শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাধীনতার ৪৩ বছরেও আমাদের স্বপ্ন ও প্রাপ্তিতে বিস্তর ফারাক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৪

bijoy-dibos-e1387144840112

বিশেষ প্রতিবেদনঃ

স্বাধীনতার বছরে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ আজ প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলাতে গিয়ে পরিতৃপ্ত নয়। হাতের মুঠোয় প্রাণ নিয়ে সাত কোটি বাঙালী যে স্বপ্নে  রক্তগঙ্গায় ভেসে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য,  সেই স্বপ্নের কাছে বাস্তবতা আজো ধরা দেয়নি প্রত্যাশিত মাত্রায়। অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, গণতন্ত্রের মত স্বচ্ছন্দ জীবন ধারণের মৌলিক অনুসঙ্গগুলো পরিপূর্ণতা লাভের বন্ধুর পথে চলছে স্বাধীনতা উত্তর চার দশক ধরে। রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতীয় ইস্যুতে ঐকমত্যের অভাব যে বাংলাদেশের অগ্রযাত্রার পথে বড় অন্তরায় তা আর বলার অপেক্ষা রাখে না। ৪৩ বছরে আজো গণতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেনি। মৌলিক গণতন্ত্রকে পরিচর্যার ভেতর দিয়ে এগিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। বিরোধী দলের সঙ্গে সরকারী দলের সমঝোতা-আন্তরিকতার অভাব সংসদীয় গণতন্ত্রের সুফল বঞ্চিত করে চলেছে। সকল ইস্যুতে সরকারকে বিরোধী দলের অসহযোগিতা করার মানসিকতা এদেশে  মজ্জাগত হয়ে উঠেছে। অর্থনৈতিক দিক দিয়ে আমরা এখনো সেই পশ্চাতেই পড়ে আছি। জীবনযাপনের বৈশিষ্ট্যে অনেক পরিবর্তন এসে গেলেও বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমানের উন্নতি যৎসামান্য। মুৎসুদ্দি শ্রেণীর সর্বগ্রাসী থাবার মুখে দরিদ্র মানুষের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কালো টাকার পাহাড় গড়েছে কিছুসংখ্যক মানুষ, যাদের প্রচ্ছন্ন নিয়ন্ত্রণেই মূলতঃ রাষ্ট্রীয় প্রশাসন। কোটিপতির সংখ্যাই কয়েক হাজার। শহর-বন্দরের অবকাঠামো আর চাকচিক্য বাড়লেও নিম্নবিত্তের মানুষের জীবন আঁধারে ঘেরাই আছে। স্বাধীনতার অকুতোভয় তারুণ্যের ভেতর যে স্বপ্ন ছিল বেকারত্বের অভিশাপমুক্ত হবে এই দেশ, তা এখন পরিহাসের মত। বেকার সমস্যা এখনো তীব্র। কর্মক্ষম সাড়ে ৩ কোটি বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি আজো। লেখাপড়া শেষ করে বেকারত্বে ধুঁকে মরার অভিশাপ বহন করছে লাখ লাখ তরুণ-তরুণী। স্বাধীনতা পরবর্তীকালের সবচেয়ে বড় কলংকের কালোতিলক বাঙালীর ললাটে ‘মোহর’ মেরে দিয়েছে দুর্নীতি। ২০০১ থেকে এ পর্যন্ত ক্রমাগত চার বার বাংলাদেশ দুর্নীতিতে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ হয়েছে। রাষ্ট্র-সমাজের প্রতিটি স্তরে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। দুর্নীতির এই সর্বগ্রাসী থাবা থেকে পরিত্রাণের কার্যকর কোন উদ্যোগ নেই। দুর্নীতির সঙ্গে নতুন অনুষঙ্গ জঙ্গিবাদ আমাদের স্বাধীন বাংলাদেশের ভাবমূর্তিকে বিদেশীদের কাছে হেয় প্রতিপন্ন করে তুলেছে। মৌলবাদের বিস্তার সমাজকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। অন্যায়, অনিয়মের দৌরাত্ম্য থেকে সমাজ এখনো মুক্ত নয়। শিল্প ও ব্যবসায় বাণিজ্যের কাংক্ষিত প্রসার ঘটেনি। বৈদেশিক বাণিজ্যের দিগন্ত ঘাটতির ভেতর পড়ে আছে। ৪৩ বছরে বড় মাত্রায় চিহ্নিত করার মত কোন অর্জন না থাকলেও গ্রামীণ অর্থনীতিতে খানিকটা ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে। বেসরকারী সংস্থার (এনজিও) দাক্ষিণ্যে এই পরিবর্তন। যোগাযোগ ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন ঘটেছে চোখে পড়ার মত। বেকারত্বের টানাপোড়েন জীবন থেকে বেরিয়ে আসতে যুব সমাজের ভেতর আত্মকর্মসংস্থানের উদ্যোম আশাব্যঞ্জক মাত্রায় বেড়েছে। কৃষি উৎপাদনে সাফল্য দিনে দিনে বাড়ছে।

জনসংখ্যা সাত কোটি থেকে ১৫ কোটি হলেও খাদ্য উৎপাদন চাহিদামাফিক বেড়েছে। অশিক্ষার আঁধার কাটছে। শিশু শিক্ষা, নারী শিক্ষার বড় ধরনের পরিবর্তন আসছে। শিক্ষা ক্ষেত্রে সরকার সর্বোচ্চ বরাদ্দ রাখছে। আইন-শৃংখলার উন্নতি ঘটেছে অনেকাংশে। সাধারণ মানুষের ভেতর একধরনের স্বস্তি এসেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন ৬ দশমিক ৯-এ পৌঁছেছে। মানুষের গড় আয়ু ৬৪ বছরে উন্নীত হয়েছে। মাটির তলে গ্যাস-তেল-কয়লার মত খনিজ পদার্থ বাংলাদেশের বিপুল সম্ভাবনা জাগিয়ে তুলেছে। প্রবাসী বাংলাদেশীদের আন্তরিকতায় দেশের অর্থনীতি পাচ্ছে প্রাণ। হানাহানি এবং বিদ্বেষের রাজনীতির নেপথ্যে বেড়ে উঠছে নতুন এক প্রজন্ম। যাদের হাতে থাকবে আগামী বাংলাদেশ। স্বাধীনতার ৪৩ বছরে দাঁড়িয়ে তাই কেবল হতাশা নয়, এক বিরাট উদীয়মান উন্নত বাংলাদেশ প্রাপ্তির অপেক্ষা করছেন আশাবাদীরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি