শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাঈদীর ফাঁসি চেয়ে রিভিউ করার ইঙ্গিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৪

delwar-hossain-sayeedi_30962

পূর্বাশা ডেস্কঃ

সাঈদীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড (ফাঁসি) চেয়ে রিভিউ করার ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। গতকাল আব্দুল কাদের মোল্লার রিভিউ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের মধ্য দিয়ে আপিলের যে কোনো রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারার বিষয়টি স্পষ্ট হওয়ায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্ষেত্রে সেই সুযোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামায়াতের নায়েবে আমির সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদন্ড দিলেও সেই রায়ের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করা রায়ে তার সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদন্ড দেয় সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে কি না, তা এতদিন ঝুলে ছিল। আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গতকাল থেকে সেই অপেক্ষার অবসান ঘটল।

রায় পুনর্বিবেচনায় কাদের মোল্লার আবেদন গ্রহণ করে শুনানি শেষে তা খারিজের আদেশ গত বছরের ডিসেম্বরে দিয়েছিল আপিল বিভাগ। তবে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধের সব মামলায় আপিল নিষ্পত্তি করা রায়ে রিভিউ করা যাবে কি না, সংক্ষিপ্ত রায়ে তার কোনো উল্লেখ ছিল না।

আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশ এবং রিভিউ আবেদন খারিজের পর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হলেও এরপর সম্প্রতি জামায়াতের আরেক নেতা মো. কামারুজ্জামানের চূড়ান্ত রায় হলে পুনরায় রিভিউয়ের বিষয়টি সামনে আসে। অ্যাটর্নি জেনারেলসহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলে আসছিলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধের বিচার বিশেষভাবে প্রণীত আন্তর্জাতিক অপরাধ আইনে হওয়ায় এক্ষেত্রে অন্যসব ক্ষেত্রে প্রচলিত রিভিউয়ের সুযোগ নেই। তবে জামায়াত নেতাদের আইনজীবীদের বক্তব্য ছিল, রিভিউ সাংবিধানিক অধিকার এবং এই সুযোগ সবারই প্রাপ্য। কামারুজ্জামানের রিভিউ আবেদন করা নিয়ে বিতর্কের মধ্যেই গতকাল মঙ্গলবার কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। এই রায়ে বলা হয়েছে, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে দণ্ডিতদের ক্ষেত্রেও আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন গ্রহণযোগ্য (মেনটেইনেবল) হবে। তবে তা আপিলের সমকক্ষ হবে না।

সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমে আমৃত্যু কারাদণ্ড হওয়ায় সন্তুষ্ট হননি জানালে রিভিউ করার বিষয়টি সামনে আনেননি অ্যাটর্নি জেনারেল কিংবা প্রসিকিউটরদের কেউ, যারা রিভিউ চলবে না বলেই দাবি করে আসছিলেন। এখন কাদের মোল্লার রিভিউ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায়ে সেই সুযোগ তৈরি হওয়ার পর সাংবাদিকদের তা নেওয়ার ইঙ্গিত দেন মাহবুবে আলম। তবে আপিল বিভাগের রায়ের পর সাঈদীর খালাস চেয়ে রিভিউ করার কথা বলেছিলেন তার পরিবারের সদস্যরাও।

কাদের মোল্লার আপিলের রায় প্রকাশ হলেও সাঈদীরটি এখনো প্রকাশিত হয়নি। তা প্রকাশিত হলে বিচার-বিশ্লেষণ করে রিভিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি