শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫৬, ৬২ কিংবা ৮৬ সালের রেকর্ড শুনিয়ে জনগণের নেতৃত্ব হাসিল করা সম্ভব নয় : মোঃ গোলাম মাওলা রনি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ
বাঙালি জাতি হিসেবে আমাদের গর্ব হল বাংলা ভাষা। বাংলাদেশের রাজনীতিবিদদের যদি বাংলা ভাষা, ব্যাকরণ, ইঙ্গিত, অভিব্যক্তিসহ প্রভৃতি সম্পর্কে জ্ঞান না থাকে, তবে,সেই রাজনীতিবিদ কীভাবে বৃহৎ বাঙালি জাতিকে নেতৃত্ব দেবেন? অন্যদিকে পৃথিবীর বুকে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে শতকার নব্বই ভাগ মানুষই মুসলমান। যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ সেই দেশে রাজনীতি করতে হলে তাকে অবশ্যই কোরআন, ইজমা, কিয়াসসহ ইসলামের অনেক বিষয় সম্পর্কে অবগত হতে হবে। প্রকৃতপক্ষে বাংলাদেশের ধর্মতত্ত্ব সম্পর্কে যদি রাজনীতিবিদের ধারণা না থাকে, তবে নেই রাজনীতিবিদের নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন ওঠবে। যদি সেইসব রাজনীতিবিদ ৫৬, ৬২ কিংবা ৮৬ সালের রেকর্ড বারবার জনগণকে শোনানোর চেষ্টা করা হয়, তবে জনগণ নেই রাজনীতিবিদের নেতৃত্ব বাধ্য হয়ে মেনে নিচ্ছে। প্রকৃতপক্ষে অন্তরের অন্তঃস্থল দিয়ে কখনই স্বীকার করবে না।
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোঃ গোলাম মাওলা রনি চ্যানেল আইয়ের ‘তৃতীয়মাত্রা’ অনুষ্ঠানে একথা বলেন। জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী ড. মীজানুর রহমান শেলী।
গোলাম মাওলা রনি বলেন, বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তবে সর্বাগ্রে বাংলা এবং বাংলা ভাষাকে জানতে হবে। বাংলার ইতিহাসে অনেক বড় বড় রাজা বাংলাকে শাসন করলেও কেউ বেশি দিন টিকতে পারেনি। ক্ষমতা স্থির নয় এ্টা সবসময় ঘুরতে থাকে। কেউ আজীবন তার চেয়ারে বংশপরম্পরায় টিকে থাকতে পারে না। তাই বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ঘটবে এবং একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আগামী দিনে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চলছে তা থেকে উত্তরণ দুভাবে হতে পারে। প্রথমত ধীরগতি অথবা ঘটনা-দুর্ঘটনা, অনুঘটনার মাধ্যমে পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক, ভূতাত্ত্বিক অথবা বিশ্বরাজনীতির প্রেক্ষপটের উপর নির্ভর করছে। সব শেষ কথা বর্তমানে বাংলাদেশে যে রাজনীতির আবহাওয়া বিরাজ করছে তা এরকম কখনই থাকবে না।vlcsnap-2014-11-17-16h28m00s217



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি