মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় খালেদা জিয়ার জনসভার মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু হবে – সাবেক এমপি গফুর ভূইয়া


কুমিল্লায় খালেদা জিয়ার জনসভার মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু হবে – সাবেক এমপি গফুর ভূইয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৪

এইচ এম মহিউদ্দিনঃ
কুমিল্লায় খালেদা জিয়ার জনসভার মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু হবে। সরকার পতনের আন্দোলনের কার্যক্রম দেখে বিএনপি নেতাদের গ্রেফতার করছে। আজ শুক্রবার কুমিল্লাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্র-ছাত্রী ফোরাম কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লায় শুভাগমন উপলক্ষে বিকেলে কুমিল্লা জেলা বিএনপি’র কার্যালয়ে পরামর্শ ও আলোচনা সভায় প্রধান অতিথি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূইয়া সম্পতি একটি জেলা বিএনপি’র মিটিংএ বলেছিলেন আমার শ্রদ্বেয় বড় ভাই আবদুল গফুর ভূইয়ার ¯েœহ ব্যক্তি হিসেবে কাছে রেখেছেন। আমাদের কিছু ভূল বোঝাবুঝির কারনে আমরা অনেকদিন একে অপর থেকে দূরে ছিলাম। আমি আজ ঘোষনা করেছি নাঙ্গলকোট উপজেলা বিএনপিতে আর কোন গ্রুপিং থাকবে না।আমি আমার বড় ভাই আবদুল গফুর ভূইয়াকে নাঙ্গলকোটের উন্নয়নের জন্য আমি সরে দাঁড়ালাম। আগামী ২৯ তারিখে দলনেত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লায় আগমন উপলক্ষে আমার ব্যক্তিগত কোন গ্রুপিং বা ব্যানার থাকবে না। সকল দিক নির্দেশনার জন্য আমার বড় ভাই আবদুল গফুর ভূইয়া কার্যক্রম চালিয়ে যাবে। আমিও তাহার পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাব। এতে তাহার এই বক্তব্যে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে আওয়ামী সরকার ষড়যন্ত্র করে মোবাশ্বের কে গ্রেফতার করেছে। আমি আওয়ামী সরকার কে বলতে চাই মোবাশ্বের আলম সহ বিএনপি’র সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে কারাবন্দি সকলকে মুক্তি দিতে হবে।
আলোচনা সভায় জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি মোঃ সালেহ আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলার সাবেক এমপি আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গকোট উপজেলা বিএনপি নেতা এড. আবদুল হামিদুল হক, মোঃ নজির আহমেদ ভূইয়া, কেন্দ্রিয় যুবদলের সদস্য আবদুল মমিন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক অধ্যাপক মোঃ মাহবুব, মক্রবপুর ইউনিয়নের চেয়ারম্যন মাজহারুল ইসলাম ছুপু, মোঃ ইলিয়াছ ভূইয়া, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান মোঃ কলিমুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক খোরশেদ আলম, জেলা কৃষকদলের নেতা মোঃ আবুল কালাম আজাদ, বিএনপি নেতা শহিদ উল্লাহ কাশেম, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আজিমুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, মোঃ আফজাল হোসেন, কাজী বেলাল, ফরহাদ হোসেন, ছাত্রনেতা, মাসুদ, শিমুল, ইয়াকুব আলী, মাসুম বিল্লাহ,সাইফুল, মাসুদ, সিরাজ, ওমর, ইলিয়াছ, জুহুরুল, সাইফুল ইসলাম, কামরুল, মামুন, পলাশ,মাকসুদ, মনির, নাছির প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন (রবিন)।mp gofur 21--11-14



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি