মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিএনপির জনসভা আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কমRisvi_BNP_banglanews24_527391444
কুমিল্লায় ২০ দলীয় জোটের শনিবারের (২৯ নভেম্বর) জনসভা আয়োজনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।তিনি বলেন,  জনসভা বাধাগ্রস্ত করতে সরকারের লোক ও প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে ও ভয় দেখাচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘কুমিল্লায় আগামীকালের জনসভা উপলক্ষে কুমিল্লা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল কুমিল্লা টাউন হল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এজন্য কুমিল্লায় সাজ সাজ রব পড়ে গেছে।’

তিনি  বলেন, সরকার ও কুমিল্লা প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তারা ব্যানার-ফেস্টুন লাগাতে বাধা দিচ্ছে ও ছিড়ে ফেলছে। এত কিছুর পরেও কুমিল্লার জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনতার ঢল নামবে।’এসময় সরকারকে ‘ভোটারবিহীন পরগাছা সরকার’ বলে আখ্যায়িত করেন তিনি।

রিজভী বলেন, ‘দুদক উপন্যাসের একচোখা দৈত্যের মতো দায়মুক্তি দিয়ে যাচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি