মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তিস্তা ও স্থলসীমা চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা চলছে: মোদি


তিস্তা ও স্থলসীমা চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা চলছে: মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৪

Hasin_Modi_bg_228952724
পূর্বাশা ডেস্কঃ
তিস্তা চুক্তি ও স্থলসীমানা চুক্তি বাস্তবায়নের জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার বিকেলে কাঠমান্ডুর হোটেল সলটিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
সাংবাদিকদের তিনি বলেন, ল্যান্ড বাউন্ডারি ও তিস্তা চুক্তির বিষয়ে কি অগ্রগতি হয়েছে তা ভারতের প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে মোদি বলেছেন- এটা তাড়াতাড়ি সমাধানের জন্য তিনি জোর প্রচেষ্টা চালাচ্ছেন। মোদি এও বলেন, এ বিষয়ে একটা কনসেনসাস গড়ে উঠছে। শিগগিরই সুরাহা হবে বলে ‍আশাবাদী তিনি।

পররাষ্ট্রসচিব জানান, ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ল্যান্ড বাউন্ডারির ব্যাপারে রিপোর্ট এলে গৃহিত হবে। এ বিষয়ে ঐকমত্য হচ্ছে। তিস্তা চুক্তির বিষয়েও আলোচনা হচ্ছে।দ্বিপাক্ষিক বৈঠকে এ অঞ্চলের সন্ত্রাস দমনে দুই নেতা একসঙ্গে কাজ করার বিষয়েও ঐকমত্য পোষণ করেছেন।এটি ছিলো মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে মোদির প্রথম বৈঠকটি হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি