শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঐক্যবদ্ধ প্লাটফর্মের পথে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ
৫ জানুয়ারির নির্বাচনের পর কেটে গেছে ১০ মাস। এখন দ্রুত আন্দোলনে নামা, কূটনৈতিক সমর্থন নিজেদের পক্ষে কাজে লাগানো এবং জনপ্রত্যাশা পূরণই ওই নির্বাচনে অংশ না নেয়া দল বিএনপির কাছে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে আন্দোলনে নামার দলটির ভেতরে বাইরে চাপও তত বাড়ছে। তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, আন্দোলনের তীব্র চাপ সত্ত্বেও তারা ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করছেন। দ্রুত নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে দলের অভ্যন্তরে এখন ‘স্বল্পমেয়াদি’ একটি কার্যকর আন্দোলনের চিন্তাভাবনা চলছে। এ ক্ষেত্রে ঢাকার নেতা ও দলের প্রস্তুতির পাশাপাশি আওয়ামী লীগকে একঘরে করার জন্য সক্রিয় সব দল নিয়ে আন্দোলনের একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম গঠনের ওপর গুরুত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির বিভিন্ন পর্যায়ের ভাবনা অনুযায়ী মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আগামী দুই মাসের মধ্যে তীব্র আন্দোলন গড়ে তুলতে না পারলে, পরবর্তী ফল বেশি একটা ভালো না-ও হতে পারে। তাদের মতে, দ্রুত আরেকটি নির্বাচন আদায়ে বিএনপি ব্যর্থ হলে, সাংগঠনিক শক্তি ভেঙে পড়তে পারে। নেতাকর্মীরা দীর্ঘমেয়াদে নিষ্ক্রিয় হয়ে যেতে পারেন। মামলা-হামলার ঘানি টানতে হতে পারে দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের।

বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা আলাপকালে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনের মাঠে বিপর্যস্ত দলটি খুব দ্রুত গুছিয়ে উঠছে। খালেদা জিয়ার জনসভাগুলোতে নামছে জনস্রোত। অন্য দিকে কূটনৈতিক সমর্থনও নাকের ডগায় ঝুলছে। এখন প্রয়োজন দলীয় সিদ্ধান্তের। কিন্তু কিভাবে এই জনসমর্থন ও কূটনৈতিক সমর্থন বিএনপি কাজে লাগাবে সেটাই চ্যালেঞ্জের বিষয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নয়া দিগন্তকে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন ছিল প্রহসনের। দ্রুত আরেকটি নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে না। সেই লক্ষ্যেই বিএনপি এগিয়ে চলছে।

বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, জনগণ আন্দোলনের জন্য মুখিয়ে আছে। চেয়ারপারসনের সাম্প্রতিক জনসভাগুলোতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে, জনগণ এই সরকারের ওপর কতটা ুব্ধ। তিনি বলেন, সরকার পতনে খুব শিগগিরই বিএনপির আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে। আর সেই আন্দোলনে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়া এখন রাজধানী ঢাকাতে কঠোর আন্দোলন গড়ে তোলার বিষয়ে বেশি মনোযোগী। ঢাকার আন্দোলনের বিষয়ে তার কাক্সিক্ষত চাহিদার কথা দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতাদের পাশাপাশি জোটের নেতাদেরও ইতোমধ্যে তিনি অবহিত করেছেন। বিগত সময়ের মতো যেন ‘ঢাকার আন্দোলন ব্যর্থ ও নিষ্ক্রিয়’ না হয় সে বিষয়ে নানা দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।

জানা গেছে, খালেদা জিয়া ৫ জানুয়ারির আগের আন্দোলনে ঢাকার ব্যর্থতাকেই মূল হিসেবে দেখছেন। একই সাথে তিনি নতুন করে শুরু হতে যাওয়া আন্দোলনে ঢাকা আর ব্যর্থ হবে না বলেও তৃণমূল নেতাকর্মীদের আশ্বস্ত করছেন। দলের শীর্ষ নেতাদেরও মাঠে সক্রিয় ভূমিকা রাখার তাগাদা দিয়ে যাচ্ছেন।

সূত্র অনুযায়ী, রাজধানী ঢাকায় শক্তিশালী আন্দোলনের নেটওয়ার্ক গড়ে তুলতে সমন্বিত একটি কর্মপন্থা নিয়ে কাজ শুরু করেছে বিএনপি। দলের নীতিনির্ধারকদের নিয়ে গঠিত একটি কমিটি এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে।

ঢাকাকে আন্দোলনের দুর্ভেদ্য দুর্গ করার পদপে হিসেবে মহানগর বিএনপিকে পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল।

জানা গেছে, আওয়ামী লীগ ছাড়া সক্রিয় সব রাজনৈতিক দল নিয়ে আন্দোলনের ঐক্যবদ্ধ ‘প্লাটফর্ম’ গঠনের তৎপরতাও শুরু করেছে বিএনপি। দলটি মনে করছে, সরকারের ‘হার্ডলাইন’ মোকাবেলায় এই প্লাটফর্ম মোক্ষ ‘অস্ত্র’ হতে পারে। বাম-ডান সব দল মিলে আন্দোলনের সূত্রপাত হলে জনসমর্থন যেমনি কাজে লাগানো যাবে, তেমনি সরকারকেও তীব্র চাপে ফেলা যাবে।

এ দিকে রাজপথের আন্দোলনের পাশাপাশি কূটনৈতিক সমর্থন কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে নানা চিন্তাভাবনা চলছে। গত সপ্তাহে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে একটি বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের অবস্থান সম্পর্কে বিএনপির তরফ থেকে অবহিত করা হয়েছে। বৈঠকে কূটনীতিকরা গণতন্ত্রের স্থিতিশীলতার স্বার্থেই দ্রুত একটি সংলাপের পরিবেশ সৃষ্টির পক্ষে তাদের মতামত তুলে ধরেছেন।

ওই বৈঠকে উপস্থিত এক নেতা জানিয়েছেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রভাবশালী দেশগুলোর নেতিবাচক মনোভাবে পরিবর্তন এসেছে বলে সরকারের তরফ থেকে যে কথা বারবার বলা হচ্ছে, তার সাথে আসলে বাস্তবতার কোনো মিল নেই।87052_1-2



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি