শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মন্ত্রিসভার রদবদল হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১১.২০১৪

 

 

523311091

পূর্বাশা ডেস্কঃ
সরকারের একবছর পূর্তিতে মন্ত্রিসভায় রদবদল হবে এমন জোর গুঞ্জণ চলছে। মন্ত্রিসভার সদস্যদের বিগত একবছরের সার্বিক কর্মকাণ্ড মূল্যায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রদবদল করবেন বলে আভাস দিয়েছেন একাধিক সূত্র। মন্ত্রিসভার রদবদলের গুঞ্জণ নিয়ে আওয়ামী লীগসহ মহাজোট শরিক দলগুলোর মধ্যে নানান আলোচনা ও কৌতুহল দেখা দিয়েছে। অনেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন।

একাধিক সূত্র জানায়, মন্ত্রিসভার রদবদল যাই হোক না কেন, আওয়ামী লীগের প্রভাবশালী ১০ নেতাকে সাইড লাইনে থাকতে হচ্ছে। এই ১০ জন যে মন্ত্রিসভায় ঠাঁই পাবেন না সে কথা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭ জন সাংগঠনিক সম্পাদককে মন্ত্রী করা হবে না। তারা দল গোছাবেন। সাংগঠনিক শক্তি মজবুত করবেন। এদেরকে মন্ত্রী করা হলে দলের ক্ষতি হবে।

শেখ হাসিনার এই ঘোষণার সত্যতা স্বীকার করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। তিনি এই প্রতিবেদককে বলেন, দলের যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মন্ত্রিসভায় নেওয়া হবে না সে কথা সভানেত্রী আমাদের জানিয়ে দিয়েছেন।
উলে¬খ্য আওয়ামী লীগের ৩ জন যুগ্ম সম্পাদক হলেন, ডা. দীপু মনি এমপি, মাহাবুব উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি।

সাংগঠনিক সম্পাদকরা হলেন, আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, বি এম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, এড. মেজবাউদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও বীর বাহাদুর এমপি। এদের মধ্যে বীর বাহাদুরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। সূত্র মতে মন্ত্রিসভা বদবদলে বাদ পড়তে পারেন বীর বাহাদুর। তার পরিবর্তে দিপংকর তালুকদারকে ফের মন্ত্রিসভায় দেখা যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি