শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশীয় গোয়েন্দা সংস্থার উপরেই আস্থা রাখতে হবে সরকারকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

বিশেষ প্রতিনিধি : ভারত ও বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বিভিন্ন তথ্য দিয়েছে সরকারকে। তারা দুই দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন। এই সময়ে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। বাংলাদেশকে কিছু তথ্য দিয়েছেন। এনআইএর মহাপরিচালক শারদ কুমারের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দল ঢাকা পৌঁছানোর পর সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এই দলে সংস্থার উপ মহা পরিদর্শক সজীব ফরিদও রয়েছেন। ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরণে দুজন নিহত হন। এই ঘটনার পর এনআইএ তদন্ত শুরু করে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততার কথা জানায়। পাশাপাশি আন্তঃদেশীয় একটি জঙ্গি নেটওয়ার্কের তথ্য পাওয়ার কথাও জানায় তারা। তাদের দাবি, জঙ্গিরা বাংলাদেশের দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যারও ছক কষছে। এরপর বাংলাদেশে তারা তদন্ত চালানোর পরিকল্পনা করে। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার পর ঢাকায় আসে।

সূত্র জানায়, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জঙ্গীবাদ সংগঠনের কার্যক্রম চালানো ও দুই নেত্রীকে হত্যা পরিকল্পনার বিষয়টি সরকারের উপর মহলকে সতর্ক করে দেয়। দেশের গোয়েন্দা সংস্থাগুলোও এই ব্যাপারে কাজ শুরু করে। গত ২ অক্টোবর ওই বোমা বিস্ফোরণে শাকিল আহমেদ ও সুবহান মণ্ডল নামের দুজন নিহত হন। আবদুল হাকিম নামের একজন আহত হন। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, এনআইএর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া জেলায় ইসলা​মি রাষ্ট্র গড়ার ছক এঁকেছিল জেএমবি। বিস্ফোরণে জড়িত ১২ জনের চারজন বাংলাদেশের।

বিশ্বস্ত একটি সূত্র জানায়, যদিও বলা হচ্ছে ভারতীয় দলটি তথ্য আদান প্রদান করবে। যদি সেটা হয় তাহলে করতে পারে। কিন্তু মাঠ পর্যায়ে অন্য কোন গোয়েন্দাদের কাজ করতে দেওয়াটা ঠিক হবে না। এতে করে দেশের অনেক তথ্য প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে সরকার যেই সব বিষয় প্রকাশ করতে পারে না সেই সব বিষয়। আর এই কারণেই বিদেশী কোন দেশের কাছ থেকে বাংলাদেশের ব্যাপারে এই ধরনের তথ্য পেলে বিষয়গুলো দেশীয় গোয়েন্দা সংস্থাগুলো দিয়েই তদন্ত করানো প্রয়োজন। তাদের উপর পুরোপুরি আস্থাও রাখা প্রয়োজন। দেশের গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনেক যোগ্য কর্মকর্তা রয়েছে যারা এই সব ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারে ও ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারে। সাধারনতো কোন দেশ তার দেশের ভেতরে অন্য কোন দেশে গোয়েন্দা সংস্থা কিংবা কোন বিষয়ে তদন্ত সংস্থার সদস্যদের সরাসরি কাজ করার সুযোগ করে দেয় না। এই ব্যাপারেও দেশীয় সংস্থার সদস্যরা কাজ করে এরপর যতটুকু ভারতীয় তদন্ত দলকে জানানো প্রয়োজন সেটা জানবেন এবং বাংলাদেশও তাদের কাছ থেকে জানবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থাও নিবে বাংলাদেশ সরকার।

এই ব্যাপারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, এনআইএ বাংলাদেশে এসেছে এটার জন্য সরকার অনুমতি দিয়েছে। তবে তা দিলেও সরকার তাদেরকে এমন ভাবে অনুমতি দেয়নি যে তারা একা একা মাঠে কাজ করবে। বা যেখানে যেখানে তাদের যাওয়া দরকার সেখানে তারা যাবে। এই কারণে আমি মনে করি ভারতীয় তদন্ত দল আমাদের দেশের যারা কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য আদান প্রদান করবে ও কাজ করবে।

তিনি বলেন, নিয়ম হচ্ছে কোন দেশের একটি দল অন্য দেশে গিয়ে সরাসরি কাজ করতে পারবে না। যে দেশে যাবে তাদের সহযোগী হিসাবে কাজ করতে হবে। ভারতের তারা কাজ করতে হলে আমাদের টিমের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশে জঙ্গী সংগঠনের কাজের ব্যাপারে ও প্রধানমন্ত্রী, সাবেক বিরোধি দলের নেতাকে হত্যা পরিকল্পনার কথা জানানোর পর দেশীয় সংস্থা গুলো কাজ করছে। তারপরও দ্ইু দেশের টিমের মধ্যে কথা হলে তথ্য আদান হলে কাজ করতে বেশি সুবিধা হবে।

এদিকে দুই নেত্রীর জীবন হুমকির বিষয়ে কি ধরনের কাজ করছেন জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, আমরা তথ্যটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ছাড়াও এই বিষয়ে বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করারও চেষ্টা করছি। আমাদের ফোর্স কাজ করছে।

এদিকে সোমবার ভারতীয় তদন্ত দলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ভারতের সন্দেহ, ভারত ও বাংলাদেশ- দুই দেশেই দুষ্কৃতীরা রয়েছে। এদের খুঁজে বের করা দরকার। আমরা মনে করি তাদের এই আবেদন উড়িয়ে দেওয়ার মতো নয়। তারা যেসব তথ্য দিয়েছেন তা উড়িয়ে দেওয়ার মতো নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের তদন্তের দায়িত্বে থাকা এনআইএর প্রতিনিধি দলের সঙ্গে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক পরিচিতিমূলক বৈঠক করেন। সেখানে দেশের প্রায় সকল গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার প্রধান ও গুরুত্বপূর্ন কর্মকর্তারা যোদ দেন।

সচিব ও অতিরিক্ত সচিব ছাড়াও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক সামছুল হক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান মেজর জেনারেল আকবর হোসেন, পুলিশ মহাপরিদর্শক হাছান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহা পরিচালক আজিজ আহমেদ, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোখলেসুর রহমান, র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদ, গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম পরিচিতি সভায় অংশ নেন।

মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেন, দুই দেশই মনে করে, আমাদের ভূখণ্ড দুষ্কৃতীদের ব্যবহার করতে দেওয়া হবে না। আমাদের মধ্যে অল্প সময়ের বৈঠক হয়েছে। তাদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনার জন্য আমাদের ছয় সদস্যের কমিটি করা হয়েছ। তারাই আলোচনা করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বাংলাদেশের প্রতিনিধিদের কমিটির প্রধান। এদিকে, এনআইএ বর্ধমান বিস্ফোরণে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপর জিজ্ঞাসাবাদ করছে। এরমধ্যে শেখ রহতুল্লাহ সাজিদসহ কয়েকজন বাংলাদেশিও রয়েছে। গত ৮ নভেম্বর সাজিদকে কলকাতায় গ্রেপ্তার করা হয়। এরপর বলা হয়, এই ব্যক্তি জেএমবির কমান্ডার। তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জের ফরাজীকান্দায়। তার বয়স ৪০। তবে সাজিদ নামে কাউকে এখনও সনাক্ত করা না গেলেও মাসুম নামে এক ব্যক্তিকে চিহ্নিত করেছে র‌্যাব। ধারণা করা হচ্ছে, এই মাসুমই ভারতে গ্রেপ্তার সাজিদ। মাসুমের এক ভাইকেও ১১ নভেম্বর গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বর্ধমানের বিস্ফোরণের ঘটনায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ভারতের বর্ধমানে বিস্ফোরণসহ দু–একটি ঘটনায় সন্দেহভাজন কয়েকজন জঙ্গির নাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে দিয়েছে। বৈঠক চলার সময় বাংলাদেশের কর্মকর্তাদের হাতে নামগুলো দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, তারা কয়েকটি নাম দিয়েছেন। সেগুলো ভারতীয় না বাঙালি তা নিশ্চিত নয়। কারণ একেকজন জঙ্গির ১০০ নামও থাকে। তবে এগুলো এখন যাচাই করা হবে। জেএমবিসহ অন্য জঙ্গিরা যাতে এপাশে (বাংলাদেশ ) বা ওপাশে (ভারত) মাথাচাড়া দিতে না পারে, আশ্রয় নিতে বা ঘাঁটি গাড়তে না পারে, সেজন্যও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের আরো বলেছেন, ভারতের এই ঘটনায় এনআইএ মনে করে দুষ্কৃতকারীরা ভারতের হতে পারে, বাংলাদেশেরও হতে পারে। এই বিষয়ে তারা সহযোগিতা চেয়েছেন।NIA1



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি