শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজয়ের দিনগুলোতে পত্রিকার পাতা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৪

 

untitled-14_105409
বিশেষ প্রতিবেদনঃ
মিলিয়ন মানুষের স্বপ্নকে সত্যি করে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলো। দীর্ঘ ৯ মাস ধরে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মাটিতে যে শাসনের রাজত্ব চালাচ্ছিল গত বৃহস্পতিবার মুক্তিবাহিনী এবং ভারতীয় সৈন্যদের উপস্থিতিতে ঢাকায় তার অবসান ঘটে শর্তহীন আত্মসমর্পণের মধ্য দিয়ে। সে সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের অপশাসনের অবসান ঘটে।

দ্য অবজারভার, ১৮ ডিসেম্বর ১৯৭১
জয় বাংলার জয়
বাংলাদেশ আজ স্বাধীন। গত বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে হানাদার পাকবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হলো আমাদের রক্তস্নাত সূর্যপ্রতিম বিজয়ের এক নতুন অধ্যায়। মুক্ত বাংলাদেশের মুক্ত রাজধানীর পবিত্র মহিমা নিয়ে উদ্ভাসিত হলো আমার সোনার বাংলার রক্তে রাঙা ঢাকা নগরী, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

দৈনিক বাংলাদেশ, ১৮ ডিসেম্বর, ১৯৭১
ধ্বংসস্তূপ নগরী আবার সজীব হয়ে ওঠে
আজ (বৃহস্পতিবার) বিকেলে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। অগ্রসরমান মুক্তিবাহিনী ও ভারতীয় জওয়ানদের সম্মিলিত অভিযানে বাংলাদেশের রাজধানী ঢাকা নগরী মুক্ত হয়েছে এবং সকল সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে। মুজিবনগর থেকে শীঘ্রই স্বাধীন বাংলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরিত হচ্ছে বলে জানা গেছে। তাঁবেদার গভর্নর মালিকের পদত্যাগের পর খান সেনারা নিজেরাই যুদ্ধবিরতির আরজি জানায়।
আজ বাংলাদেশের বীর মুক্তিবাহিনী ও ভারতীয় জওয়ানগণ পাকিস্তানি ও হানাদারদের পশ্চাদ্ধাবন করে মহানগরী ঢাকায় প্রবেশ করলে বিরান ও ধ্বংসস্তুপ নগরী আবার সজীব হয়ে ওঠে এবং জয় বাংলা ও বঙ্গবন্ধু দীর্ঘজীবী হোক, বাংলাদেশ-ভারত মৈত্রী স্থায়ী হোক ধ্বনিতে ঢাকার আকাশ-বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। খানসেনারা এবং তাদের তাঁবেদাররা সদলে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণের পর তারা জেনারেল মানেকশর কাছে যুদ্ধবিরতির প্রস্তাব জানালে ভারতের সেনাপতি তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন।

জয় বাংলা, ১৬ ডিসেম্বর ১৯৭১
মুক্তির শুভ দিনে
বাঙালি জাতির জীবনে আজ মহাউৎসবের দিন। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পরে গত ১৬ ডিসেম্বর বাংলাদেশে দখলদার বর্বর পাকবাহিনী আত্মসমর্পণ করিয়াছে। ২৪ বৎসর জাতীয় নিপীড়ন ও সীমাহীন দুঃখভোগের পরে বাংলাদেশের জনগণ প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রের নিগড় হইতে মুক্ত হইয়া বহু আকাংক্ষিত স্বাধীনতা লাভ করিয়াছেন। বহু সংগ্রাম, বহু ত্যাগের পর বাঙালি জাতি আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে বাস করার অধিকার লাভ করিয়াছেন। দুনিয়ার বুকে সগৌরবে উদয় হইয়াছে হাজার হাজার শহীদের রক্তেস্নাত স্বাধীন, সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
বাঙালি জাতীয় জীবনের এই শুভ দিনে আমরা অন্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি সেই বীর শহীদদের স্মৃতির প্রতি, যাঁরা গত ২৩ বৎসরে জাতীয় অধিকার ও গণতন্ত্রের সংগ্রামে এবং মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়াছেন। আমরা সালাম জানাই সেই অগণিত প্রগতিশীল ও গণতান্ত্রিক কর্মীদের জাতীয় অধিকার, গণতন্ত্র এবং শ্রমিক, কৃষক ও মেহনতি জনগণের মুক্তির জন্য যাঁরা দিনের পর দিন পাকিস্তানের প্রতিক্রিয়াশীল শাসকবর্গের বিরুদ্ধে সংগ্রাম করিয়াছেন এবং সেজন্য বহু অত্যাচার ও নির্যাতন সহ্য করিয়াছেন। সঙ্গে সঙ্গে আজ এই শুভ দিনে আমরা বাংলাদেশের জনগণের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি আবার ধ্বনিত করিতেছি।
মুক্তিযুদ্ধ, ১ম বর্ষ, ২৪শ সংখ্যা, ১৯ ডিসেম্বর ৭১
একটি জাতির জন্ম
‘জয় বাংলা, বাংলার জয়। পদ্মা আর ব্রহ্মপুত্রের মতো বিশাল নদীর তীর, সবুজ প্রান্তর আর অসংখ্য গ্রামের অগণন চত্বর থেকে উঠছে বাংলার এই বিজয়ধ্বনি। বাসের ছাদে চড়ে নাচতে নাচতে শহর প্রদক্ষিণ করছে উল্লসিত মানুষ। মুখে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। লুকিয়ে রাখা লাল-সবুজ আর সোনালি রঙের পতাকা বের করে ছাদে ছাদে লাগিয়ে দিয়েছে তারা। রাতারাতি ট্রাকের উইন্ডশিল্ড, ঘরবাড়ি আর সাইনবোর্ডে শোভা পেতে লাগল কারাবন্দি নেতা শেখ মুজিবুর রহমানের বিশাল ছবি। ভারতীয় সৈন্যরা যশোর ও কুমিল্লা হয়ে ক্রমে ঢাকার উপকণ্ঠে হাজির হলে উৎফুল্ল শিশুর দল উঠে বসল তাদের ট্রাকে। ভারতীয় সৈন্যদের সর্বত্র মুক্তিদাতা হিসেবে অভিনন্দন জানাচ্ছে বাঙালিরা। এভাবেই গত সপ্তাহে চলমান এক যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিল নতুন রাষ্ট্র বাংলাদেশ।
ঠিক এক বছর আগে ১৯৭০ সালের ডিসেম্বরে বাঙালিরা সাধারণ নির্বাচনে মুজিবকে ম্যান্ডেট দিয়েছিল। কিন্তু গণরায় না মেনে পাকিস্তানি সৈন্যরা শুরু করে নিষ্ঠুর গণহত্যা। এক কোটি লোক আশ্রয় নেয় ভারতে। রাজপথে যারা নেমে এসেছে তাদের অনেকের সঙ্গে কয়েক মাস পর ফের দেখা। অনেকেই চোখের পানি ফেলছেন প্রিয়জনকে হারিয়ে। গৃহহারা মানুষের সংখ্যাও অনেক। এখন তাদের ঘর তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হবে।
টাইম সাময়িকী, ২০ ডিসেম্বর, ১৯৭১
জনতা ছুড়ে দেয় ফুল
আলো কমে আসছে। ঢাকা রেসকোর্স ময়দানে একটি টেবিলে বসে আত্মসমর্পণের দলিলে সই করলেন লে. জেনারেল এএকে নিয়াজি। হাজার হাজার বাঙালি জয় বাংলা ধ্বনি দিচ্ছে। কিন্তু তারা যাতে কাছে পৌঁছাতে না পারে সে জন্য ভারতীয় সেনারা পাকিস্তানি অফিসারদের ঘিরে রেখেছে। মিত্রবাহিনীর কমান্ডার লে. জেনারেল অরোরা এক সৈন্যের কাঁধ থেকে আরেকজনের কাঁধে ঘুরছেন। অন্ধকার নেমে এসেছে। এর আগে ভারতীয় প্যারাট্রুপাররা ঢাকায় প্রবেশ করার সময় হাজার হাজার মানুষ তাদের স্বাগত জানায়। ভারতীয় সেনাদের বহন করা বাসের ছাদে উঠে আনন্দে নৃত্য করতে থাকে উল্লসিত জনতা। জনগণ তৃষ্ণার্ত ভারতীয় সেনাদের বাসা থেকে এনে পানি খেতে দেয়।
লে. কর্নেল বিপি রিখে আত্মসমর্পণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, দলিল সইয়ের সময় দুপক্ষের ইউনিটগুলোকে কাছাকাছি নিয়ে আসা হয়। এর পর অরোরা প্রথা অনুযায়ী নিয়াজির কাঁধ থেকে সৈনিকের ব্যাজ খুলে নেন। পাকিস্তানি সৈন্যরা অস্ত্র নামিয়ে রাখে। অরোরাকে জনতা কাঁধে তুলে নেয়। জনতা ছুড়ে দেয় ফুল।

দি টাইমস, লন্ডন, ১৭ ডিসেম্বর, ১৯৭১
চারদিকে জয় বাংলা ধ্বনি
চারদিকে জয় বাংলা ধ্বনি। আন্দোলিত বাংলাদেশের পতাকা। ট্রাকে ও বাসে চেপে ভারতীয় সৈন্য পাকিস্তানি সেনা ক্যাম্পে প্রবেশ করছে। তাদের বন্দুকের নলে বাঙালিদের দেওয়া গাঁদা ফুল। পাকিস্তানি সেনা অফিসাররা ভারতীয় সেনা অফিসারদের স্যালুট দিচ্ছে। উভয় পক্ষের অফিসাররা এক সময়ে পড়েছেন একই ব্রিটিশ সামরিক স্কুলে। তারা হাত মেলাচ্ছেন এবং পরস্পরের ও পুরনো বন্ধুদের কুশল জানতে চাইছেন।
ঢাকায় মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশ। সর্বত্র উৎসব চলছে। তারা ভারতীয় সৈন্যদের জড়িয়ে ধরে স্বাগত জানাচ্ছেন। পাকিস্তানি কারাগারে বন্দি শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যাচ্ছে গাড়িতে। জয় বাংলা ও শেখ মুজিব সেøাগান সবার মুখে।
একজন মুক্তিসেনা ক্ষুব্ধ বাঙালিদের শান্ত করার চেষ্টা করছেন, যাতে পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী দালালদের ওপর হামলা করা না হয়।
বিকেলে দুপক্ষের ঢাকা ক্যান্টনমেন্টের আলোচনায় আত্মসমর্পণের আয়োজন নিয়ে কথা হয়। জেনারেল ক্লার বলেন, পাকিস্তানিরা ভালোই লড়েছে। তবে শেষ অবস্থান ধরে রাখার জন্য শেষ ব্যক্তিটি পর্যন্ত লড়ে যায়নি। এটা ভালো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি