকারি হাসপাতালে দক্ষ জনশক্তি ও সুবিধার অভার রয়েছে। এসব শিশু গর্ভধারণের ৩৭ সপ্তাহের মধ্যে জন্মলাভ করে বলে চিকিৎসকরা জানান। অকাল মৃত্যু থেকে বাঁচানোর জন্য বাবা-মায়ের আর্থিক অসমর্থতাকে দায়ী করেন তারা। বেসরকারিভাবে চিকিৎসা করাতে অক্ষম এসব নবজাতকের পরিবার।

বিশ্ব স্বা¯্য’ সংস্থা ও ট্রপিক্যাল মেডিসিন ২০১৩ সালের একটি প্রতিবেদনে দেখা যায় অকাল মৃত্যুতে বাংলাদেশ বিশের ষষ্ঠ স্থানে আছে। বাংলাদেশে শতকরা ২৬ জন শিশু অকাল মৃত্যুবরণ করে। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে দেখা গেছে ২০১৩ সালে ৯’শ শিশু অকালে মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যে। অধিকাংশ শিশু শারীরিক অক্ষমতার জন্যই এ অকাল মৃত্যুবরণ করছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।

স্যার সলিমুল্লাহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ বিভাগের অধ্যাপক ফেরদৌসি বেগম বলেন, অধিকাংশ শিশুই বাঁচতে পারে যদি তাদের সঠিক সময়ে চিকিৎসা সেবা দেয়া হয় কিন্তু অধিকাংশ শিশুই দক্ষ চিকিৎসক, নার্স ও কৌশলের অভাবে অকালে মৃত্যুবরণ করছে।
অধ্যাপক ফেরদৌসি বলেন, বাংলাদেশে প্রতি বছর ৩ লাখ ৭০ হাজার শিশু জন্ম লাভ করে আর এ সংখ্যা প্রতি বছরই বাড়ছে। গর্ভবতী মায়ের শরীরে ওজন কম, মেদবৃদ্ধি, বহুমূত্র রোগ,অতিরিক্ত চিন্তা, জমজ শিশু জন্ম দেয়া ও পরিবেশ দূষণের ফলে এ অকাল মৃত্যু বাড়ছে বলেও তিনি জানান। তাছাড়া কম বয়স ও বেশি বয়সী মায়েদের জন্যই অকাল মৃত্যু ঘটছে। শিশু জন্মের আগে ও গর্ভাবস্থায় যতœ নিলে এ অকাল মৃত্যু রোধ করা সম্ভব কিন্তু ৭০ শতাংশ মা কোন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে না যার ফলে এ অকাল মৃত্যু দিন দিন বাড়ছে।

শিশুর অকাল মৃত্যুর জন্য স্বাস কষ্ট, খাদ্য গ্রহণে অক্ষম, জন্ডিস, তাপ গ্রহণে অক্ষমতার জন্যও ঘটে থাকে। এ সবগুলোর সঠিক চিকিৎসা দিতে পারলে অকাল মৃত্যু রোধ করা যাবে বলে জানান নবজাতক বিশেষজ্ঞরা। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের অধ্যাপক এমএ মান্নান জানান, শিশুর অকাল মৃত্যু হার কমানোর জন্য সরকারি হাসপাতালে নবজাতকের চিকিৎসা সুবিধা বাড়ানো ছাড়া আর কোন বিকল্প পদ্ধতি নেই। এ ধরনের মৃত্যুর হার বেড়েই চলছে। সরকারিভাবে নবজাতকের জন্য ইনকিউবেটর ব্যবস্থা, স্বাস কষ্ট সেবার যন্ত্রপাতি ও সংক্রামণ নিয়ন্ত্রণ করলেই এ হার কমবে।

স্বাস্থ্য সেবা অধিদফতরের কর্মকর্তারা জানান বাংলাদেশের ১৩ টি সরকারি হাসপাতাল ও ৪ টি মেডিকেল কলেজে নবজাতকের চিকিৎসার ইউনিট রয়েছে। জন্মের এক মাসের মধ্যে চোখ ও কানের সমস্যার চিকিৎসা করতে পারলে তাদের চোখ ও কানের রোগ থেকে বাঁচানো সম্ভব বলেও জানান তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অপথ্যারমোলজির শিক্ষক নুজহাত চৌধুরী বলেন, নবজাতকের জন্মের এক মাসের মধ্যে চিকিৎসা করালে অন্ধত্ব থেকে তাকে রক্ষা করা সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে অকাল মৃত্যু ঠেকাতে কাজ শুরু করে দিয়েছে। এর অংশ হিসেবে সংস্থাটি নবজাতকের শরীরের সংক্রমণ ও স্বাসকষ্ট রোধ করতে ক্যাঙ্গরু মাদার কেয়ার পদ্ধতি চালু করেছে।

বাংলাদেশ সেভ দ্যা চিলড্রেন প্রকল্প পরিচালক সাঈদ রুবায়েত বলেন, ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতি শিশুদের অকাল মৃত্যু রোধে কাজ করবে। এটি দামে কম ও সহজে ব্যবহার করা যায়। স্বাস্থ্য সেবার পরিচালক ডাঃ এসএজে মোহাম্মদ মুসা বলেন, দাতাদের সহায়তায় শিশুর অকাল মৃত্যু কমাতে সরকার বিশেষ নজর দিচ্ছে। ২০১৬ সাল থেকে দেশের ২৯ টি হাসপাতালে ও ৪ টি মেডিকেল কলেজে নবজাতকের চিকিৎসা সেবা চালু করা হবে। তাছাড়া ৬৪টি জেলায় স্বাসকষ্ট রোধে প্রশিক্ষণ দেয়া হবে নবজাতকের সেবার জন্য। এ ধরনের অকাল মৃত্যু কমাতে সঠিক পরিবার পরিকল্পনার প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

নিউ এইজ থেকে অনুবাদ করেছেন মোহাম্মদ রবিউল্লাহ ।premiebabyFlickrMikeBlyth-300x214



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি