শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দলীয় প্রধানের ইচ্ছাই সব


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

বিশেষ প্রতিনিধি : দেশের চলমান রাজনীতি নিয়ে সব মহলেই রয়েছে নেতিবাচক মনোভাব। খোদ যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত তারা প্রকাশ্যে কিছু বলতে না পারলেও চলমান রাজনীতি নিয়ে তাদের মনোভাব অনেকটা সাধারণ জনতার মতই। দলীয় পদ-পদবি হারানোর ভয়ে অফদা রেকর্ডেই অনেকে দলীয় কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করে থাকেন।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টি, একাধিকবার ক্ষমতায় থাকা বিএনপি, বামদল কিংবা ডানপন্থী সকল দল চলছে দলীয় প্রধানের ইচ্ছার ওপর। প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি গঠনতন্ত্র থাকলেও সেটি এখন “ কেতাবে আছে, গোয়ালে নেই” প্রচলিত প্রবাদের মতই। মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার ইচ্ছার ওপর। তিন বছর পর পর দলটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলেও নেতাকর্মীদের পছন্দে কখনই কেন্দ্রীয় কমিটি গঠিত হয়নি। শেখ হাসিনা যে কমিটি ঘোষণা দেন সেটি কেবল হাতে তালি দিয়ে সমর্থন দেওয়া আর রাজধানী দর্শন ছাড়া তাদের কোনও মতামত প্রদানের সুযোগ নেই। কেন্দ্রীয় কমিটির মতো জেলা, উপজেলা ও থানা কমিটির প্রধান পদগুলো ঘোষণা করা হয় শেখ হাসিনার নির্দেশে। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৯ ডিসেম্বর। তবে এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। দলের সর্ব্বোচ নীতিনির্ধারক সভাপতিমণ্ডলীর ২টি সহ কার্যনির্বাহী কমিটির মোট ৩টি পদ এখনও শুন্য রয়েছে। উপদেষ্টা পরিষদের প্রায় অর্ধেক পদই এখনও শুন্য। কবে এসব শুন্য পদ পূরণ হবে তা কেউ জানেন না। এ নিয়ে দলের কোনও নেতাই মুখ খুলতে নারাজ। আওয়ামী লীগের মতো দলটির সব সহযোগী সংগঠনের কমিটিও গঠিত হয় শেখ হাসিনার নির্দেশে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলে আগের কমিটি বাতিল হয়ে যায়। তবে অদ্ভুত নিয়মে ঢাকা মহানগর কমিটি এখন আগের নেতৃত্ব রয়ে গেছে। এ নিয়ে মহানগর নেতাকর্মীদের মাঝে প্রচণ্ড ক্ষোভ থাকলেও প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করছেন না।

আওয়ামী লীগের মতো বিএনপি ও জাতীয় পার্টি পরিচালিত হয় খালেদা জিয়া ও এরশাদের ইচ্ছায়। বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিবের কথা বলা নেই। তবে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত মহাসচিবই দায়িত্ব পালন করছেন। কবে তিনি ভারমুক্ত হবেন তা কেউ জানেন না। বিএনপির কেন্দ্রীয় কমিটির মতো জেলা, উপজেলা ও থানা কমিটিও প্রধান পদগুলো পূরণ করা হয় খালেদা জিয়ার নির্দেশে। দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের নিজস্ব গঠনতন্ত্র থাকলেও এর সংগঠনটি পরিচালিত হয় খালেদা জিয়ার নির্দেশে। কাউন্সিল ছাড়াই ছাত্রদলের কমিটি ঘোষণা হয় খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে।

একই অবস্থা জাতীয় পার্টিতেও। দলটির প্রধান এইচএম এরশাদ যখন যাকে খুশি মহাসচিব করেন। মন চাইলে আবার তাকে বাদ দিয়ে নতুন কাউকে মহাসচিব করেন। বাম রাজনৈতিক দল কিংবা ইসলামী দলগুলোতেও সাধারণ নেতাকর্মীদের মতামতের কোনও গুরুত্ব নেই। নিয়ম রক্ষার নামে কোনও কোন দলের কাউন্সিল অনুষ্ঠিত হলেও সাধারণ কর্মীদের পছন্দে কখনই কেন্দ্রীয় কমিটি গঠিত হয়নি। অনেক দল রয়েছে যারা যুগের পর যুগ কাউন্সিল করেন না। প্রেস রিলিজের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দলগুলো সংসদ নির্বাচনে কখনই তৃর্ণমূল নেতাকর্মীদের পছন্দে মনোনয়ন দেয়নি। দলীয় প্রধানের পছন্দেই মনোনয়ন প্রদান করা হয়।image_655_1511601



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি