শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বুড়িচংয়ে সীমান্তের জিরো পয়েন্টে জমজমাট মাদক ব্যবসা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

স্টাফ রিপোর্টার,বুড়িচং
বাংলাদেশ-ভারত সীমান্তের বুড়িচংয়ে হায়দারাবাদ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় মাদক ব্যবসা ও ভারতীয় রুপি বাংলা আর বাংলাদেশের টাকা রুপি বা বাট্রা ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। এই ব্যবসা পরিচালনার করে থাকেন স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দারাবাদ জিরো পয়েন্ট এলাকার এনো মিয়ার ঘরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে থাকে। এই এলাকা কুমিল্লার বিভিন্ন এলাকা নামি দামি লোকজন মোটর সাইকেল করে গিয়ে মাদক সেবন করে থাকে। প্রতিদিন বিকাল হলে দেখা যায় নানার রঙ্গের মটর সাইকেল করে ২ থেকে ৩ জন সঙ্গী নিয়ে হায়দারাবাদ এলাকা আসে। সীমান্ত এলাকার জিরো পয়েন্টে বিজিবি টহল থাকলেও তাদেরকে ম্যানেজ করে মাদক ব্যবসা করে থাকেন ওই মাদক ব্যবসায়ী। মোঃ এনো মিয়ার তার ঘরে প্রকাশ্যে পেন্সিডিল, মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় করে থাকেন। অন্যদিকে হায়দারাবাদ এলাকা সীমান্তবর্তী হওয়া ভারতীয় রুপি বাংলা আর বাংলাদেশের টাকা ভারতীয় রুপি বা বাট্রা ব্যবসা করে থাকেন মোঃ কামরুল। এই টাকা ব্যবসার কারনে অনেকে মাদক ব্যবসা জড়িয়ে থাকেন।
এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে আলাপ করলে তারা জানায় যে, প্রতিদিন আমাদের গ্রামে বাহির থেকে অনেক লোক মোটর সাইকেল কওে আসে। যাদেরকে আমরা এলাকা আগে দেখিনি। আমাগো ছেলে মেয়েরা আজ মাদকের কারনে নষ্ট হয়ে যাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি