শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাথার ওপরে থাকবেন খালেদা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

townhall_stage_BG_banglanews_850193810
আসাদ জামান ও ইমতিয়াজ আহমেদ জিতু
মানুষের ভোটাধিকার রক্ষার লক্ষ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্থানীয় বিশদলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিতে শনিবার (২৯ নভেম্বর) কুমিল্লা আসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।তার আগমন উপলক্ষে জেলা বিএনপির আয়োজনের কোনো কমতি নেই। সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।কিন্তু সমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠে খালেদা জিয়ার জন্য থাকছে না কোনো মঞ্চের ব্যবস্থা। তবে কি তিনি মাঠে দাঁড়িয়েই ভাষণ দেবেন?এ প্রশ্নের উত্তর মিলবে মাঠের দক্ষিণ পাশে টাউন হল মিলনায়তনের দোতলার দিকে তাকালে। ওখানেই ঝুলন্ত বারান্দায় নির্মাণ করা হয়েছে খালেদা জিয়ার জন্য ছোট্ট মঞ্চ।

ঢাকার ঐতিহ্যবাহী সুমি ডেকোরেটর দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খালেদা জিয়ার সভামঞ্চ নির্মাণ করে আসছে। সম্প্রতি জামালপুর, নীলফামারী, নাটোর ও কিশোরগঞ্জের জনসভায় দেড়শ’ লোকের ধারণ ক্ষমতাস্পন্ন মঞ্চ তৈরির কাজ করেছে সুমি ডেকোরেটর।

কিন্তু কুমিল্লা জনসভায় কেন এ বেহালদশা? এ প্রশ্নের জবাবে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু বাংলানিউজকে বলেন, কুমিল্লা টাউল হল মাঠ এমনিতে খুব ছোট। খালেদা জিয়ার জনসভার জন্য তা  মোটেই মানানসই না। তার ওপর যদি মাঠের বিশাল অংশ জুড়ে মঞ্চ নির্মাণ করা হয় তাহলে জায়গা আরো সঙ্কুচিত হয়ে যাবে। তাই টাউন হল মিলনায়তনের করিডোরে (ঝুলন্ত বারন্দা) ম্যাডামের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। 
এদিকে ভূমি থেকে সাড়ে ১৫ ফুট উচ্চতায় এ মঞ্চ নির্মাণের ফলে খালেদা জিয়া সভার মাথার ওপরেই থাকবেন।

একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক উচ্চতার চেয়ে তিনগুণ বেশি উচুতে মঞ্চ তৈরি করায় মঞ্চের খুব কাছে অবস্থানরত দর্শক খালেদা জিয়াকে দেখতেই পারবেন না। অনলাইন, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ক্যামেরাম্যানরাও কাছ থেকে নিতে পারবেন না খালেদা জিয়ার ছবি।

তবে আয়োজকরা বলছেন, ক্যামেরাম্যানদের জন্য ১৫ ফুট উঁচু মাচা তৈরি করা হচ্ছে। সেখানে দাঁড়িয়েই তারা ছবি সংগ্রহ ও সংবাদচিত্র প্রচার করতে পারবেন।

তবে বিষয়টিকে মোটেই সুখকর হিসেবে দেখছেন না ফটোসাংবাদিকরা। তারা বলছেন, মঞ্চ এবং সমতলে দাঁড়িয়ে ছবি সংগ্রহের চেয়ে উঁচু মাচায় দাঁড়িয়ে ছবি সংগ্রহ খুবই কষ্টসাধ্য ঝুঁকিপূর্ণ হবে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহানুর রহমান ইয়াছিন বাংলানিউজকে বলেন, গত বিশ বছর ধরে কুমিল্লার সব জনসভাই টাউন হল মাঠে হয়েছে। আর ওই ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়েই ভাষণ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। – See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/344532.html#sthash.FBv1V9cZ.dpuf



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি