সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মেঘনা নদী থেকে বালু উত্তোলনের ফলে গোবিন্দপুর ইউনিয়নের একাধিক গ্রাম নদীর পানিতে বিলীন হয়ে যাচ্ছে


মেঘনা নদী থেকে বালু উত্তোলনের ফলে গোবিন্দপুর ইউনিয়নের একাধিক গ্রাম নদীর পানিতে বিলীন হয়ে যাচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৪


তোফায়েল আহম্মেদ, মেঘনা ঘাট থেকে ফিরেঃ

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা উপজেলার ২ নং গোবিন্দপুর ইউনিয়নের বাহিরচরের একাধিক গ্রাম নদীর পানিতে বিলীন হয়ে যাচ্ছে। এই সমস্ত নদী ভাঙ্গন কবলিত গ্রামবাসি তাদের পৈত্রিক ভিটাবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রশাসনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে এক শ্রেণির বালু ব্যবসায়ীরা নদীতে ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে বালু বিক্রি করছে। এর ফলে নদী তার গতিপথ হারিয়ে ফেলছে। ফলে বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। ফলে শত শত জমি, বাড়িঘর, ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সরকারিভাবে নদী ভাঙ্গন প্রতিরোধের কোন ব্যবস্থা না থাকায় ক্রমেই এই সমস্ত গ্রামবাসি তাদের বাড়িঘর, ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। কোন কাজ না থাকায় বেকার জীবন যাপন করছে অসহায় গ্রামবাসিরা।
এই বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও আশানুরূপ কোন উত্তর পাওয়া যায়নি।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি