শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মওলানা ভাসানীর শেষ দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৪

ড. আফিফুর রহমান : আমি তখন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের ছাত্র। ফোর্থ ইয়ারের পরীক্ষার আগে হটাত আব্বা মারা গেলেন। পাকিস্তানি সৈন্যদের হাতে ৭১ সনে প্রচন্ড মার খেয়ে ছিলেন, ওরা সন্দেহ করেছিল কাপ্তাই লেকে একটা পাকিস্তানি গানবোট ডুবানোর জন্যে আব্বা সংবাদ দিয়ে মুক্তিদের সহায়তা করেছেন। আব্বা তখন পার্বত্য চট্টগ্রামে মাইনিমুখ ফরেস্ট অফিসের রেঞ্জার। তার অফিসের সামনের লেকে এই অভিযানটি চালিয়েছিল মুক্তিযোদ্ধারা। সামরিক রিমান্ডের অত্যচার বাবার শরীর নিতে পারেনি। মাত্র ৪৮ বছর বয়সে আল্লাহর কাছে ফিরে গেলেন বাবা ( রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানী সাগীরা ) আমি সবার বড়, ১২ ভাইবোন আর মাকে বাচাতে আমার পড়াশুনার বাইরেও কয়েকটি চাকুরী করতে হত ।

আমার ক্লাস মেটগুলি ছিল সব হাজী মোহাম্মদ মহসিনের ক্লোন । মুক্তিযুদ্ধে শহীদ, সিলেট মেডিকেল কলেজের প্রফেসর শামসুদ্দিন আহমেদ যাকে পাকিরা গুলি করে মেরেছিল, কারণ তার ছবি ছিল পত্রিকায় — মুক্তিযুদ্ধের মিছিলে, কারণ তিনি ভেগে যেতে চান নি, বলেছিলেন- আমি চলে গেলে আমার ছেলেরা গুলি খেয়ে আসলে কে ওদের বাচাবে ? কলেজের অপারেশন থিয়েটারে রোগীর সার্জারী চলাকালীন অবস্থায় পাকিস্তানিরা ব্রাশ ফায়ার করে, হাসপাতালের ডোমরা তাদের ৬ জনকে কবর দিয়েছিলেন। পাকিস্তান না বাচলে ইসলাম বাচবেনা তাই নির্বিচার মুসলমান গণহত্যা !! তাদেরকে পথ দেখিয়ে এনেছিলো মেডিকেলেরই একজন। এই ঘটনা ৭১ এর ৯ই এপ্রিলের। সরি, মাফ করবেন, ধান বানতে শিবের গীত গেয়ে ফেলার বদভ্যাসের জন্যে।

০১

আমার বাবার মত অকালে আল্লাহর কাছে চলে যাওয়া শহীদ অধ্যাপক শামসুদ্দিন আহমেদ এর মেঝো ছেলে আমার ক্লাসমেট, রুমমেট অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ সাদেক, (নেফ্রলোজিস্ট ) এখন ফিলাডেলফিয়া তে একটি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল — ওরা বলে প্রেসিডেন্ট। দৈনিক বাংলার মেডিকাল রিপোর্টার গোলাম সাকলাইন ভাই আমেরিকা চলে যাওয়ার সময় চাকুরিটি সাদেককে দিয়ে দেন, সাদেক আমার আর্থিক দৈন্যতার কথা জানতো, ভালো লিখতেও পারতো, কিন্তু ইসলামের ইতিহাসের গল্প আছেনা ? – যে মরার সময় নিজের পানি অন্য মুমুর্ষ কে খাইয়েছিল, তেমনি তার জবটি দিয়ে দিল আমাকে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার তখন বিটিভিতে সপ্তবর্না অনুষ্ঠান করতেন, আমাকে দিয়ে অনেক চুটকি বলিয়েছেন তার অনুষ্টানে, তখন বুঝতাম এই অদ্ভুত দরাজ দিলের সেরা মানুষটি নিশ্বব্দে আমাকে অতিরিক্ত প্রোগ্রাম দিতেন যাতে আমার সংসার চলতে পারে। এর মধ্যে মরা মানুষের মাংশ খাওয়া খলিলুল্লাহর সংবাদটি করে দৈনিক বাংলা বিচিত্রার বড় বড় নামকরা সাংবাদিকদের স্নেহের নজরে পরেছিলাম। বিচিত্রা সম্পাদক শাহাদাত চৌধুরী আমাকে দিয়ে অনেক গুলি প্রচ্ছদ কাহিনী করিয়েছিলেন, নেশার জগত, ঢাকার পতিতালয়, শিশু হাসপাতাল,– যে রিপোর্টগুলি তৎকালীন সরকার এবং এনজিও রা আমলে নিয়েছিলেন। যতদুর মনে পরে বিচিত্রার প্রথম দিককার অনুসন্ধানী রিপোর্টটি আমার করা ছিল, যার জন্যে আমরা উকিল নোটিস পেয়েছিলাম। কিন্তু পাল্টা আমাদের রিপোর্টের পরে কেস করেননি তারা, যাতে রঙ্গীন বেড়াল বেরিয়ে না পড়ে। মেডিক্যাল রিপোর্টার হলেও আমাকে একটা স্টাফ রিপোর্টারের ভাব নিয়ে চলতে দিতো বিচিত্রার শাহরিয়র কবির র্ভাই, মুনতাসির মামুন ভাই, চিন্ময় মুতসুদ্দী ভাই, মাহফুজ আনাম ভাই,সাজজাদ কাদির ভাই, দৈনিক বাংলার করিম ভাই, তারা ভাই, খোকা ভাই, খালেক ভাই, আহমেদ নুরে আলম ভাই, নির্মল সেন দা, সুনীল দা, আলী আশরাফ ভাই, জহির ভাই, হেদায়েত হুসেন মোরশেদ ভাই, হাসিনা আপা, সম্পাদক নুইপা, পরবর্তিতে কবি শামসুর রহমান এবং আহমেদ হুমায়ুন ভাই .

০২

এতবড় আত্মপ্রচারণা করার একটা কারণ আছে, এখন যে সত্য কাহিনীটি বলতে যাচ্ছি তা অনুধাবন করতে হলে সাংবাদিক হিসাবে আমার অবস্থানটি আগে ভাগে বুঝতে হবে। ঘটনাটি ঘটেছিলো আজকের তারিখে ১৭ই নভেম্বর, ১৯৭৬ সন। শুরুতেই বলেছি আমি তখন ঢাকা মেডিক্যালের শেষ বর্ষের ছাত্র।

মৌলানা ভাসানী তখন বার্ধ্যক্য জনিত কারণে অসুস্থ, ঢাকা মেডিক্যালের কেবিনে ভর্তি। দৈনিক বাংলা বিচিত্রা অফিসে ঢুকলে প্রায় সবাই জিগ্যেস করতেন, মৌলানা কেমন আছেন ? সম্পাদক আহমেদ হুমায়ুন ভাই একদিন তার অফিসে ডেকে নিয়ে বললেন, রোজ ওনার স্বাস্থ্যের খবর নেবে।

বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ইউসুফ আলী স্যার মওলানা ভাসানীর চিকিৎসার জন্যে গঠিত বোর্ড প্রধান ছিলেন। তার রেজিস্টার ডাক্তার জয়নাল ভাই যিনি অধিকাংশ সময়ই মওলানার কেবিনে ডিউটি করতেন, তার কাছ থেকেই আমি ওনার স্বাস্থ্যের বিস্তারিত খবর পেতাম, অনেক স্নেহ করতেন আমাকে, এখন কোথায় আছেন জানিনা। সেই ১৭ তারিখ আজকের দিনে মাগরেবের পর আমাদের কলেজ বিল্ডিং থেকে হাসপাতালে ঢোকার সময় দোতলার সিড়ির কাছে জয়নাল ভাই দাড়ানো, আমাকে করিডোরে দূর থেকে দেখে অপেক্ষা করছেন। বললেন, “আরিফ এইমাত্র মওলানার কেবিন থেকে আসলাম, সব স্যারদের খবর দাও, মওলানা ভাসানী ইন্তেকাল করেছেন, আমি আবার কেবিনে ফিরে যাচ্ছি।”

সাংবাদিকতা করতে টেলিফোন লাগে, তখনকার দিনেতো ফোন করা এত সহজ ছিলনা। আমার সাথে হাসপাতালের অপারেটরদের খাতির ছিলো, জয়নাল ভাই জানতেন, উনি লাইন নিয়ে যত আগে স্যারদের খবর দেবেন তার আগেই আমি সেন্ট্রাল থেকে সবাইকে জানাতে পারবো। মানুষ তো স্বার্থপর হয়, আমিও তাই সর্বপ্রথম লাইন লাগলাম- দৈনিক বাংলায়। নিউজ এডিটর ফজলুল করিম ভাই টেলিফোন ধরে আমার সংবাদ শুনেই এমন চিৎকার মারলেন,–“ভাসানী মারা গেছে” সারা অফিসের সবার বিস্ময় আর শোক আর শক সব মিলিয়ে আর একটা প্রতিধ্বনি শুনলাম মনে হলো।

সব স্যারদের খবর দিয়ে যখন কেবিনের দিকে যাচ্ছি, তখন দেখি হন্তদন্ত হয়ে অপারেশন থিয়েটার থেকে সার্জারির হলিউডের হিরোদের মত চেহারার অধ্যাপক মতিয়র রহমান এফ আর সি এস স্যার কেবিনের দিকে যাচ্ছেন, প্রায় একই সঙ্গে আমরা মওলানার কেবিনে ঢুকলাম, দেখি মওলানা ভাসানী তখনো বিছানাতে, জয়নাল ভাই এবং আরো কয়েকজন ডাক্তার পাশে দাড়ানো, কোনার দিকে মওলানার বৃদ্ধা স্ত্রী, অত্যন্ত দরিদ্র দর্শনে। মতিয়র রহমান স্যার বললেন, তাড়াতাড়ি পেসেন্ট কে মাটিতে নামাও। ইতিমধ্যে সব স্যাররা এসে গেছেন। দরজার কাচে নক শুনে দেখি দৈনিক বাংলার রিপোর্টার, ফটোগ্রাফার গোলাম মাওলা ভাই, কামরুজ্জামান ভাই, আমাকে ইশারা করছেন, দরজা খুলে দাও,– ছবি তুলব মৃত ভাসানীর। এত তাড়াতাড়ি তারা এলেন কেমন করে ? মওলানাকে মাটিতে শুইয়ে মতিয়র রহমান স্যার রিসাসটিকেসন শুরু করলেন, “জয়নাল, ফ্লুইড লাইনটি ফুল খুলে দাও, ইন্ট্রাকার্ডিয়াকটা দাও তো আমার হাতে, আর সাথে চলছে কার্ডিয়াক ম্যাসাজ।

আমি ঘাবড়ে গেলাম, সবাইকে খবর দিলাম উনি মারা গেছেন, পত্রিকার স্টাফরা দরজা ধাক্কাচ্ছেন, আর স্যাররা ভাসানীর হৃদপিন্ড ধাক্কাছেন, সচল করার জন্যে। হচ্ছেটা কি ? এর মধ্যে মতিয়র রহমান স্যার মওলানার গালে হাতের তালু দিয়ে থাপরের মত আস্তে আস্তে স্পর্শ করে বলতে শুরু করেছেন, ‘ হ্যালো, মৌলানা, গুড ইভিনিং, হাউ আর ইউ নাউ, কেমন বোধ করছেন ?” স্যার ব্রিটেনে বহুদিন থাকার জন্যে ইংরেজি এবং ক্লাসিক ব্রিটিশ চাল চলন ছিল তার। আবার মৃদু থাপর, “গুড ইভনিং, হাউ ডু ইউ ফীল ?” কে জেনো একজন বললো, স্যার, ওনাকে হুজুর বলেন। “ও সরি, জি সালাম আলাইকুম হুজুর, কেমন লাগছে এখন আপনার ? ”

ওনার কি লাগছিলো তাতো আমি জানিনা, কিন্তু আমার লাগছিল পাগলের মত । গোলাম মাওলা ভাই দরজা ধাক্কাচ্ছেন আমার দিকে ইশারা করে. আমি ভাবছি এতবড় নেতার মৃত্যর সংবাদ দিলাম সবাইকে, অথচ উনি মরেন নাই ! পরবর্তী ঘটনাগুলি চিন্তা করে ঘাবড়ে গেলাম, অনুভব করলাম মাথা থেকে ঘাম ঝরনার মত পিঠের শিরদাড়ার খাদ বেয়ে নীচের দিকে নামছে পা পর্যন্ত স্রোতস্বিনীর মতো। এরকম অবস্থানে আপনি কি করতেন ?

সব রাস্তা বন্ধ হয়ে গেলে যে রাস্তায় মানুষ যায় সেটাই করলাম। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলাম, “আল্লাহ আপনি জানেন মওলানা খুব ভালো মানুষ, কিনতু এখন যা হচ্ছে তাতে আমার কি হবে তাও আপনি ভালো জানেন। কোনো একদিন তো আমাদের সবাইকে যেতেই হবে আপনার কাছে এবং আমাকেও। এখন কিছু একটা কি করা যায় আল্লাহ ? আপনি তো জানেন আল্লাহ আমি আপনাকে খুব ভালবাসি আবার খুব ভয় করি, অনেক কথা তো ইশারাতে বুঝে নিতে হয়, সব কথা তো আর খুলে বলা যায়না, ও আল্লাহ ” জয়নাল ভাই বললেন, কার সাথে কথা বলছ ? না কিছুনা। মতিয়র রহমান স্যার গালে হালকা ভাবে মেরে মেরে বলেই চলছেন, “হুজুর, সালাম আলাইকুম, কেমন আছেন, কেমন লাগছে এখন ?” বেড সাইড মেডিসিনের দুই কিং ইউসুফ আলী স্যার আর কাদরী স্যার দাড়িয়ে দেখছিলেন, দুজনে প্রায় একসঙ্গে বলে উঠলেন, “মতি, এখন ছেড়ে দাও, উনি আর আসবেন না।” ঘর্মাক্ত, ক্লান্ত, বিধ্ধস্ত মতিয়র রহমান স্যার বললেন, ” জি স্যার, হুজুর আসলে চলে গেছেন ।”

খুলে গেলো কেবিনের দরজা, ক্রন্দন রত হাজার হাজার মানুষ সব স্তরের, বিশেষ করে অতি দরিদ্র মানুষের ভিড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জনারণ্য হলো মুহুর্তের মধ্যে।

পরের দিন দৈনিক বাংলার সম্পাদকীয় লেখা হয়েছিলো এই ভাবে, ” আমাদের মেডিক্যাল রিপোর্টার আরিফ যখন টেলিফোনে জানালো, মওলানা ভাসানী আর নেই, আমাদের বিশ্বাস হয়নি, কারণ এভাবে তার মৃত্যুর খবর আরো অনেকবার বেরিয়েছিলো, যা সত্যি ছিলনা। এবারেও ভেবেছিলাম তা মিথ্যা, কিন্তু আরিফের দুসংবাদ সত্যি হলো”,সম্পাদক আহমেদ হুমায়ুন ভাই দুইবার আমার নাম লিখেছিলেন।

আল্লাহ মওলানা ভাসানীকে জান্নাতুল ফেরদাউসের সর্বোত্তম জায়গাটি দান করুন।

১২ ডিসেম্বর ১৮৮০ সনে জন্ম নেয়া দেওবন্দের ছাত্র আব্দুল হামিদ হামিদ খান ভাসানী পাবনা সিরাজগঞ্জের ধানগারা গ্রামে জন্ম গ্রহণ করেছিলেন, তার পিতা ছিলেন শরাফত আলী খান। তিনি নেতা হিসাবে তার বৈশিষ্ঠতা ছিল অনেক, তিনি ব্রিটিশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিন রাজত্বে রাজনীতি করেছেন। উনি ইসলামিক সমাজতন্ত্রের কথা বলতেন। এজন্যে অনেকে তাকে রেড মওলানা ডাকতেন। ১৯৪৯ সনের ২৩ শে জুলাই তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, তিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট। ৩১ সে জানুয়ারী ১৯৫২ সনে তিনি সর্বদলীয় ভাষা আন্দোলন কমিটি গঠন করেন। ৪ঠা ডিসেম্বর ১৯৫৩ সনে মুসলিম কথাটি কেটে তার তৎকালীন দলের নাম দেন আওয়ামী লীগ। ১৯৫৭ সনের ৭-৮ ফেব্র“য়ারী আওয়ামী লীগের কাগমারী সম্মেলনে প্রকাশ্যে পশ্চিম পাকিস্তানিদের সাথে আর বনবেনা বলে বিদায় জানান “আস সালামু আলাইকুম” বলে। ১৯৬৭ সনে পাকিস্তান সরকার কবি রবীন্দ্রনাথ কে নিষিদ্ধ করলে তিনি তার প্রতিবাদ করেন। ১৯৬৯ সনে বঙ্গবন্ধুর বিরুদ্ধে করা আগরতলা ষড়যন্ত্র মামলা উঠিয়ে নেয়া এবং তাকে মুক্ত করার আন্দোলন শুরু করেন যাতে তোফায়েল আহমেদের নেতৃত্বে সমস্ত ছাত্ররা অংশগ্রহন করেন এবং শেষতক আইয়ুব খানের পতন হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্ত হন। বাংলাদেশ মুক্ত করার ব্যপারে ১৯৫৭ সনে তার দেয়া পাকিস্তানিদের প্রতি বিদায়ী সালাম জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পুর্নাগতা লাভ করে।

আজকে ভাসানীর মৃত্যু দিবসে তার মতো আরো যারা এই দেশটিকে ভালবাসতেন, নাম না জানা যে মুক্তিযোদ্ধারা মায়ের কোলে আর ফিরে আসেননি, অজানা অচেনা নিরীহ হিন্দু মুসলমান যাদেরকে পাকিস্তানিরা হত্যা করেছে বাঙালী বলে, যাদের লাশ বন্য জন্তুরা খেয়েছে, নদীতে ভেসেছে, তাদের সবার জন্যে মওলানা ভাসানীর মৃত্য দিবসকে জাতীয় দোয়া দিবস হিসাবে পালন করা যায় কিনা সংশ্লিস্ট নেতাদের ভেবে দেখতে অনুরোধ জানাচ্ছি। কত রকম আজব দিবস আমরা পালন করি, আমাদের জাতীয় জীবনে যুক্ত হোক আর একটি দিবস-দোয়া দিবস। এই দিনটিতে আমরা মৌলানা ভাসানীর মতো যারা শুধু দেশের জন্যে দিয়ে গেছেন, বিনিময়ে কিছু পাননি তাদের জন্যে দোয়ার মাধ্যমে আমরা পাঠাই আমাদের ভালবাসা আর শ্রদ্ধা। বাংলাদেশ যতদিন থাকবে, তোমরাও থাকবে আমাদের হৃদয়ে এস এ নোডের মতো, যেখান থেকে উৎসরিত হয় হৃদস্পন্দন।1382232_10152811575174350_1255982719089925228_n 250226_10204780908469804_8666764523185278433_n



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি