শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় গড়ে উঠেছে অবৈধ ট্রাভেল এজেন্সি প্রতারিত হচ্ছেন বেকার হতাশাগ্রস্ত যুবকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

এইচ এম জাকারিয়া মানিকঃ
কুমিল্লা জেলাজুড়ে গড়ে উঠেছে অবৈধ ট্রাভেল এজেন্সি। চলছে রমরমা অবৈধ অর্থনৈতিক কারবার। নিয়ম-নীতি লঙ্ঘণ করে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতিবিহীন এসব ভূয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হচ্ছেন বেকার হতাশাগ্রস্ত যুবকরা। এসব প্রতিরোধে নজরে পড়েনি সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমূলক কোন কর্মকান্ড।
কুমিল্লা জেলা শহরসহ উপজেলা শহরগুলোতে অবাধে গড়ে উঠছে বাহারি নামের অবৈধ ট্রাভেল এজেন্সির শাখা অফিস। লোভনীয় শর্তে ও অফারে এসব অফিসগুলো আকৃষ্ট করছে বেকার হতাশাগ্রস্ত যুবকদের। এসব যেন দেখার কেউ নেই।
সূত্র জানিয়েছে, সরকার কর্তৃক ২০১৩ সালে জারীকৃত ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সী (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন-বিধির আওতায় ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-ফার্ম ও কোম্পানীসমূহের রেজিষ্ট্রেশন ফি’ কোড নম্বর ১-৫৩০১-০০০১-১৮১৬ খাতে নবায়ন ফি এবং বোড নং ১-১১৩৩-০০১০-০৩১১ ব্যবহার করে ভ্যাট বাবদ ৩,৭৫০ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/বাংলাদেশ ব্যাংক অনুমোদিত সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপিসহ হালনাগাদ আয়কর প্রত্যয়ন/আয়কর রিটার্ণের কপি, হালনাগাদ ট্রেড লাইন্সেন্সের কপি/রাজস্ব ষ্ট্যাম্পযুক্ত ভাড়া পরিশোধের রশিদ/অঙ্গীকারনামা, সরকারের অনুমোদন বিহীন কোন ট্রাভেল এজেন্সী বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করবে না মর্মে অঙ্গীকারনামা, আটাব এর সনদপত্রের কপি, হলফনামা এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স/এয়ারলাইন্সের সাথে চুক্তিকৃত ট্রাভেল এজেন্সী কর্তৃক প্রতিস্বাক্ষরিত (সীলযুক্ত) হিসাব বিবরণী, পূরণকৃত আবেদন ফরম পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে রেজিষ্টেশন কর্তৃপক্ষের নিকট জমা দেয়ার বিধান থাকলেও অনেক ক্ষেত্রে তা’ কাগজে-কলমেই রয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরা ট্রাভেলস এজেন্সী, ঠিকানা রহমানিয়া সুপার মার্কেট, নিউমার্কেট, দেবিদ্ধার ও মুরাদনগর মধ্যবাজার এবং কংশনগর বাজার, বুড়িচং, কুমিল্লা। রিয়েল ট্যুরস এন্ড ট্রাভেল্স, নিউমার্কেট, দেবিদ্ধার। ওমান এয়ার ট্রাভেলস, মাজেদা ম্যানশন নিউমার্কেট, দেবিদ্ধার। সরকার এয়ার ট্রাভেলস, উপজেলা রোড, রাজমোহন স্টুডিও সংলগ্ন, ব্রাক্ষণপাড়া, মডার্ণ এয়ার ট্রাভেলস, উপজেলা রোড, ইউসুফ মিয়াজী প্লাজা, ব্রাক্ষণপাড়া । ভূঁইয়া এয়ার ট্রাভেলস, উপজেলা রোড, ইউসুফ মিয়াজী প্লাজা, ব্রাক্ষণপাড়া। আর এম এইচ ট্রাভেলস, উপজেলা রোড, ইউসুফ মিয়াজী প্লাজা, ব্রাক্ষণপাড়া । সিটি লিংক ট্রাভেলস, মুরাদনগর মধ্যবাজার। লন্ডন এয়ার ট্রাভেলস, কোম্পানীগঞ্জ বাজার, মুরাদনগর, কুমিল্লা। আবুধাবী ট্রাভেলস, নবীনগর রোড, মুরাদনগর। দুবাই ট্রাভেলস, নবীনগর রোড, মুরাদনগর। জানা গেছে, ঢাকার ট্রাভেল এজেন্সিগুলোর নামেই কুমিল্লা জেলা ও উপজেলাগুলোতে রয়েছে এসব শাখা-প্রশাখা। জেলা ও উপজেলা শহরে এসব ট্রাভেল এজেন্সি ও এর শাখা অফিস পরিচালনার ক্ষেত্রে সরকারের ওইসব নির্দেশনার ন্যুনতম শর্তও মানছে না বেশিরভাগই এজেন্সির পরিচালকরা। সরকারের কোন নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত না হওয়ায় এবং সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারনে এসব অবৈধ প্রতিষ্ঠানগুলো বিনাবাধায় প্রতারণা করে আসছে। leftimg-about



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি