শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » খালেদা জিয়ার জনসভা জনসভাস্থলের পশ্চিমভাগ বিএনপির, পূর্বভাগের অর্ধেক জামায়াত-শিবিরের


খালেদা জিয়ার জনসভা জনসভাস্থলের পশ্চিমভাগ বিএনপির, পূর্বভাগের অর্ধেক জামায়াত-শিবিরের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৪

ইমতিয়াজ আহমেদ জিতু,
২৯ নভেম্বর কুমিল্লা টাউনহল মাঠে ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভায় জনতার আসন ভাগ করে নিয়েছে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা।
গত কয়েক দিন ধরে বিএনপি-জামায়াত-শিবির কে মাঠ দখল রাখবে এ নিয়ে কানাঘুষা চলছিল । ২০ দলীয় জোটের দুটি দলই মাঠ নিজেদের দখলে রাখার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিল।
অবশেষে জনসমাবেশস্থল সুশৃঙ্খল রাখার তাগিদে বিএনপি ও জামায়াত-শিবির নিজেদের মধ্যে মাঠ ভাগাভাগি করে নিয়েছেন ।
কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, টাউনহল মাঠে পূর্বভাগের শহীদ মিনারের কাছের অংশটুকু জামায়াত-শিবিরের নেতাকর্মীদের জন্য বরাদ্দ। পূর্বভাগের বাকি অংশ এবং পশ্চিমভাগ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের জন্য।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি মোঃ শাহলম জানান, সমঝোতার ভিত্তিতে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়ার ফলে কোন ধাক্কাধাক্কি হবে না, শৃঙ্খলা বজায় থাকবে। আমরা সকাল ৭ টায় জনসভার বরাদ্দকৃত জায়গায় অবস্থান নিবো। আমাদের বাকি নেতাকর্মীরা পূবালীচত্ত্বর, কান্দিরপাড়, টমছমব্রিজ এলাকায় অবস্থান করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহানগর শিবির নেতা জানান, আমাদের যে পরিমাণ নেতাকর্মী আছে, তার ৫ ভাগেরও জায়গা হবে না এ বরাদ্দ জায়গায়। তবে জনসভা স্থলে দেখা যাবে। আমরা ফজরের নামায মাঠেই পড়ব।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, আমরা সকাল থেকেই মাঠ নিয়ন্ত্রনে নিয়ে নিবো,যাতে করে কেউ বরাদ্দের জায়গার বেশি নিতে না পারে।
তবে একাধিক স্থানীয় সূত্র জানায়, মাঠের জায়গা বরাদ্দ দেয়া হলেও জনসভার দিন বিএনপি-জামায়াত নেতাকর্মীরা মাঠ নিজেদের দখলে রাখার প্রস্তুতি নিয়ে রেখেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি