শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় খালেদার জনসভা ব্যাপক জনসমাগমের টার্গেট, ধারণক্ষমতা ৮ হাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতুঃComilla_BNP_banglanews24_187538814
কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শনিবারের ( ২৯ নভেম্বর) জনসভায় ব্যাপক জনসমাগমের টার্গেট নিয়েছে ২০ দলীয় জোট। কিন্তু জনসভাস্থল কুমিল্লা টাউন হলের ধারণক্ষমতা ৮ হাজারের মতো। তবে টাউন হলের আশপাশে বিশেষ করে পূবালী চত্বর, বাহার মার্কেট, কান্দিরপাড়ের নিউ মার্কেটসহ হিসেব করলে ২০ হাজার লোকের বেশি জায়গা হবে না বলেই ধারণা স্থানীয়দের।এদিকে ২০ দলীয় জোট বিশেষ করে জেলা বিএনপির নেতাকর্মীরা এরই মধ্যে প্রচারণা চালাচ্ছেন, কয়েক লাখ লোকের সমাগম হবে।স্থানীয় একাধিক সূত্র জানায়, জনসভাস্থল ও তার আশেপাশের জায়গাসহ বড় জোর ২০ হাজার লোক উপস্থিত থাকতে পারেন। বাকি লোকদের জনসভাস্থল ও তার আশেপাশে জায়গা হবে না।

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন বৃহস্পতিবার দুপুরে জনসভার পূর্বপ্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমাদের আফসোস টাউন হলের ধারণক্ষমতা কম।  আমরা আমাদের নেত্রীকে বড়জোর ১৫ শতাংশ জনসমাগম দেখাতে পারবো। বাকি ৮৫ শতাংশ জনতাকে নেত্রী দেখতে পারবেন না।কুসিক মেয়র মেয়র মনিরুল হক সাক্কু বাংলানিউজকে জানান, নেত্রীর ভাষণ যাতে জনতা শুনতে পারে সেজন্য কয়েকটি সড়কে এলইডি টিভি স্থাপন করা হবে।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি