শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৮ বছর পর একমঞ্চে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

banglanews24.com
আসাদ জামান ও ইমতিয়াজ আহমেদ জিতু
খালেদা জিয়ার আগমন উপলক্ষে দীর্ঘ ২৮ বছরের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে একমঞ্চে এসে দাঁড়িয়েছে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপি। অন্তর্কোন্দল মিটিয়ে স্থানীয় বিএনপির সভাপতি  (কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান) রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক সিটি মেয়র মনিরুল হক সাক্কু ঐক্যবদ্ধ হয়েছেন। প্রায় প্রতিদিনই প্রস্তুতি সভায় মিলিত হচ্ছেন তারা। ফলে চাঙ্গা হয়ে উঠেছে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।এ ব্যাপারে জানতে চাইলে মনিরুল হক সাক্কু বাংলানিউজকে বলেন, আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিলো না। ছিলো নেতৃত্বের দ্বন্দ্ব। খালেদার জিয়ার আগমন উপলক্ষে আমরা সেটা মিটিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। এখন কুমিল্লা বিএনপিতে কোনো দ্বন্দ্ব নেই।দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিচারে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপিতে ২৮ বছর ধরে অন্তর্কোন্দল বিরাজ থাকায় আওয়ামী লীগ এতে সুবিধা নিয়েছে। ১৯৮৭ সাল থেকে বিএনপিতে অন্তর্কোন্দল বিরাজ থাকলেও ২০০৭ সাল পর্যন্ত কোনো মাসুল দিতে হয়নি বিএনপিকে। তবে ২০০৮ সালে এসে কুমিল্লা সদর সংসদীয় আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায় সাক্কু-ইয়াছিনের দ্বন্দ্বের কারণে।

জানা গেছে, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী প্রয়াত আকবর হোসেন ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরীর মধ্যে ছিলো দীর্ঘদিনের দ্বন্দ্ব। কিন্তু আকবর হোসেনের মৃত্যুর পর সেই দ্বন্দ্ব সংক্রামিত হয় তার ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু ও জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশীদ ইয়াছিনের মধ্যে। এতে করে বিএনপির অবস্থা শোচনীয় হয়ে পড়ে।

নবম জাতীয় সংসদ নির্বাচন, যুবদলের সম্মেলন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, দলীয় কর্মসূচি ও হরতালের মিছিল-সমাবেশে সাক্কু-ইয়াসিনের দ্বন্দ্ব প্রকট আকার ধারন করে। কুমিল্লা বিএনপির কার্যালয়ে দীর্ঘদিন একসঙ্গে দেখা যায়নি ইয়াছিন-সাক্কু সমর্থকদের। একপক্ষ সকালে কর্মসূচি পালন করলে অন্যপক্ষ বিকালে পালন করেছে। সব মিলিয়ে সাক্কু-ইয়াছিনের প্রকাশ্য দ্বন্দ্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে।

কোন্দলের সূত্রপাত
জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের মধ্যে গ্রুপিং শুরু হয় ১৯৮৭ সালে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রথম সভাপতি ছিলেন বরুড়ার সাবেক সংসদ সদস্য আলী হোসেন আর সাধারণ সম্পাদক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল। ১৯৮৪ সালে রাবেয়া চৌধুরী প্রথমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পরে পূর্ণাঙ্গ কমিটি হলে তার সভাপতি হন। দ্বিতীয় দফায় সভাপতিসহ রাবেয়া চৌধুরী ১৬ বছর জেলা বিএনপির সভাপতির পদে ছিলেন।

১৯৮৭ সালে সাবেক মন্ত্রী প্রয়াত আকবর হোসেন কুমিল্লা জেলা বিএনপিতে প্রবেশ করার পর থেকে রাবেয়া চৌধুরীর সঙ্গে কোন্দলে জড়িয়ে পড়েন। ১৯৯৮ সালে আকবর হোসেনকে সভাপতি এবং কামাল উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি করা হয়। সে সময় রাবেয়া চৌধুরী একঘরে হয়ে যান।

সূত্র মতে, বিভিন্ন অনুষ্ঠানে রাবেয়া চৌধুরীকে নিমন্ত্রণ জানানোও বন্ধ করে দেয় জেলা বিএনপি। ২০০১ সালে খালেদা জিয়ার টাউন হলের অনুষ্ঠানে রাবেয়া চৌধুরীকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। ২০০৪ সালের সম্মেলনে বরুড়ার সংসদ সদস্য আবু তাহের সভাপতি প্রার্থী হতে চাওয়ায় তাকে ও তার লোকজনকে আকবর হোসেনের কর্মীরা লাঞ্ছিত করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সে সময়ের কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস। ২০০৪ সালে পুনরায় আকবর হোসেন সভাপতি এবং জাহাঙ্গীর আহমদ সাধারণ সম্পাদক হন। ২০০৬ সালে আকবর হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি করা হয় অ্যাডভোকেট আবদুস সাত্তারকে। এ সময়ও আকবর হোসেনের সমর্থকরা রাবেয়া চৌধুরীকে দূরে রাখে।

কিন্তু ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আকবর হোসেনের গ্রুপের প্রধান বর্তমান সিটি মেয়র মনিরুল হক সাক্কু আত্মগোপনে চলে গেলে মাঠে আসেন রাবেয়া চৌধুরী ও হাজী ইয়াছিন।

ইয়াছিন-সাক্কুর দ্বন্দ্বের সূত্রপাত
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বরের জেলা বিএনপির সম্মেলনে রাবেয়া চৌধুরীকে সভাপতি, হাজী ইয়াছিনকে সাধারণ সম্পাদক ও মোস্তাক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সেদিন দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কুমিল্লা জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুল হক সাক্কু প্রবেশ করলেও ইয়াছিন গ্রুপ সম্মেলনস্থলে তাদের যেতে দেয়নি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সে সময়ের সহ-সভাপতি বর্তমান স্থায়ী কমিটির সদস্য বেগম সারওয়ারী রহমান।

পরে কমিটি ঘোষণায় বিস্মিত হন সাক্কু ও তার গ্রুপের নেতাকর্মীরা। তারা ঢাকায় গিয়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে এর প্রতিকার চান। সম্মেলনের পাঁচদিন পর ২৯ নভেম্বর ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটিকে কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। এতে কমিটির গুরুত্বপূর্ণ পদ থেকে সাক্কু গ্রুপের নেতা-কর্মীরা বঞ্চিত হন। জেলার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাজী ইয়াছিনকে সাধারণ সম্পাদক করা হয়। মনিরুল হক সাক্কুকে করা হয় যুগ্ম সাধারণ সম্পাদক। এর ফলে রাবেয়া-আকবর গ্রুপিং ইয়াছিন সাক্কু গ্রুপিংয়ে রূপ নেয়। সেই থেকে শুরু ইয়াছিন-সাক্কু দ্বন্দ্ব।

কুসিক নির্বাচনে বিএনপির কোন্দল চরম রূপ নেয়
জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ইভিএম পদ্ধতি বহাল ও সেনাবাহিনী না থাকায় বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। খালেদা জিয়ার নির্দেশে স্থানীয় বিএনপি কুসিক নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নগরবাসীর মতামতকে প্রাধান্য দিয়ে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু। তার নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা বিএনপি আবার বিভক্ত হয়ে পড়ে । দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দল থেকে পদত্যাগের মাধ্যমে নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে কুসিকের প্রথম মেয়র নির্বাচিত হন সাক্কু। এর ফলে কুমিল্লার রাজনৈতিক মাঠ আবার সাক্কুর দখলে আসে। ২০১২ সালের ৮ জানুয়ারি চট্টগ্রাম অভিমুখে লংমার্চে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে খালেদার জিয়ার হাতে সোনার চাবি তুলে দিয়ে বিএনপিতে ফেরেন তিনি।

সূত্র জানায়, কুসিক নির্বাচনে ব্যাপক সাফল্যের পর কুমিল্লা বিএনপির রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য কায়েম হয় সাক্কুর। আর কোণঠাসা হয়ে পড়েন হাজী ইয়াছিন। দু’পক্ষের মধ্যে চলে দ্বন্দ্ব-সংঘাত। অবশেষে খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ১১ নভেম্বর জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর বাসায় মেয়র সাক্কু ও হাজী ইয়াছিন ঐক্যের রাজনীতির ঘোষণা দেন। ঘটে ২৮ বছরের দ্বন্দ্বের অবসান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কুমিল্লা জেলা শহরে পা রাখতেই শোনা যায়, ‘ইয়াছিন-সাক্কুর জনসভায় যোগ দিন, সফল করুন’। ‘ইয়াছিন-সাক্কু ভাই ভাই, কুমিল্লা বিএনপিতে দ্বন্দ্ব নাই’ ইত্যাদি স্লোগান।

এ ব্যাপারে জানতে চাইলে হাজী আমির উর রশীদ ইয়াছিন বাংলানিউজকে বলেন, বড় দল হিসেবে সারাদেশের মতো কুমিল্লা জেলা বিএনপিতেও নেতৃত্বের দ্বন্দ্ব ছিলো। তবে আমরা বৃহত্তর স্বার্থে বিভেদ ভুলে আবার একমঞ্চে দাঁড়িয়েছি। এখন আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

জেলা (দক্ষিণ) বিএনপির সহ-সভাপতি সৈয়দ মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্যই হাজী ইয়াছিন ও সাক্কু ঐক্যবদ্ধ হয়েছেন। নেতৃত্ব নিয়ে যে দ্বন্দ্ব ছিলো তার একটা সুরাহ হয়েছে। আগামীতে সিটি নির্বাচন করবেন সাক্কু এবং সংসদ নির্বাচন করবেন হাজী ইয়াছিন- এ ধরনের একটা অলিখিত চুক্তিও হয়েছে তাদের মধ্যে।

আর দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী বয়সের কারণে দুপক্ষের কাছেই এখন অনেকটা অভিভাবকের মতো বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক দলটির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতাকর্মী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি