বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আধুনিক ও বিশ্বমানের হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৪

Comilla-University-thereport24

মো. আরিফুর রহমান, কুবি :

দেশের ২৬তম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০০৬ সালে আত্মপ্রকাশ করলেও প্রতিষ্ঠার নবম বর্ষে এসে শিক্ষার্থীদের আবাসন ও শ্রেণীকক্ষ সঙ্কট, গ্রন্থাগারে বই ও স্থানের সঙ্কট, পরিবহন, ভূমি এবং শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক সুবিধার অপর্যাপ্ততাসহ নানা সমস্যায় জর্জরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

নয় বছরেও প্রতিষ্ঠিত হয়নি কেন্দ্রীয় অডিটোরিয়াম ও পূর্ণাঙ্গ মেডিক্যাল সেন্টার এবং ভাষা আন্দোলন ও জাতীয় চেতনার প্রতীক পূর্ণাঙ্গ শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য।

তবে সব সমস্যা কাটিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে। অচিরেই বিশ্ববিদ্যালয়টি একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে- এমনই আশাবাদ দ্য রিপোর্টের কাছে ব্যক্ত করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। নিচে তার সাক্ষাৎকারটি উপস্থাপন কার হলো-

শ্রেণীকক্ষ ও ল্যাব সঙ্কটের কারণে ছয় মাসের মধ্যে ক্লাস, পরীক্ষা ও সিলেবাস শেষ করতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। ফলে সেশনজটের কবলে পড়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়) অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবনকে তিনতলা থেকে পাঁচতলায় রূপান্তরিত করা হবে। এ কাজ কয়েক দিনের মধ্যে শুরু হবে। চলতি অর্থবছরে প্রকল্প-১ এর অধীনে আরও একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। আশা করছি, আগামী সেশন থেকে বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষের আর কোনো সঙ্কট থাকবে না।

পরিবহন সঙ্কটের কারণে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ বিষয়ে আপনি কী ভাবছেন?

আমি নিজেও দেখেছি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনেক কষ্ট করে ক্যাম্পাসে আসেন। আমরা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) সঙ্গে কথা বলেছি। কয়েক দিনের মধ্যে পরিবহন সেক্টরে বিআরটিসির আরও কয়েকটি বাস যুক্ত হবে। ইতোমধ্যে আমরা দুটি বাস ক্রয় করেছি। ২০১৪-১৫ অর্থবছরে উন্নয়ন প্রজেক্টের বাইরে রাজস্ব বাজেটের আওতায় একটি বাস ক্রয় করা হবে। কিছু দিনের মধ্যে জনতা ব্যাংক আমাদের একটি বাস দেওয়ার আশ্বাস দিয়েছে। বিষয়টি ব্যাংকের বোর্ড সভায় পাশ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়েও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নেই কোনো স্বতন্ত্র মেডিক্যাল সেন্টার। এ বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র মেডিক্যাল সেন্টার প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে যে মেডিক্যাল সেন্টার আছে সেটা আরও কার্যকর করার কথা ভাবছি। বর্তমানে মেডিক্যাল সেন্টারে ডাক্তারের কোনো শূন্য পদ নেই। এখন থেকে তিনজন ডাক্তার পালাক্রমে ২৪ ঘণ্টা ডিউটি করবেন। বর্তমানে মেডিক্যাল সেন্টারে ঔষধের অপর্যাপ্ততা রয়েছে। যা কিছু দিনের মধ্যে কেটে যাবে। এ ছাড়া ডাক্তারদের সঙ্গে আলোচনা করে টাকার বরাদ্দ বাড়িয়ে এটি যুগোপযোগী করা হবে। এখন এ খাতে বার্ষিক বরাদ্দ ৭৫ হাজার টাকা।

এক কক্ষবিশিষ্ট লাইব্রেরি, আসনের স্বল্পতা এবং বইয়ের অপর্যাপ্ততার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আপনার পরিকল্পনা কী?

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির উন্নয়ন প্রকল্পটি রয়েছে বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায়। আমরা সে রকম কোনো প্রজেক্ট এখনও পাইনি। আমরা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এখন সেটা পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে লাইব্রেরির উন্নয়নে আলাদা ভবনসহ যাবতীয় কাজ করা হবে।

প্রতিষ্ঠার নবম বর্ষে এসেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের কোনো ভাস্কর্য নেই। এমনকী পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণও সম্ভব হয়নি। এ ব্যাপারে আপনার পদক্ষেপ কী?

২০১১-১২ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শহীদ মিনারের কাজ শুরু হয়। বর্তমানে এর কাজ বন্ধ রয়েছে। ২০১২ সালের দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়) একনেকে জমা দেই। কিন্তু তা পাশ হয় ২০১৪ সালের জুনের শেষ দিকে। ওই প্রকল্পে শহীদ মিনার নির্মাণের বিষয়টি উল্লেখ আছে। ইতোমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে। আশা করছি, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারির আগেই আমাদের শহীদ মিনার পূর্ণঙ্গতা পাবে।

এ ছাড়া ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণে আপাতত আমাদের কোনো পরিকল্পনা নেই। তবে এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে। অদূর ভবিষ্যতে আমরা এ ক্যাম্পাসে দৃষ্টিনন্দন মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করব।

বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল ও দুটি শিক্ষক ডরমেটরি অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

আমি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে একমত। বিশ্ববিদ্যালয়ের সকল সঙ্কট নিরসনে আমি কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও আবাসিক হল, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ডরমেটরি নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে।

বিশ্ববিদ্যালয়টি যদিও ৫০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত। কিন্তু পাহাড়ী অঞ্চল হওয়ায় ২৫-৩০ একরের মত ব্যবহার উপযোগী। এ অবস্থায় ভূমি অধিগ্রহণের জন্য আবেদন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প-১ থেকে পরিকল্পনা কমিশন ভূমি অধিগ্রহণের বিষয়টি বাদ দিয়েছে। আগামী অর্থবছরে এ জন্য আমরা আবার প্রস্তাবনা পেশ করব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি