শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদি কি কংগ্রেসের পথেই হাঁটবেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

e98bd7e0-9a95-4ad4-b4f8-101c053c81091খাজা মাইনুদ্দিন : তিস্তা চুক্তি, সীমান্তে হত্যা বন্ধসহ বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশের বাঁধা দূরীকরণে কোন উদ্যোগ নেই ভারত সরকারের। এ ধরনের অনেক অমীমাংসিত বিষয়ে ঝুলে আছে দু’দেশের সর্বোচ্চ পর্যায়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লির মসনদ ঢাকার দিকে কোন পরিবর্তন আনবেন কি না এমন প্রশ্ন ঘুরছে জনমনে।

ভারতের কংগ্রেস সরকারের সাথে বাংলাদেশের আ’লীগ সরকার যে বন্ধন তৈরি করেছে সেটি কি ধারাবাহিকতা বজায় রেখে বিজেপির সাথেও থাকবে না পরিবর্তন আসবে? বিচক্ষণ ব্যক্তির উত্তর হবে, দুইটি গনতান্ত্রিক দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক ও বন্ধন অটুট থাকবে এটা সবাই চায়।

ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রয়োজন মোদি প্রশাসনের সমর্থন আর যদি এটি না দেয়া হয় তবে বর্তমান সরকারের জন্য এটি একটি অস্বস্তিকর সমীকরণ হবে।

দিল্লি চায় বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক। অবসরপ্রাপ্ত কূটনৈতিক পররাষ্ট্র বিশ্লেষকরা বিভিন্ন দলের সাথে আলোচনা করে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের সরকার আশা করেছেন যদিও দিল্লির কংগ্রেস ৫ জানুয়ারির নির্বাচনের বৈধতা দিয়েছিল। ৫ জানুয়ারির নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেছে আবার কেউ গ্রহণ করেছে। এ ধরনের নির্বাচন দেখতে চায়না ভারত কূটনীতিকরা।

ভারতে এপ্রিলের নির্বাচনে মোদির নেতৃত্বে বিজেপি জয়লাভ করায় বাংলাদেশের ক্ষমতাসীনদের মনে ভীতি তৈরি হয়। ভীতির জন্য আ’লীগের মধ্যে ভঙ্গুর অবস্থা হয়। মোদি সরকার যদি বৈধতা না দিয়ে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন নিয়ে আসে। আ’লীগের এ দুর্বলতা প্রমাণ করে বাংলাদেশর মানুষের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনে আস্থার অভাব ছিল।

এদিকে কংগ্রেসকে পরাজিত করে বিজেপি ক্ষমতায় আসায় বিরোধী বিএনপি জোট তাদেরকে স্বাগত জানায়। বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনে জয়ী হওয়ায় মোদির উপদেষ্টাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। বিএনপির নীতি নির্ধারকরা বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবিতে ভবিষ্যতে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ কামনা করেন।

আ’লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে জনগণের অংশগ্রহণ ছাড়া ভোটবিহীন জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে বোঝাতে চেষ্টা করেছেন। শেখ হাসিনার মডেল অনুসরণ করে যদি কংগ্রেস ভারতে একটি নির্বাচন পরিচালিত হত তাহলে বিজেপি নেতাদের প্রতিক্রিয়া তখন কেমন হত?

যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন, জাপান, চীন ও সৌদি আরব ৫ জানুয়ারির প্রধান বিরোধীদলবিহীন হাস্যকর নির্বাচনের সমর্থন দেননি কিন্তু ভারত একাই এ নির্বাচনে সমর্থন দেয়। জনগণের গণতান্ত্রিক মুল্যবোধ ও মানুষের অধিকার খর্ব করে বিপজ্জনক পথ গ্রহণের জন্য আ’লীগকে উৎসাহিত করার জন্য ভারতকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্প্রতি ঢাকায় শেষ হওয়া ভারত- বাংলাদেশ রাষ্ট্রদূত শীর্ষ সম্মেলনে দু’দেশের রাষ্ট্রদূতরা গণতান্ত্রিক মুল্যবোধ ও অধিকার সুরক্ষা করে একত্রে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী জনগণের অভিযোগ বিবেচনা করতে সরকারকে পরামর্শ দেন। তাছাড়া সবদলের অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন আশা করে ভারত।

একজন সহজাত ও দূরদর্শী নেতার সাহসী পদক্ষেপের মাধ্যমে ইতিহাসের পরিবর্তন ঘটতে পারে। পররাষ্ট্রনীতিতে যদি মানুষের চাহিদা এবং অনুভূতি নির্মিত না হয়। এজন্যে পরিবর্তনের জন্যে রাষ্ট্রনায়োকচিতভাবে রাজনৈতিক নেতৃত্বকে জনগণের ওপর প্রভাব বিস্তার করতে হয়। যা সরকার কিংবা বিরোধীদলের রাজনীতিতে এখনো অনুপস্থিত।

প্রতিবেশি দেশের সাথে সুসম্পর্ক ও পাকিস্তানের সাথে পারমানবিক সংঘর্ষ এড়িয়ে চলা এ দুটি পররাষ্ট্রনীতি দিল্লি প্রতিষ্ঠার জন্যে কাজ করেছে। ছোট ছোট প্রতিবেশি রাষ্ট্রকে আক্রমণ করার আগ্রাসী অবস্থান থেকে দূরে সরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত ছিল দিল্লির সঠিক সিদ্ধান্ত। অবসরপ্রাপ্ত এক কূটনৈতিক বলেন, ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য দিল্লির মত বাংলাদেশের জন্য এ দুটি মডেল প্রযোজ্য।

দক্ষিণ এশিয়ার বড় দেশ ভারত অন্যদের হিংসা করে না । বিশাল দেশ হিসেবে ভারত দক্ষিণ এশিয়ার অন্যদেশগুলোর কাছে ঈর্ষণীয় নয়। কিন্তু দিল্লি যদি এসব দেশের প্রতি তাচ্ছিল্য করে বা নিজের স্বার্থে কেবলি এক চক্ষু নীতি গ্রহণ করে তাহলে সমস্যার সমাধান হবে না। যেমন গণতান্ত্রিকভাবে ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত না হলেও ভারত তার নিজের স্বার্থে ঢাকাকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।

বাংলাদেশের প্রধান বিরোধীদলবিহীন নির্বাচনে ভারতের পক্ষপাতিত্ব ও হস্তক্ষেপ ভারতের প্রতি বাংলাদেশরে জনগণের অনূভুতি উপস্থাপন করেনি বরং অপমান করেছে। ৫জানুয়ারির নির্বাচনকে স্বীকৃতি দেয়া ছিল ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের একটি ভুল সিদ্ধান্ত। মোদি সরকার বিশেষ কোন দলের সাথে নয় বাংলাদেশের মানুষের সাথে দীর্ঘস্থায়ী বন্ধন স্থাপন করতে ইচ্ছুক হলে তা সম্ভব হবে। ঢাকার সাথে দিল্লির শুধু প্রশাসনিক সম্পর্ক থাকলেই হবে না। আনুষ্ঠানিক সম্পর্কও ছাড়াও একে অপরের কাছাকাছি আসার পক্ষে জনমত গঠন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে দুই দেশের হাই কমিশনারদের সম্মেলনে বলা হয় অফিসিয়াল সম্পর্ক ছাড়াও বাংলাদেশের সাথে ভারতের জনগণের সরাসরি আনঅফিসিয়াল সম্পর্কও গড়ে উঠতে পারে।

৫জানুয়ারির নির্বাচনে কংগ্রেসের নেয়া গণবিরোধী অবস্থান সংশোধন করার কোন উদ্যোগ কি মোদির নেতৃত্বে দিল্লি নিবে ? তিনি কি তৈরি হচ্ছেন নাকি না? নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার পররাষ্ট্রনীতি আগে থেকেই অবগত আছেন কিভাবে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে হয়। সেটাই এখন দেখার বিষয়।

ঢাকা ট্রিবিউন থেকে অনুবাদ করেছেন মোহাম্ম্দ রবিউল্লাহ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি