শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লতিফ এখন এলেন কেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৪

রাশিদ রিয়াজ : তিনি আসবেন এটা জানাই ছিল। খুব সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব লতিফ সিদ্দিকী। ধর্ম কিংবা জয়কে নিয়ে যা বলেছেন তা কবুল করেছেন। কখনো অস্বীকার করেননি। ভদ্রলোকের এক জবান ব্যস। এইচ টি ইমামের মত বলেননি যে মিডিয়া তার বক্তব্যের খন্ডিত অংশ প্রচার করেছে। কেঁচোর মত গর্তে ঢুকে পড়ার লোক লতিফ সিদ্দিকী নন। তাকে সাধুবাদ জানাই।

তবে তিনি এখন এলেন কেন? তিনি কি এতদিন সুবিধা করতে পারেন নি। এয়ার ইন্ডিয়ার বিমানগুলো এতদিন ঢাকায় নিয়মিতই যাতায়াত করেছে। তবে এমন এক সময় বেছে নিলেন যখন আগামি দিন কয়েকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই ঢাকা আসছেন। সন্দেহ নেই নিশার ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এসময় লতিফ দেশে এলে হেফাজত হরতালের ডাক দিয়ে বসবে বা ডাক দেয়ানো হবে, ইসলামী ঐক্যজোট সমর্থন দেবে। আর গোপালগঞ্জের আরেক কৃতি সন্তান শওকত হোসেন নিলু যিনি কিছুদিন আগে বিএনপি নেতৃত্বাধীন কুড়ি দলীয় জোট ত্যাগ করেছেন তিনিও হরতাল ডাক দিয়ে বসবেন সোমবার রাত ১২টার মধ্যে লতিফকে গ্রেফতার করা না হলে। এসব উপসর্গ কোথায় যেন ছকে ছকে মিলে যাচ্ছে।

লতিফকে যদি সরকার গ্রেফতারই করতে চাইত তাহলে রোববার রাতেই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হত। তা হয়নি। তা হওয়ার কোনো কারণ নেই। মেরেছো কলসির কানা, তাই বলেকি প্রেম দেব না। লতিফ প্রেম দিতে জানেন। দলের জন্যে অবশ্যই তিনি প্রেম দেবেন। তাকে যখন দলে অপাংতেয় মনে করা হয়েছে তখন তিনি সগৌরবে বলেছেন, শেখ হাসিনার জন্যে তিনি চিরদিন যা করার তা করে যাবেন।

এখন লতিফ এলে দেশে কিছুটা হট্টগোলের সৃষ্টি হবে। হরতাল দেয়া হবে। হরতাল হবে না। হরতাল হলেও লাঠিচার্জ আর পিকেটারদের বুক বরাবর পুলিশের গুলি চলবে। পরিস্থিতি এমন হয় যাতে নিশা দেশাইয়ের সঙ্গে সরকার কিংবা বিরোধীদল বা অন্যান্য স্টেক হোল্ডাররা কোনো ফলপ্রসূ আলোচনা করতে না পারেন। তাহলে কার লাভ। অন্তত বাংলাদেশের তো নয়ই।

মমতা দিদি মুখ খুললেন। তবে তার আগে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ ঢাকা সফর করে গেলেন। তালিকা দিয়ে গেলেন। সারাবিশ্ব দেখল বাংলাদেশের গোয়েন্দারা সন্ত্রাস দমনে স্বয়ংসম্পূর্ণ নয়। হয়ত ভারতেও তারা অচিরেই ভ্রমণ করবেন। তালিকা দেবেন। কিন্তু মমতা দিদি এখন বলছেন, কেন্দ্রের ইচ্ছেতেই তিনি মনমোহন সিং’এর সফরসঙ্গী হয়ে ঢাকা আসতে পারেননি। গোছানো সুট্যকেস খুলে ফেলতে হয়েছে। বাংলাদেশ থেকে কলকাতায় সফরে যাওয়া প্রতিনিধিদলকে তিনি সে দু:খের কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ তারও দেশ। আলোচনার মধ্যে দিয়ে দুটি দেশ যে কোনো সমস্যার সুরাহা করতে পারবে। ফের আশার বাণী ভারতের তরফ থেকে।

ভারত দেবে আশা। আর বাংলাদেশ ভারতের প্রয়োজন যা কিছু তার সব দিয়ে দেবে। এভাবে দুটি দেশের মানুষের মধ্যে প্রত্যাশা জাগতেই থাকবে। বাংলাদেশের রাজনীতি আর এদেশের রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে নেই। খেলারামরা খেলছেন। দেশের বাইরে, দেশের ভেতরে। তবে জনগণ এখনো আসল খেলা শুরুই করেনি।73553_Lotif-siddiki



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি